চর্যাগীতি এবং তার আধুনিক বাংলা রূপান্তর
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
*
দুলি১ দোহন করে পিটাতে২ ধরানো গেলনা |
বৃক্ষের তেতুল কুম্ভীরে খায় ||
অঙ্গন ঘরের পানে, শোনগো বিআতী৩ |
কর্ণাভরণ চোরে নিল অর্ধরাত্রিতে ||
শ্বশুর নিদ্রা গেল, বধূ জাগ্রত |
কর্ণাভরণ চোরে নিল, কার কাছে গিয়ে মাগছ ||
দিনে বধূ কাকের ভয়ে ভীত |
রাত্রি হলে কামরু৪ যায় ||
এইরূপ চর্যা কুক্কুরীপাদ কর্তৃক গীত হল |
কোটির মধ্যে একের চিত্তে প্রবেশ করল ||



১ স্ত্রী--কচ্ছপ                
৩ বিবাহিত স্ত্রী (অবধূতী)
২ দুগ্ধ দোহন পাত্র                
৪ কামরূপ (কামের রাজা )

.            ****************                                     
র্যাগীতির সূচি   
চর্যাগীতি
কবি কুক্কুরীপাদ

২. রাগ গবড়া | কুক্কুরীপাদানাম্  |
দুলি দুহি পিটা ধরণ ন জাই |
রুখের তেন্তলি কুম্ভীরে খাঅ || ধ্রু ||
আঙ্গণ ঘরপণ সুন ভো বিআতী  |
কানেট চৌরি নিল অধরাতী  ||ধ্রু ||
সুসুরা নিদ্ গেল বহুড়ী জাগঅ |
কানেট চোরে নিল কা গই মাগঅ || ধ্রু ||
দিবসই বহুড়ী কাউই ডরে ভাঅ  |
রাতি ভইলে কামরু জাঅ || ধ্রু ||
অইসন চর্যা কুক্কুরীপাএঁ গাইড় |
কোড়ি মঝেঁ একু হিঅহিঁ সমাইড় || ধ্রু||
*
এক সে শুন্ডিনী১  দুই ঘরে সাঁধাল ( প্রবেশ করল )
চিক্কণ বাকলের দ্বারা বারুণী বাঁধল২ ||
সহজে  (চিত্ত) স্থির করে বারুণী  পান করে |
যাতে অজরামর  (এবং ) দৃঢ়স্কন্ধ হয়  ||
দশমী দ্বারেতে চিহ্ন দেখে |
এল  গ্রাহক আপনি (পথ ) বেয়ে  ||
চৌষট্টি ঘড়ায় দেখাল পসার (সাজিয়ে ) |
প্রবেশ করল গ্রাহক , নিষ্ক্রমণ নাই ||
এক ঘ লী৩ সরুই  (তার ) নল  |
বলেন বিরুআ, স্থির করে চালো  ||



১ মদ্যবিক্রেতা স্ত্রীলোক  
২ সূক্ষ্ম বল্কলের সাহায্যে মদ চোলাই করল
৩ ছোট  ঘড়া

.       
****************                                           
র্যাগীতির সূচি   
চর্যাগীতি
কবি বিরুবাপাদ

৩. রাগ গবড়া  |  বিরুবাপাদানাম্ |
এক সে শুন্ডিনী দুই ঘরে সান্ধঅ |
চীঅণ বাকলঅ বারুণি বান্ধঅ || ধ্রু||
সহজে থির করী বারুণি সান্ধে  |
জেঁ অজরামর হোই দিঢ় কান্ধে || ধ্রু||
দশমি দুআরত চিহ্ন দেখইআ |
আইল গরাহক অপণে বহিআ  || ধ্রু||
চউশঠী ঘড়িয়ে দেট পসারা |
পইঠেল গরাহক নাহি নিসারা || ধ্রু||
এক ঘ লী সরুই নাল  |
ভণন্তি বিরুআ থির করি চাল || ধ্রু||
*
কায়া তরুবর, পাঁচই ডাল |
চঞ্চল চিত্তে প্রবিষ্ট কাল ১ ||
দৃঢ় করে মহাসুখ পরিমাণ কর |
লূই বলেন, গুরুকে পুছিয়া জান ||
সকল সমাধিত কেন করা হয় |
সুখ-দুঃখেতে নিশ্চিত মরতে হবে ||
এড়িয়ে এই ছন্দের বন্ধন (এবং) করণের (ইন্দ্রিয়ের ) পারিপাট্যের আশা |
শূন্য পাখায় ভর করে লও রে (তার) পাশ ||
লূই বলেন, আমি ধ্যানে দেখেছি |
ধমন--চমন২ দুই পিড়াতে বসেছি ||


