চর্যাগীতি এবং তার আধুনিক বাংলা রূপান্তর যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
|
নিজে রচনা করে করে ভব-নির্বাণ |
মিছে লোক বাঁধে আপনাকে ||
আমরা জানিনা অচিন্ত্যযোগীরা |
জন্ম-মরণ-ভব কিভাবে হয় ||
যেরূপ জন্ম, মরণও সেরূপ |
জীবন্তে মৃতে বিশেষ নাই ||
যার এখানে জন্ম মরণেরও শঙ্কা |
সে করুক রস-রসায়নের আকাঙ্খা ||
যিনি সচরাচর ত্রিদশ১ ভ্রমণ করেন |
তিনি অজরামর কোনোরূপে হবেন না ||
জন্মে কর্ম না কর্মে জন্ম |
সরহ বলেন, অচিন্ত্য সেই ধাম ||
১ বাল্য-কৈশোর -যৌবন অথবা জন্ম - মৃত্যু - স্থিতি
. **************** চর্যাগীতির সূচি
চর্যাগীতি
কবি সরহপাদ
২২. রাগ গুঞ্জরী | সরহপাদানাম্ |
অপণে রচি রচি ভব নির্বাণা | মিছেঁ লোঅ বন্ধাবএ অপণা || ধ্রু || অম্ভে ন জানহূঁ অচিন্ত জোই | জাম-মরণ-ভব কইসণ হোই || ধ্রু || জইসো জাম মরণ বি তইসো | জীবন্তে মঅলেঁ নাহি বিশেসো || ধ্রু|| জা এথু জাম মরণে বি সঙ্কা | সো করউ রস-রসাণেরে কংখা || ধ্রু || জে সচরাচর তিঅস ভমন্তি | তে অজরামর কিম্পি ন হোন্তি || ধ্রু || জামে কাম কি কামে জাম | সরহ ভণতি অচিন্ত সো ধাম || ধ্রু||
|
|
যদি তুমি ভুসুকু শিকারে যাবে, মেরো সেই পাঁচজনকে |
নলিনীবনে প্রবেশ করতে হোয়ো একমনা ||
জীবন্ত হল প্রভাত , মরল রজনী |
হনন-বিনা মাংসের জন্য ভুসুকু পদ্মবনে প্রবেশ করল ||
মায়াজাল প্রসারিত করে রে বাঁধল মায়াহরিণী |
সদ্ গুরুর বোধে বুঝি রে, কার কাহিনী ||
. **************** চর্যাগীতির সূচি
চর্যাগীতি
কবি ভুসুকুপাদ
২৩. রাগ বরাড়ী | ভুসুকুপাদানাম্ |
জই তুহ্মে ভুসুকু অহেই জাইবেঁ মারিহ সি পঞ্চজণা | নলণীবন পইসন্তে হোহিসি একুমনা || ধ্রু || জীবন্তে ভেলা বিহণি মএল ণঅণি | হণ বিণু মাংসে ভুসুকু পদ্মবন পইসহিণি ||ধ্রু || মাআজাল পসরিউ রে বাধেলি মা আহরিণী | সদ্ গুরুবোহেঁ বুঝি রে কাসু কহিনি || ধ্রু ||১
|
|
নিশি আঁধার, মুষার চারণা |
অমিয় ভক্ষণ করে মূষা, করে আহার ||
মার রে যোগী, মুষা-পবনকে |
যেন টুটে যায় অবনাগমন ||
ভব বিদারণ করে মুষা , খোঁড়ে গর্ত |
চঞ্চল মুষিক জেনে (তার) নাশক হও ||
কাল মুষা , অনুভূত হয়না বর্ণ |
গগনে উঠে চরে আমন ধান (--এর মাঠে) ||
তবু সে মুষা উঞ্চল- পাঞ্চল১ |
সদ্ গুরুর বুদ্ধিতে কোরো তাকে নিশ্চল ||
যখন মুষার আচার টুটবে |
ভুসুকু বলেন, তবে বাঁধন কাটবে ||
১ অস্থির
. **************** চর্যাগীতির সূচি
চর্যাগীতি
কবি ভুসুকুপাদ
২১. রাগ বরাড়ী | ভুসুকুপাদানাম্ |
চর্যাগীতির আধুনিক বাংলা রূপ
চর্যাগীতির আধুনিক বাংলা রূপ
চর্যাগীতির আধুনিক বাংলা রূপ
তুলা ধুনে ধুনে আঁশ রে আঁশ |
আঁশ ধুনে ধুনে নিরবয়ব শেষে ||
তবু সেই হেতু পাবেনা |
শান্তি বলেন , কেন সেরূপ ভাবা হয় ||
তুলা ধুনে ধুনে শূন্যকে আহার করালাম |
পুনর্বার নিয়ে নিজের মধ্যে চটিয়ে দিলাম১ ||
বিস্তৃত বর্ত , দুই মার্গ দেখা যায়না |
