চর্যাগীতি এবং তার আধুনিক বাংলা রূপান্তর যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
|
করুণা--পিড়িতে খেলি নয়বল১ |
সদগুরু বোধে জিতলাম ভববল ||
বিনষ্ট করলাম দ্বৈত ( সত্ত্বা ), পরাজিত রে ঠাকুর২ |
উপকারিকের উপদেশ কাহ্ণের নিকটে জিনপুর ||
প্রথম তেড়ে বড়ে মেরে দিলাম |
গজবরকে তুলে পাঁচজনকে ঘায়েল করলাম ||
মন্ত্রীদ্বারা ঠাকুরকে প্রতিনিবৃত্ত করে |
অবশ করে ভববল জিতলাম ||
বলেন কাহ্ণ, আমি ভাল দান দিয়েছি |
চৌষট্টি কোঠা গুনে নিয়েছি ||
১ দাবাখেলা
২ রাজা |
. **************** চর্যাগীতির সূচি
চর্যাগীতি
কবি কৃষ্ণপাদ
১২. রাগ ভৈরবী | কৃষ্ণপাদানাম্ |
করুণা পিহাড়ি খেলহুঁ নয় বল | সদ্ গুরু বোহেঁ জিতেল ভববল || ধ্রু || ফীটউ দুআ মাদেসিরে ঠাকুর | উআরি উএসঁ কাহ্ণ ণঅর জিনউর || ধ্রু || পহিলেঁ তোড়িআ বড়িআ মরাদিইউ | গঅবরে তোলিয়া পাঞ্চজনা ঘোলিউ || ধ্রু || মাতিএঁ ঠাকুরক পরিণিবিত্তা | অবস করিআ ভববল জিতা || ধ্রু || ভণই কাহ্ণ আহ্মে ভলি দান দেহুঁ | চউষঠ্ ঠি কোঠা গুণিআ লেহুঁ ||ধ্রু ||
|
|
ত্রিশরণকে১ নৌকা করল অষ্টকুমারী২ |
নিজ দেহ (হল ) করুণা, শূন্য (হল ) মহিলা ||
পার হল ভবজলধি, যেমন করে মায়াস্বপ্ন (পার হয় ) |
মাঝে দুই তরঙ্গ অনুভূত হল ||
পঞ্চ তথাগতকে করা হল দাঁড় |
বেয়ে চল কাহ্ন কায়া--মায়াজাল ||
গন্ধ--স্পর্শ-রস যেরূপ সেরূপ |
নিদ্রা--বিহীন স্বপ্ন যেমন ||
চিত্ত-কর্ণধার শূন্যতা-মার্গে |
চলল কানু মহাসুখের সঙ্গ করতে ||
১ বুদ্ধ, ধর্ম ও সংঘ অথবা কায়, বাক্ ও চিত্ত
২ বুদ্ধি, ঐশ্বর্যাদি অষ্ট সুখানুভূতি
.