১ ধ্বংসকারী মহাকাল     
২ শ্বাস--প্রশ্বাস


.           ****************                                   
র্যাগীতির সূচি
চর্যাগীতি
কবি লূইপাদ

১. রাগ পটমঞ্জরী | লূইপাদানাম্ |
কাআ তরুবর পঞ্চ বি ডাল |
চঞ্চল চীএ পইঠো কাল || ধ্রু ||
দিঢ় করিঅ মহাসুহ পরিমাণ |
লূই ভণই গুরু পুচ্ছিঅ জাণ || ধ্রু ||
সঅল সমাহিঅ কাহি করিঅই |
সুখ দুখেতেঁ নিচিত মরিঅই || ধ্রু ||
এড়ি এউ ছান্দক বান্ধ করণক পাটের আস |
সুন্ন পাখ ভিড়ি লাহুরে পাস || ধ্রু ||
ভণই লূই আম্ হে ঝাণে দিঠা |
ধমণ চমণ বেণি পান্ডি বইঠা || ধ্রু ||
*
তিঅড়া১ চেপে যোগিনী, দে আলিঙ্গন |
কমল-কুলিশ২ ঘেঁটে বিআলী৩  করি ||
যোগিনী তোকে বিনা ক্ষণকালও বাঁচবনা  |
তোর মুখচুম্বন করে কমলরস পান করব ||
খেপন থেকে যোগিনী, লেপন হল  |
মণিমূল বেয়ে উড্ডীয়ানে৪  প্রবেশ করল  ||
শাশুড়ীর ঘরে তালাচাবি লাগল |
চন্দ্র--সূর্য দুই পাখা বিস্ফারিত৫ (হল) ||
বলেন গুড্ডরী, আমি কুন্দুরে৬  বীর ||
নর--নারী মাঝে ওড়ানো হল চীর৭  ||


১ ত্রিবৃতক, স্ত্রীজননেন্দ্রিয়                           
২ যোনী--পুরুষাঙ্গ                                
৩ বৈকালিক খেলা (সুরতক্রিড়া )               
৪ মহাসুখচক্র
৫ ফাল্ <স্ফার
৬ সুরতক্রিড়াতে
৭ বস্ত্র (নিশান ? )

.       
****************                                           
র্যাগীতির সূচি   
চর্যাগীতি
কবি গুন্ডরীপাদ

৪. রাগ অরু | গুন্ডরীপাদানাম্ |
তিঅড্ডা চাপী জোইণি দে অঙ্কবালী |
কমল কুলিশ ঘান্টে করুহূঁ বিআলী || ধ্রু ||
জোইণি তঁই বিনু ঋণহিঁ ন জীবমি |
তো মুহ চুম্বী কমলরস পীবমি  || ধ্রু ||
খেপহূঁ জোইণি লেপন জায় |
মণিমূলে বহিআ ওড়িআণে সমাঅ || ধ্রু ||
সাসু ঘরেঁ ঘালি কোঞ্চা তাল্ |
চান্দ সুজ বেণি পখা ফাল্   ||ধ্রু||
ভণই  গুড্ডরী অম্হে কুন্দুরে বীরা |
নর অ নারী মঝেঁ উভিল চীরা  || ধ্রু||
চর্যাগীতির আধুনিক বাংলা রূপ
চর্যাগীতির আধুনিক বাংলা রূপ
চর্যাগীতির আধুনিক বাংলা রূপ
চর্যাগীতির আধুনিক বাংলা রূপ
*
ভবনদী গহন গম্ভীর বেগে বাহিত |
দুপ্রান্তে কর্দম, মাঝে নেই ঠাই  ||
ধর্মার্থে  চাটিল সাঁকো গড়েন |
পারগামী লোক নির্ভয়ে তরে  ||
ফেরে মোহতরু, পাট জুড়ে  |
অদ্বয় দৃঢ় টাঙ্গীর (সাহায্যে ) নির্বাণকে (তৈরী ) করা হল  ||
সাঁকোতে ঠিকমত চড়লে , ডাইনে বামে হোয়ো না  |
নিকটে বোধি , দূরে যেওনা ||
যদি তোমরা লোকেরা পারগামী হবে |
জিজ্ঞাসা কর তুই (তুমি) অনুত্তর স্বামী চাটিলকে  ||