শান্তি বলেন , কেশাগ্র প্রবেশ করেনা ||
না কাজ না কারণ, ---যার এরূপ যুক্তি |
(তাকে ) স্বসংবেদন বলেন শান্তি ||
১ আত্মলীন করে দিলাম |
. **************** চর্যাগীতির সূচি
চর্যাগীতি
কবি শান্তিপাদ
২৬. রাগ শীবরী | শান্তিপাদানাম্ |
তুলা ধুণি ধুণি আঁসুরে আঁসু | আঁসু ধুণি ধুণি ণিরবর সেসু || ধ্রু || তউ যে হেরুঅ ণ পাবিঅই | সান্তি ভণই কিণ স ভাবিঅই ||ধ্রু || তুলা ধুণি ধুণি সুনে অহারিউ | পুণ লইআ অপণা চটারিউ || ধ্রু|| বহল বট দুই মার ন দিশঅ | সান্তি ভণই বালাগ ন পইসঅ ||ধ্রু || কাজ ন কারণ জ এহু জুঅতি | সঁএঁসংবেঅণ বোলথি সান্তি || ধ্রু ||
|
|
চর্যাগীতির আধুনিক বাংলা রূপ
অর্ধরাত্রি ভরে কমল বিকশিত হল |
বত্রিশ যোগিনী তাদের অঙ্গ উল্লসিত করল ||
চালিত হল শশধর অবধূতি মার্গে |
রত্ন (প্রভাব ) হেতু সহজকে কহে ||
চালিত শশধর গেল নির্বাণে |
কমলিনী কমল (রসে ) বহে পদ্মনালে ||
বিরমানন্দ বিলক্ষণ শুদ্ধ |
যিনি এরূপ বোঝেন তিনি এখানে বুদ্ধ ||
ভুসুকু বলেন, আমি মিলনের দ্বারা বুঝলাম |
সহজানন্দ মহাসুখলীলায় ||
. **************** চর্যাগীতির সূচি
চর্যাগীতি
কবি ভুসুকুপাদ
২৭. রাগ কামোদ | ভুসুকুপাদানাম্ |
অধরাতি ভর কমল বিকসউ | বতিস যোইণী তসু অঙ্গ উহ্লসিউ ||ধ্রু || চালিউঅ ষষহর মাগে অবধূই | রঅণহু ষহজে কহেই || ধ্রু|| চালিঅ ষষহর গউ নিবাণেঁ | কমলিনি কমল বহই পণালেঁ || ধ্রু || বিরমানন্দ বিলক্ষণ সুধ | জো এথু বুঝই সো এথু বুধ || ধ্রু|| ভুসুকু ভণই মই বুঝিঅ মেলেঁ | সহজানন্দ মহাসুহ লীলেঁ || ধ্রু ||
|
|
চর্যাগীতির আধুনিক বাংলা রূপ
উঁচু উঁচু পর্বত, সেখানে বাস করে শবরী--বালিকা |
ময়ূরপুচ্ছ পরিহিত শবরী | গলায় গুঞ্জরী--মালিকা ||
উন্মত্ত শবর, পাগল শবর, না করিস গোল, দোহাই তোর |
নিজ ঘরণী নামে ( ও হল ) সহজসুন্দরী ||
নানা তরুবর মুকুলিত হল, গগনে লাগল ডাল |
একলা শবর এ-বনে ঢোঁড়ে, কর্ণকুন্ডলবজ্রধারী ||
ত্রিধাতুখাট পাতল শবর, মহাসুখে শয্যা ছাইল |
শবর ভুজঙ্গ১ , নৈরাত্মা দারী২, প্রেমে রাত পোহাল ||
চিত্ত-তাম্বুল মহাসুখে কর্পূর খায় |
শূন্য-নৈরাত্মাকে কন্ঠে নিয়ে মহাসুখে রাত পোহায় ||
গুরুবাক্--ধনুকে বিদ্ধকর, নিজমন--বাণের দ্বারা |
এক শরসন্ধানে বিদ্ধকর, বিদ্ধকর পরম নির্বাণকে ||
গুরু রোষে শবর উন্মত্ত |
গিরিবর-শিখর-সন্ধিতে প্রবেশ করে, শবর লড়বে কিরূপে ||
১ নাগর
২ বারবণিতা
. **************** চর্যাগীতির সূচি
চর্যাগীতি
কবি শবরপাদ
২৮. রাগ বল্লাড্ডি | শবরপাদানাম্ |
উঞ্চা উঞ্চা পাবত তঁহি বসই সবরীবালী | মোরঙ্গি পীচ্ছ পরহিণ সবরী গিবত গুঞ্জরী মালী || ধ্রু || উমত সবরো পাগল শবরো মা কর গুলী গুহাডা তোহৌরী | নিঅ ঘরিণী ণামে সহজ সুন্দারী || ধ্রু || ণাণা তরুবর মৌলিলরে গঅণত লাগেলি ডালী | একেলী সবরী এ বণ হিন্ডই কর্ণ্ণকুন্ডলবজ্রধারী || ধ্রু || তিঅ ধাউ খাট পড়িলা সবরো মহাসুহে সেজি ছাইলী | সবরো ভুজঙ্গ ণইরামণি দারী পেহ্ম রাতি পোহাইলী || ধ্রু || হিঅ তাঁবোলা মহাসুহে কাপুর খাই | সুন নিরামণি কন্ঠে লইআ মহাসুহে রাতি পোহাই || ধ্রু || গুরুবাক পুঞ্চআ বিন্ধ ণিঅমণে বাণেঁ | একে সরসন্ধাণেঁ বিন্ধহ বিন্ধহ পরম নিবাণেঁ || ধ্রু || উমত সবরো গরুআ রোসে | গিরিবরসিহরসন্ধি পইসন্তে সবরো লোড়িব কইসেঁ || ধ্রু ||