**************** চর্যাগীতির সূচি
চর্যাগীতি
কবি কৃষ্ণাপাদ
১৩. রাগ কামোদ | কৃষ্ণাপাদানাম্ |
তিশরণ নাবী কিঅ অঠ কুমারী | নিঅ দেহ করুণা শূন মেহেলী ||ধ্রু || তারিত্তা ভবজলধি জিম করি মাঅ সুইণা | মঝ বেণী তরঙ্গম মুনিআ ||ধ্রু || পঞ্চ তথাগত কিঅ কেড়ুআল | বাহঅ কাঅ কাহ্ণিল মাআজাল || ধ্রু || গন্ধ--পরস--রস জইসো তইসো | নিংদ বিহুনেঁ সুইণা জইসো || ধ্রু || চিঅ--কণ্ণহার সুণত মাঙ্গে | চলিল কাহ্ণ মহাসুহ সাঙ্গে || ধ্রু ||
|
|
নাড়িশক্তি দৃঢ় (করে) ধরা হল খাটে১ |
অনাহত ডমরু বাজে বীরনাদে ||
কাহ্ন কাপালিক যোগী প্রবিষ্ট আচারে |
দেহ নগরীতে একাকারে২ বিহার করে ||
আলি--কালি (হল) চরণে ঘন্টা--নূপুর |
রবি শশীকে করাহল কুন্ডল আভরণ ||
রাগ--দ্বেষ-মোহের ছাই লেপে |
পরম মোক্ষ লাভ করল এ মুক্তাহার ||
ঘরে শাশুড়ী৩ , ননদ ও শালীকে৪, মেরে |
মাকে৫ মেরে কাহ্ন হল কাপালিক ||
১ শূন্যতা--প্রভাস্বর
২ অদ্বৈত অবস্থায়
৩ সাসু = শ্বাস
৪ নণন্দ--সালী = নন্দকারী বন্ধন
৫ মাঅ = মায়া
. **************** চর্যাগীতির সূচি
চর্যাগীতি
কবি কৃষ্ণাচার্যপাদ
১১. রাগ পটমঞ্জরী | কৃষ্ণাচার্যপাদানাম্ |
নাড়ি শক্তি দিঢ় ধরিঅ খট্টে | অনহা ডমরু বাজএ বীরনাদে || ধ্রু || কাহন কাপালী যোগী পইঠ অচারে | দেহ নঅরী বিহারএ একাকারে || ধ্রু || আলি কালি ঘন্টা নেউর চরণে | রবি শশি কুন্ডল কিউ আভরণে || ধ্রু|| রাগ দেশ মোহ লাইঅ ছার | পরম মোখ লব এ মুক্তিহার || ধ্রু || মারিঅ সাসু নণন্দ ঘরে সালী | মাঅ মারিআ কাহ্ণ ভইঅ কবালী || ধ্রু ||
|
|
গঙ্গা--যমুনার মাঝেরে বয়ে চলে নৌকা |
তাতে চড়লে মাতঙ্গী-পুত্রী লীলায় পার করে ||
বেয়ে চল্ তুই ডোম্বী, বেয়ে চল ওলো ডোম্বী, পথে বেলা হল |
সদ্ গুরু--পাদপ্রসাদে যাব পুনর্বার জিনপুর ||
পাঁচ দাঁড় পড়ছে মার্গে, পিঠে কাছী বাঁধা |
গগন-সেঁউতি দ্বারা সিঞ্চন কর পানী, (যেন) না প্রবেশ করে ফাঁক দিয়ে ||
চন্দ্র-সূর্য দুই চাকা, সৃষ্টি-সংহার মাস্তুল |
বাম-দক্ষিণ দুই মার্গে না তাকিয়ে, তুই (স্ব)চ্ছন্দেবেয়ে চল্ ||
কড়ি নেয়না, বুড়ি নেয়না, স্বেচ্ছায় পার করে |
যে রথে চড়ল, (অথচ) বাইতে না জানে, (সে) কূলে-কূলেই ডোবে ||
. **************** চর্যাগীতির সূচি
চর্যাগীতি
কবি ডোম্বীপাদ
১৪. রাগ ধনসী | ডোম্বীপাদানাম্ |