.       ****************                                       
র্যাগীতির সূচি   
চর্যাগীতি
কবি চাটিল্লপাদ  

৫. রাগ গুঞ্জরী  |  চাটিল্লপাদানাম্  |
ভবণই গহণ গম্ভীর বেগেঁ বাহী  |
দুয়ান্তে চিখিল মাঝেঁ ন থাহী || ধ্রু ||
ধামার্থে চাটিল সাঙ্কম গঢ়ই |
পারগামি লোঅ নিভর তরই || ধ্রু ||
ফাড্ডিঅ মোহতরু পাটি জোড়িঅ  |
আদঅ  দিঢ়ি টাঙ্গী  নিবাণে কোরিঅ  || ধ্রু||
সাঙ্কমত চড়িলে দাহিণ বাম মা হোহী  |
নিঅড্ডী বোহি দূর মা জাহী  || ধ্রু ||
জই তুম্ হে লোঅ হে হোইব পারগামী  |
পুচ্ছ তু চাটিল অনুত্তর সামী  ||ধ্রু||
চর্যাগীতির আধুনিক বাংলা রূপ
*
কাকে গ্রহণ (বা) বর্জন করে কিভাবে আছি  |
বেষ্টিত হাক পড়ে চারদিকে১ ||
আপন মাংসে হরিণ বৈরী  |
ক্ষণকালও ছাড়েনা ভুসুকু শিকারী  ||
তৃণ না ছোঁয় হরিণ, পান করেনা পানি |
হরিণ হরিণীর নিবাস জানেনা ||
হরিণী বলে হরিণকে , শোনো হরিণ , তুমি |
এ বন ছেড়ে হয়ে যাও ভ্রান্ত  ||
তরঙ্গের জন্য হরিণের খুর দেখা যায়না |
ভুসুকু বলেন, (একথা) মূঢ়ের চিত্তে প্রবেশ করেনা ||



১  চতুর্দিক বেষ্টন করে শিকারীর লোকেরা হাঁক--ডাক করতে থাকে,
যাতে হরিণ ভয়ে বন থেকে বেরিয়ে আসে | প্রথম দুই পংক্তি হরিণের
উক্তি |



.       ****************                                       
র্যাগীতির সূচি   
চর্যাগীতি
কবি ভুসুকুপাদ  

৬. রাগ পটমঞ্জরী | ভুসুকুপাদানাম্  |
কাহৈরি ঘিনি মেলি অচ্ছহু কীস |
বেঢ়িল হাক পড়অ চৌদীস || ধ্রু ||
অপণা মাংসেঁ হরিণা বৈরী  |
খনহ ন ছাড়অ ভুসুকু অহেরী || ধ্রু ||
তিন ন ছুপই হরিণা পিবই ন পাণী |
হরিণা হরিণির নিলঅ ণ জাণী || ধ্রু ||
হরিণী বোলঅ হরিণা সুণ হরিআ তো |
এ বন ছাড়ী হোহু ভান্তো  || ধ্রু ||
তরংগতেঁ হরিণার খুর ন দীসঅ  |
ভুসুকু ভণই মূঢ়া হিঅহি ণ পইসঈ || ধ্রু||
চর্যাগীতির আধুনিক বাংলা রূপ
*
আলি--কালি১ দ্বারা পথ রুদ্ধ হল   |
তা দেখে কাহ্ন বিমনা হলেন ||
কাহ্ন কোথায় গিয়ে বাস করবেন |
যে মন--গোচর সে উদাস ||
তারা তিন, তারা তিন, ----তিনই ভিন্ন  |
কাহ্ন বলেন, ভব পরিচ্ছিন্ন২  ||
যে যে এল সে সে গেল  |
আসা--যাওয়াতে কাহ্ন বিমনা হলেন ||
দেখলেন কাহ্ন , নিকটে জিনপুর বর্তমান |
বলেন কাহ্ন , আমার চিত্তে প্রবেশ করেনা  ||



