চর্যাগীতি এবং তার আধুনিক বাংলা রূপান্তর যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
|
নাদ১ নয়, বিন্দু১ নয়, নয় রবিশশি-মন্ডল |
চিত্তরাজ স্বভাবে মুকুলিত ||
ঋজু রে, ঋজু ছেড়ে নিওনা রে বাঁক |
নিকটেই বোধি, যেওনা রে লঙ্কা ||
হাতে রে ( তোমার ) কাঁকণ, নিওনা দর্পণ |
নিজে নিজে বোঝ তুই নিজ মন ||
অপর পারে সে গজিয়ে ওঠে |
দুর্জনের সঙ্গে অপসৃত হয়ে যায় ||
বামে দক্ষিণে যে খাল-বিখাল |
সরহ বলেন , বাপু, সোজা পথ প্রতিভাত হল ||
১ পারিভাষিক শব্দ | বৌদ্ধতন্ত্রোক্ত যোনী-শুক্র |
. **************** চর্যাগীতির সূচি
চর্যাগীতি
কবি সরহপাদ
৩২. রাগ দেশাখ | সরহপাদানাম্ |
নাদ ন বিন্দু ন রবি ন সসিমন্ডল | চিঅরাঅ সহাবে মুকল ||ধ্রু || উজু রে উজু ছাড়ি মা লেহুরে বঙ্ক | নিঅড্ হি বোহি মা জাহুরে লাঙ্ক || ধ্রু || হাথেরে কাঙ্কাণ মা লেউ দাপণ | অপণে অপা বুঝ তু নিঅমণ ||ধ্রু || পার উআরেঁ সোই গজিই | দুজ্জন সাঙ্গে অবসরি জাই ||ধ্রু || বাম দাহিণ জো খাল-বিখলা | সরহ ভণই বপা উজুবাট ভাইলা ||ধ্রু ||
|
|
টালেতে আমার ঘর, নেই পড়শী |
হাড়ীতে ভাত নেই, নিত্য অতিথি ||
বেগে সংসার বেড়ে যায়১ |
দোহন করা দুধ কি বাঁটে প্রবেশ করে ||
বলদ বিয়াল, গাই বাঁজা |
পীটাতে দোহন হয় এই তিন সন্ধ্যা ||
যে সে বুদ্ধিমান সেই নির্বোধ |
যে সে চোর সেই প্রহরী ||
নিত্য নিত্য শৃগাল সিংহের সঙ্গে যোঝে |
টেন্টণপাদের গীত বিরলে বোঝা যায় ||
১ অর্থটিতে সংশয় আছে |
. **************** চর্যাগীতির সূচি
চর্যাগীতি
কবি টেন্টণপাদ
৩৩. রাগ পটমঞ্জরী | টেন্টণপাদানাম্ |
টালত মোর ঘর নাহি পড়বেষী | হাড়ীত ভাত নাহি নিতি আবেশী ||ধ্রু || বেগ সংসার বড্ হিল জাঅ | দুহিল দুধু কি বেন্টে যামাঅ || ধ্রু || বলদ বিআএল গবিআ বাঁঝে | পিটা দুহিএ এ তিনা সাঁঝে || ধ্রু || জো সো বুধী সৌধ নিবুধী | জো সো চৌর সৌ দুষাধী || ধ্রু || নিতে নিতে ষিআলা ষিহে ষম জুঝঅ | টেন্টণপাএর গীত বিরলেঁ বুঝঅ || ধ্রু ||
|
|
যেখানে মন (এবং) ইন্দ্রেয়পবন হয় নষ্ট |
না জানি আত্মা কোথায় গিয়ে প্রবেশ করে ||
আশ্চর্য করুণা- ডমরু বাজে |
আর্যদেব নিরালায় বিরাজিত থাকেন ||
চাঁদের চন্দ্রকান্তি যেরূপ প্রতিভাসিত হয় |
চিত্ত-বিকিরণ তেমনি টলে’ প্রবেশ করে ||
ছেড়ে ভয় ঘৃণা লোকাচার |