গঙ্গা জঊনা মাঝেঁরে বহই নাই | তহিঁ চুড়িলী মাতঙ্গি-পোইআ লীলে পার করেই ||ধ্রু|| বাহ তু ডোম্বী বাহ লো ডোম্বী বাটত ভইল উছারা | সত্গুরু পাঅপএঁ জাইব পুনু জিণউরা || ধ্রু || পাঞ্চ কে আল পড়ন্তেঁ মাঙ্গে পিটত কাচ্ছী বান্ধী | গঅণ- দুখোলেঁ সিংচহুঁ পানী ন পইসই সান্ধী || ধ্রু || চন্দ--সূজ্জ দুই চকা সিঠি-সংহার পুলিংদা | বাম-দাহিণ দুই মাগ ন চেবই বাহতু ছন্দা || ধ্রু || করড়ী ন লেই বোড়ী ন লেই সুচ্ছড়ে পার করেই | জো রথেচড়িলা বাহবা ণ জাই কুলেঁ কুল বুড়ই ||ধ্রু||
|
|
চর্যাগীতির আধুনিক বাংলা রূপ
চর্যাগীতির আধুনিক বাংলা রূপ
চর্যাগীতির আধুনিক বাংলা রূপ
চর্যাগীতির আধুনিক বাংলা রূপ
স্বসংবেদন স্বরূপবিচারে অলক্ষ্য লক্ষ করা যায় না |
যে যে সোজা পথে গেল অনাবর্ত হল সেই ||
কূলে কূলে (ভ্রাম্যমান ) হয়ো না রে মূঢ় , সোজা পথ সংসার |
বালক এক তিল বাঁক ভুল কোরোনা, রাজপথ কনকধারা ||
মায়া- মোহ সমুদ্র রে, না বুঝিস্ অন্ত, (না পাস্ ) থই |
সামনে নৌকা বা ভেলা দেখা যায় না , ভ্রান্তি (বশে) না পুছিস্ নাথকে ||
শূন্য প্রান্তর , নিশানা দেখা যায় না, ভুল না করিস যেতে |
এখানে অষ্ট মহাসিদ্ধি সিদ্ধ হয়, ঋজু বাটে গেলে ||
বাম দক্ষিণ দুই বাট ছাড়ি , শান্তি ঘোরেন খেলাচ্ছলে |
ঘাট নয় গুপ্ত , খরতর হয়নি (প্রবাহ), আঁখি বুজে বাটে যেও ||
. **************** চর্যাগীতির সূচি
চর্যাগীতি
কবি শান্তিপাদ
১৫. রাগ রামক্রী | শান্তিপাদানাম্ |
সঅসন্বেঅণ সরুঅ বিআরেতেঁ অলক্ খ ন জাই | জে জে উজুবাটে গেলা অনাবাটা ভইলা সোই ||ধ্রু || কুলেঁ কুল মা হোই রে মূঢ়া উজুবাট সংসারা | বাল তিল একু বাঙ্ক ন ভূলহ রাজপথ কণ্ঢারা || ধ্রু || মাআ-মোহা সমুদা রে অন্ত ন বুঝসি থাহা | অগে নাব ন ভেলা দীসঅ ভান্তি ন পুছসি নাহা || ধ্রু || সুনা পান্তর উহ ন দিসই ভান্তি ন বাসসি জাংতে | এষা অঠ মহাসিদ্ধি সিঝএ উজু বাট জাঅন্তে || ধ্রু || বাম দাহিণ দো বাটা ছাড়ী সান্তি বুলথেউ সংকেলিউ | ঘাট না গুমা খড়তড়ি নো হোই আখি বুজিঅ বাট জাইউ || ধ্রু ||
|
|
চর্যাগীতির আধুনিক বাংলা রূপ
তিন পাটেতে লাগল রে, অনাহত কৃষ্ণ মেঘ গর্জন করে |
তা শুনি মার ভয়ঙ্কর রে, সব মন্ডলসহ ভাগে ||
মত্ত হয়ে চিত্ত-গজেন্দ্র ধাবিত হয় |
নিরন্তর গগনপ্রান্তে তৃষ্ণায় ঘুর্ণিত হয় ||
পাপ-পুন্য দুই শিকল ছিঁড়ে, মর্দিত করে স্তম্ভস্থান |
গগন-চূড়া স্পর্শ করে চিত্ত প্রবেশ করে নির্বাণে ||
মহারস পানে মত্ত হল রে, ত্রিভুবন সকল উপেক্ষা করে |
পঞ্চ বিষয়ের নায়ক রে, বিপক্ষে কাউকে দেখিনা ||
খররবি-কিরণ-সন্তাপে রে, গগনাঙ্গানে গিয়ে প্রবেশ করল |