|
|
চর্যাগীতির আধুনিক বাংলা রূপ
ভাব হয়না, অভাব যায় না |
এরূপ সংবোধে১ কে প্রত্যয় করে ||
লূই বলেন, বিজ্ঞান দুর্লক্ষ বটে |
ত্রিধাতুতে বিলাস করে, ওখানে নেই ঠাঁই ||
যার বর্ণ, চিহ্ন, রূপ জানা নেই |
তাকে কিভাবে আগম-বেদ দ্বারা ব্যাখ্যা করা যায় ||
কাকে কি বলে আমি দেব প্রশ্ন (-এর উত্তর ) |
উদকের চাঁদ যেমন সত্য, না মিথ্যা (? ) ||
লূই বলেন, আমি ভাব্ ব কিরূপে |
যা নিয়ে আছি, তার উদ্দেশ না দেখা যায় ||
১ ব্যাখ্যাতে |
. **************** চর্যাগীতির সূচি
চর্যাগীতি
কবি লুইপাদ
২৯. রাগ পটমঞ্জরী | লুইপাদানাম্ |
ভাব ন হোই অভাব ণ জাই | আইস সংবোহেঁ কো পতিআই ||ধ্রু|| লুই ভণই বট দুলর্কখ বিণাণা | তিঅধাএ বিলসই উহ ণ ঠাণা || ধ্রু || জাহের বান চিহ্ন রূব ণ জাণী | সো কইসে আগম বেএঁ বখাণী || ধ্রু|| কাহেরে কিষভণি মই দিবি পিরিচ্ছা | উদক চান্দ জিম সাচ ন মিছা || ধ্রু || লূই ভণই মই ভাইব কীষ | জা লই অচ্ছম তাহের উহ ণ দিস ||ধ্রু ||
|
|
চর্যাগীতির আধুনিক বাংলা রূপ
করুণা-মেঘ নিরন্তর স্ফুরিত |
ভাবাভাব দ্বন্দ্বকে দলিত ক’রে ||
উদিত গগণ মাঝে অদ্ভুত |
দেখ, রে ভুসুকু , সহজ স্বরূপ ||
যা শুনে টুটে ইন্দ্রজাল |
নিভৃত রে নিজমন , না দেয় উল্লাস ||
বিষয়বিশুদ্ধি থেকে আমি বুঝলাম আনন্দে |
গগনে যেমন উজ্জ্বলিত হয় চাঁদ ||
এই ত্রৈলোক্যে এই হল সার |
যোগী ভুসুকু বিদীর্ণ করে অন্ধকার ||
. **************** চর্যাগীতির সূচি
চর্যাগীতি
কবি ভুসুকুপাদ
৩০. রাগ মল্লারী | ভুসুকুপাদানাম্ |
করুণ মেহ নিরন্তর ফরিআ | ভাবাভাব দ্বংদ্বল দলিআ || ধ্রু || উইত্তা গঅণ মাঝেঁ অদভুআ | পেখরে ভুসুকু সহজ সরূআ || ধ্রু|| জাসু সুনন্তে তুট্টই ইন্দিআল | নিহু রে নিঅমণ ণ দে উলাস || ধ্রু || বিসঅবিশুদ্ধিঁ মই বুঝ্ ঝিঅ আনন্দে | গঅণহ জিন উজোলি চান্দে || ধ্রু|| এ তৈলোএ এত বিষারা | জোই ভুসুকু হেভ্ভই অন্ধকারা || ধ্রু ||
|
|
চর্যাগীতির আধুনিক বাংলা রূপ
নিসিঅ অন্ধারী মুসা চটারা | অমিঅ ভখঅ মুসা করঅ আহারা || ধ্রু || মার রে জোইআ মুসা পবণা | জেঁ ণ তুটঅ অবণা গবণা || ধ্রু || ভব বিন্দারঅ মুসা খণঅ গাতী | চঞ্চল মুসা কলিআঁ নাশক থাতী || ধ্রু || কাল মুষা উহ ণ বাণ | গঅণে উঠি চরঅ অমণ ধাণ || ধ্রু || তব সে মুষা উঞ্চল পাঞ্চল | সদ্ গুরু বোহে করিহ সো ণিচ্চল || ধ্রু || জবেঁ মুষাএর অচার তুটঅ | ভুসুকু ভণঅ তবেঁ বান্ধন ফিটঅ || ধ্রু ||
|
|
১ এরপর তিনটি পাতা পাওয়া যায়নি তার ফলে ২৩নং গীতের শেষ
চার পংক্তি এবং ২৪,২৫ ---সংখ্যক গীত দুটি পাওয়া যায়নি |