চেয়ে চেয়ে শূন্য বিচার কর ||
আর্যদেব দ্বারা সকল বিহরিত হল |
ভয় ঘৃণা দূরে নিবারিত হল ||
. **************** চর্যাগীতির সূচি
চর্যাগীতি
কবি আর্যদেবপাদ
৩১. রাগ পটমঞ্জরী | আর্যদেবপাদানাম্ |
চর্যাগীতির আধুনিক বাংলা রূপ
চর্যাগীতির আধুনিক বাংলা রূপ
চর্যাগীতির আধুনিক বাংলা রূপ
শূন্য-করুণার অভিন্ন আচারের দ্বারা কায়-বাক্ চিত্তে |
বিলাস করেন দারিক গগনের পরম কূলে ||
অলক্ষ লক্ষ-চিত্ত , মহাসুখে |
বিলাস করেন দারিক গগনের পরমকূলে ||
কি হবে মন্ত্রে , কি হবে তন্ত্রে , কি হবে রে ধ্যানব্যাখ্যানে |
অপ্রতিষ্ঠান মহাসুখলীন (অবস্থায় ) দুর্লক্ষ পরম নির্বাণ ||
দুঃখে সুখে এক করে ইন্দ্রিয় ভুঞ্জে জ্ঞানী |
স্বপর-অপরে পার্থক্য না করে দারিক সকল অনুত্তর মেনে নিলেন ||
রাজা, রাজা, রাজারে, অপর রাজা মোহে বাঁধা |
লূই- পাদপদ্মে দারিক দ্বাদশ ভুবন লাভ করল ||
. **************** চর্যাগীতির সূচি
চর্যাগীতি
কবি শান্তিপাদ
৩৪. রাগ শীবরী | শান্তিপাদানাম্ |
সুন করুণরি অভিণচারেঁ কাঅবাক্ চিঅ | বিলসই দারিক গঅণত পারিম কুলেঁ || ধ্রু || অলক্ষ লখচিত্তা মহাসুহে | বিলসই দারিক গঅণত পারিম কুলেঁ || ধ্রু|| কিন্তো মন্তে কিন্তো তন্তে কিন্তো রে ঝাণবখানে | অপইঠান মহাসুহলীণে দুলখ পরম নিবাণেঁ || ধ্রু || দুঃখেঁ সুখেঁ একু করিঅ ভুঞ্জই ইন্দী জানী | স্বপরাপর ন চেবই দারিক সঅলানুত্তর মাণী || ধ্রু || রাআ রাআ রাআরে অবর রাঅ মোহেরা বাধা | লূইপাঅপএ দারিক দ্বাদশ ভুঅণেঁ লধা || ধ্রু ||
|
|
চর্যাগীতির আধুনিক বাংলা রূপ
এতকাল আমি ছিলাম মোহে |
এবার আমি বুঝলাম সদ্ গুরুর বোধে ||
এখন চিত্তরাজ আমার কাছে নষ্ট |
গগন-সমুদ্র টলে প্রবিষ্ট ||
দেখি দশদিক সবই শূন্য |
চিত্ত-বিনা না পাপ না পুণ্য ||
বাজুল১ দিল মোক্ষ বলে |
আমি আহার করলাম গগনের পানী ||
ভাদে বলেন, অভাগ্য লয়ে২ |
চিত্তরাজকে আমি আহার করলাম ||
১ বজ্রকুল
২ দুর্ভাগ্যক্রমে
. **************** চর্যাগীতির সূচি
চর্যাগীতি
কবি ভাদেপাদ
৩৫. রাগ মল্লারী | ভাদেপাদানাম্ |
এতকাল হাঁউ অচ্ছিলেঁসু মোহেঁ | এবেঁ মই বুঝিল সদগুরুবোহেঁ || ধ্রু || এবেঁ চিঅরাঅ মকুঁ ণঠা | গঅণসমুদেঁ টলিআঁ পইঠা || ধ্রু || পেখমি দহদিহ সর্ব্বই শূন | চিঅ বিহুন্নে পাপ ন পুন্ন || ধ্রু || বাজুলে দিল মোহকখু ভণিআ | মই অহারিল গঅণত পনিআ || ধ্রু || ভাদে ভনই অভাগে লইঅ | চিঅরাঅ মই অহার ক এলা || ধ্রু ||