বলেন মহিত্তা , আমি এখানে ডুবেও কিছুই দেখিনি |
. **************** চর্যাগীতির সূচি
চর্যাগীতি
কবি মহীধরপাদ
১৬. রাগ ভৈরবী | মহীধরপাদানাম্ |
তিনিএঁ পাটে লাগেলিরে অণহ কসণ ঘণ গাজই | তা সুনি মার ভয়ংকর রে সঅ মন্ডল সএল ভাজই || ধ্রু || মাতেল চীঅ গঅন্দা ধাবই | নিরন্তর গঅণন্ত তুসেঁ ঘোলই || ধ্রু || পাপ-পুণ্য বেণি তিড়িঅ সিকল মোড়িঅ খম্ভা ঠাণা | গঅণ-টাকলী লাগি রে চিত্তা পইঠ ণিবাণা || ধ্রু || মহারস পানে মাতেল রে তিহুঅণ সএল উএখী | পঞ্চ বিষঅরে নায়ক রে বিপখ কোবী ন দেখী || ধ্রু || খররবি- কিরণ সংতাপে রে গঅণাঙ্গণ গই পইঠা | ভণন্তি মহিত্তা মই এথু বুড়ন্তে কিম্পি ন দিঠা || ধ্রু ||
|
|
চর্যাগীতির আধুনিক বাংলা রূপ
সূর্য লাউ১, শশি লাগল তন্ত্রী (রূপে ) |
অনাহত দন্ড, চক্র করা হল অবধূতীকে ||
বাজে ওলো সখী, হেরুক২ বীণা |
শূন্যতন্ত্রী-ধ্বনি করুণ (সুরে ) বিলসিত হয় ||
আলি-কালি দুই সা (এবং) রে (ধ্বনি) শুনে |
গজবরের সমরসসন্ধি৩ গণনা করে ||
যখন করহ করহকলে৪ চাপা হল |
বত্রিশ তন্ত্রীধ্বনি সর্বদিক ব্যাপ্ত হল ||
নাচছেন বাজিল৫ , গাইছেন দেবী৬ |
বুদ্ধ নাটক বিসম হয় ||
১ বীণাযন্ত্রের খোল
২ হেরুক হলেন বজ্রযানীদের প্রধান উপাস্য : এরই অন্য নাম বজ্রধর বা ভৈরব
৩ মৈত্রী ও করুণার সমতা
৪ করাঙ্গুলি বাদ্যযন্ত্রের তারে
৫ বজ্রধর : বুদ্ধনাটকের একজন নট
৬ নৈরাত্মা
. **************** চর্যাগীতির সূচি
চর্যাগীতি
কবি বীণাপাদ
১৭. রাগ পটমঞ্জরী | বীণাপাদানাম্ |
সুজ লাউ সসি লাগেলি তান্তী | অণহা দান্ডী চাকি কিঅত অবধূতী ||ধ্রু|| বাজই অলো সহি হেরুঅ বীণা | সুণতান্তি ধনি বিলসই রুণা || ধ্রু || আলিকালি বেণি সারি সুণেআ | গঅবর সমরস সান্ধী গুণিআ || ধ্রু || জবে করহা করহকলে চিপিউ | বতিস তান্তি ধনি সএল ব্যাপিউ || ধ্রু || নাচন্তি বাজিল গান্তি দেবী | বুদ্ধ নাটক বিসমা হোই || ধ্রু ||
|
|
চর্যাগীতির আধুনিক বাংলা রূপ
তিন ভুবন আমাদ্বারা বাহিত (হল ) হেলায় |
আমি শুলাম মহাসুখলীলায় ||
কিরূপ, ওলো ডোম্বী, তোমার নাগরালি |
অন্তে কুলীনজন, মধ্যে কাপালিক ||
তুই লো ডোম্বী, সকল নষ্ট করলি |
বিনা কার্য-কারণে শশধর টলাইলি ||
কেহ কেহ তোরে বিরূপ বলে |
বিদ্বজ্জন--লোক তোর কন্ঠ ছাড়েনা ||
কাহ্ন গাইলেন , তুই কামচন্ডালী |
ডোম্বীর বাড়া ছিণালী নেই ||
. **************** চর্যাগীতির সূচি
চর্যাগীতি
কবি কৃষ্ণবজ্রপাদ
১৮. রাগ গউড়া | কৃষ্ণবজ্রপাদানাম্ |