১ পারিভাষিক শব্দ : শ্বাস প্রশ্বাস    
২ বিনষ্ট |



.       ****************                                       
র্যাগীতির সূচি   
চর্যাগীতি
কবি কাহ্নপাদ  

৭. রাগ পটমঞ্জরী  | কাহ্নপাদানাম্  |
আলিএঁ কালিএঁ বাট রুন্ধেলা |
তা দেখি কাহ্ন বিমন ভইলা || ধ্রু ||
কাহ্ন কহির গই করিব নিবাস |
জো মনগোঅর সো উআস  || ধ্রু ||
তে তিনি তে তিনি তিনি হো ভিন্না  |
ভণই কাহ্ন ভব পরিচ্ছিন্না  ||ধ্রু ||
জে জে আইলা তে তে গেলা  |
অবণাগবণে কাহ্ন বিমণ ভইলা || ধ্রু ||
হেরি সে কাহ্নি নিঅড়ি জিনউর বট্টই |
ভণই কাহ্ন মো হিঅহি ন পইসই ||ধ্রু ||
চর্যাগীতির আধুনিক বাংলা রূপ
*
সোনায় ভরল করুণা নৌকা  |
রূপা রাখবার নাই ঠাঁই    ||
বেয়ে যা তুই কামলি, গগনের পানে  |
বিগত জন্ম ফিরবে কিভাবে  ||
খোঁটা উপ্ ড়ে , কাছি মেলে দিলি১ |
বেয়ে যা তুই কামলি, সদ্ গুরুকে পুছে  ||
মার্গে চড়লে চতুর্দিকে তাকানো যায় |
দাঁড় না থাকলে কেউ কি বাইতে পারে  ||
বামে দক্ষিণে চেপে পথ মিলিয়ে মিলিয়ে |
পথে মিলল মহাসুখের সঙ্গ  ||



১ নোঙর তুলে দিয়ে



.       ****************                                       
র্যাগীতির সূচি   
চর্যাগীতি
কবি কম্বলাম্বর পাদ  

৮. রাগ দেবক্রী | কম্বলাম্বর পাদানাম্  |
সোনে ভরিলী করুণা নাবী  |
রূপা থোই নাহিক ঠাবী  || ধ্রু ||
বাহ তু কামলি গঅণ  উবেসেঁ  |
গেলী জাম বহুড়ই কইসেঁ || ধ্রু ||
খুন্টি উপাড়ী মেলিলি কাচ্ছী  |
বাহ তু কামলি সদ্ গুরু পুচ্ছী  || ধ্রু||
মাঙ্গত চঢ়িলে চউদিসে চাহঅ |
কে আল নাহি কেঁ কি বাহবকে পারঅ || ধ্রু ||
বাম দাহিণ চাপী মিলি মিলি মাগা |
বাটত মিলিল মহাসুখ সঙ্গা  || ধ্রু ||
চর্যাগীতির আধুনিক বাংলা রূপ
*
নগরের বাইরে রে ডোম্বী তোর কুড়েঘর |
ছুঁয়ে ছুঁয়ে যায় তাকে ব্রহ্মণ (এবং) নেড়ে১ ||
ওলো ডোম্বী, তোর সাথে করব আমি সঙ্গ |
(আমি) নির্ঘৃণ কাহ্ন কাপালিক যোগী উলঙ্গ ||
এক সে পদ্ম চৌষট্টি পাপ্ ড়ি |
তাতে চড়ে , নাচে ডোম্বী বেচারী ||
ওলো ডোম্বী, তোকে পুছি সদ্ ভাবে |
আসিস্ যাস্ ডোম্বী, কার নায়ে  ||
তন্ত্রী বিক্রয় করিস্ ডোম্বী , বর্ণহীন চাঙ্গাড়ি |
তোর জন্যে ছেড়েছি নটপেটিকা  ||
তুই লো ডোম্বী , আমি কাপালিক |
তোর জন্যে আমি পরলাম হাড়ের মালিকা ||
সরোবর ভেঙে ডোম্বী খায় মৃণাল  |
মারব ডোম্বীকে , নেব প্রাণ ||