তিনি ভুঅণ মই বাহিঅ হেলেঁ | হাঁউ সুতেলি মহাসুহ লীলে || ধ্রু || কইসণি হালো ডোম্বী তোহোরি ভাভরিআলী | অন্তে কুলিণজণ মাঝেঁ কাবালী || ধ্রু || তঁই লো ডোম্বী সঅল বিটলিউ | কাজ ণ কারণ সসহর টালিউ || ধ্রু || কেহো কেহো তোহোরে বিরুআ বোলই | বিদুজণ লোঅ তোরেঁ কন্ঠ ন মেলঈ || ধ্রু || কাহ্নে গাই তু কামচন্ডালী | ডোংবিত আগলি নাহি ছিণালী || ধ্রু ||
|
|
চর্যাগীতির আধুনিক বাংলা রূপ
ভব--নির্ব্বাণে পটহ (এবং ) মাদল১ |
মন--পবন যুগল করন্ড (এবং ) কশালা২ ||
জয়--জয় দুন্দুভি--শব্দ উচ্ছলিত করে |
কাহ্ন ডোম্বী--বিবাহে চলল ||
ডোম্বী বিয়ে করে আহার করল জন্ম |
যৌতুক করল অনুত্তর ধাম ||
অহর্নিশি সুরত-প্রসঙ্গে যায় |
যোগিনী--জালে রাত্রি পোহায় ||
ডোম্বীর সঙ্গে যে যোগী রত |
ক্ষণকালও (সে) ছাড়ে না, সহজ-উন্মত্ত ||
১ পটহ ও মাদল চর্মবাদ্য বিশেষ
২ করন্ড ও কশালা সম্ভবতঃ কাড়া ও নাকাড়া
. **************** চর্যাগীতির সূচি
চর্যাগীতি
কবি কৃষ্ণপাদ
১৯. রাগ ভৈরবী | কৃষ্ণপাদানাম্ |
ভব নির্ব্বাণে পড়হ মাদলা | মণ-পবণ বেণি করন্ড-কশালা ||ধ্রু | জঅ জঅ দুংদুহি সাব্দ উছলিআঁ | কাহ্ন ডোম্বি বিবাহে চলিলা ||ধ্রু || ডোম্বি বিবাহিআ অহারিউ জাম | জউতুকে কিঅ আণুতু ধাম || ধ্রু || অহনিসি সুরঅ--পসংগে জাঅ | জোইণিজালে রঅণি পোহাঅ || ধ্রু || ডোম্বীএর সঙ্গে জো জোই রত্তো | খনহ ণ ছাড়অ সহজ উন্মত্তো || ধ্রু ||
|
|
চর্যাগীতির আধুনিক বাংলা রূপ
আমি নিরাশী, ক্ষপণক ভাতার |
আমার বিশেষ মিলন-সুখ কহা যায়না ||
প্রসব করলাম গো মাতা, আঁতুরঘর চাই |
যা এখানে চাইলাম তা এখানে নাই ||
প্রথম বিআন আমার বাসনাপুট১ |
নাড়ী বিচারের পর সেও বায়ুতে বিলীন ||
যখন নবযৌবন আমার হল পূর্ণ |
মূল খুঁড়লাম , বাপকে সংহার করলাম ||২
বলেন কুক্কুরীপাদ, এ--ভব স্থির |
যে এ-কথা বোঝে সে এখানে বীর ||
১ আকাঙ্খার ধন |
২ সুনীতিকুমারের সম্পাদিত পাঠ ও অর্থ | মূল পুথিপাঠ পৃ ৬০ |
. **************** চর্যাগীতির সূচি
চর্যাগীতি
কবি কুক্কুরীপাদ
২০. রাগ পটমঞ্জরী | কুক্কুরীপাদানাম্ |
হাঁউ নিরাসী খমণ ভতারে | মোহোর বিগোয়া কহণ ন জাই || ধ্রু || ফেটলিউ গো মাএ অন্তউড়ি চাহি | জা এথু চাহাম সো এথু নাহি || ধ্রু || পহিল বিআণ মোর বাসনপূড় | নাড়ি বিআরন্তে সেব বায়ুড়া || ধ্রু || জা ণ জৌবণ মোর ভইলেসি পূরা | মূল নখলি বাপ সংঘারা || ধ্রু || ভণথি কুক্কুরীপা এ ভব থিরা | জো এথু বুঝএ সো এথু বীরা || ধ্রু||
|
|
চর্যাগীতির আধুনিক বাংলা রূপ