১ মুন্ডিতমস্তক শ্রমণ বা পন্ডিত |


.       
****************                                       
র্যাগীতির সূচি   
চর্যাগীতি
কবি কাহ্নপাদ  

৯. রাগ পটমঞ্জরী  | কাহ্নপাদানাম্  |
নগর বাহিরেরেঁ ডোম্বী তোহোরি কুড়িআ |
ছোই ছোই জাই সো বাহ্ম নাড়িআ || ধ্রু ||
আলো ডোম্বী তোএ সম করিবে ম সাঙ্গ |
নিঘিণ কাহ্ন কাপালি জোই লাঙ্গ || ধ্রু||
এক সো পদমা চৌসঠ্ ঠি পাখুড়ী |
তহিঁ চড়ি নাচঅ ডোম্বী বাপুড়ী  || ধ্রু ||
হালো ডোম্বী তো পুছমি সদ্ ভাবে |
অইসসি জাসি ডোম্বী কাহরি নাবেঁ || ধ্রু ||
তান্তি বিকণঅ ডোম্বী অবরণা চঙ্গতা |
তোহোর অন্তরে ছাড়ি নড়পেড়া  || ধ্রু||
তুলো ডোম্বী হাউঁ কপালী  |
তোহোর অন্তরে মোএ ঘলিলি হাড়েরি মালী ||ধ্রু||
সরবর ভাঞ্জীঅ ডোম্বী খাঅ মোলাণ|
মারমি ডোম্বী লেমি পরাণ || ধ্রু||
চর্যাগীতির আধুনিক বাংলা রূপ
*
এ-কার  বং--কার১ দৃঢ় দুই খোঁটা মর্দিত করে |
বিবিধ ব্যাপক বন্ধন ছিন্ন করে ||
কাহ্ন বিলাস করে, আসবমত্ত |
সহজ নলিনীবনে প্রবেশকরে (সে) নিবৃত্ত ||
যেমন যেমন করী করিণীকে ইর্ষা (প্রেম ) করে |
তেমন তেমন তথতা-মদগল বর্ষণ করে ||
ষট্ গতিসকল স্বভাবে শুদ্ধ |
ভাবাভাব বালাগ্র ক্ষুব্ধ নয় ||
দশবলরত্ন আহৃত হল দশদিক থেকে |
বিদ্যাকরী দমিত হল অক্লেশে ||


১ এ--কার চন্দ্র , বং-কার সূর্য ; পারিভাষিক শব্দ


.       ****************                                       
র্যাগীতির সূচি   
চর্যাগীতি
কবি কাহ্নপাদ  

১০. রাগ দেশাখ | ( কাহ্নপাদানাম্ ) |
এ বংকার দৃঢ় বাখোড় মোড্ডিউ  |
বিবিহ বিআপক বান্ধণ তোড়িউ || ধ্র ||
কাহ্ন বিলসঅ আসব মাতা |
সহজ নলিনীবণ পইসি নিবিতা || ধ্রু ||
জিম জিম করিণা করিণিরেঁ রিসঅ   
তিম তিম তথতা  মঅগল বরিসঅ || ধ্রু ||
ছড়গই সঅল সহাবে সূধ |
ভাবাভাব বলাগ  ছুধ || ধ্রু ||
দশবল রঅণ হরিঅ দশদিসেঁ  |
বিদ্যাকরি দমঙ্কু অকিলেসেঁ  || ধ্রু ||
চর্যাগীতির আধুনিক বাংলা রূপ