|
|
চর্যাগীতির আধুনিক বাংলা রূপ
শূন্যতা বাহু, তথতা প্রহারক |
মোহ ভান্ডার লয়ে সব আহার করে ||
না ঘুমন্ত, না জাগ্রত, স্ব-পর বিভাগ১ |
সহজে নিদ্রালু কানাই উলঙ্গ ||
না চেতনা, না বেদনা, ভরা নিদ্রা গেল |
সব সফল করে সুখে শয়ন করল ||
স্বপ্নে আমি দেখলাম ত্রিভুবন শূন্য |
ঘুরি গমনাগমন বিহীন (ভাবে ) ||
সাক্ষী করব জালন্ধরীপাদকে |
পক্ষে না রয় আমার পন্ডিতাচার্য ||
১ আত্মপর বোধের মাঝামাঝি অবস্থা
. **************** চর্যাগীতির সূচি
চর্যাগীতি
কবি কৃষ্ণাচার্যপাদ
৩৬. রাগ পটমঞ্জরী | কৃষ্ণাচার্যপাদানাম্ |
সুণ বাহ তথতা পহারী | মোহ ভন্ডার লই সঅলা অহারী || ধ্রু || ঘুমই ণ চেবই সপরবিভাগা | সহজ নিদালু কাহ্নিলা লাঙ্গা ||ধ্রু || চেঅণ ণ বেঅণ ভর নিদ গেলা | সঅল সুফল করি সুহে সুতেলা ||ধ্রু || স্বপণে মই দেখিল তিহুবণ সুণ | ঘোরিঅ অবণাগমণ বিহুণ ||ধ্রু || শাখি করিব জালন্ধরি পাএ | পাখি ণ রাহত মোরি পান্ডিআচাদে ||ধ্রু ||
|
|
চর্যাগীতির আধুনিক বাংলা রূপ
আপনাতে নেই আমি , কার শঙ্কা |
তবে মহামুদ্রার টুটে গেল আকাঙ্খা ||
অনুভব কর সহজ , ভুলো না রে যোগী |
চতুষ্কোটি বিমুক্ত যেরূপ সেরূপ হও ||
যেরূপ ছিলে সেরূপ আছ |
সহজ পৃথক, যোগী ভ্রান্তিমধ্যে থেকোনা ||
বান্ডকুরুন্ড১ সাঁতারেই জানা যায় |
বাক্ পথাতীত কিরূপে ব্যাখ্যা করি ||
বলেন তাড়ক , এর নেই অবকাশ |
যে বোঝে , তার গলে গলপাশ ||
১ পুরুষাঙ্গ- অন্ডকোষ
. **************** চর্যাগীতির সূচি
চর্যাগীতি
কবি তাড়কপাদ
৩৭. রাগ কামোদ | তাড়কপাদানাম্ |
অপনে নাহিঁ মো কাহেরি সঙ্কা | তা মহামুদেরি টুটি গেলি কংখা || ধ্রু || অনুভব সহজ মা ভোলরে জোঈ | চৌকোড্ হি বিমুকা জইসো তইসো হোই ||ধ্রু || জইসনে অছিলেস তইসনে অচ্ছ | সহজ পিথক জোই ভান্তি মাহো বাস || ধ্রু || বান্ডকুরুন্ড সন্তারে জাণী | বাক্ পথাতীত কাঁহি বখাণী ||ধ্রু || ভনই তাড়ক এষু নাহি অবকাশ | জো বুঝই তা গলেঁ গলপাস || ধ্রু||
|
|
চর্যাগীতির আধুনিক বাংলা রূপ
কায়া নৌকা, খাঁটি মন বৈঠা |
সদ্ গুরুর বচনে ধর হাল ||
চিত্ত স্থির করে ধর রে নৌকা |
অন্য উপায়ে পারে যেতে পারবে না ||
নৌবাহী নৌকা টানে গুণে |
মিলে মিলে সহজে অন্য (দিকে ) যায় না ||
বাটেতে ভয়, দস্যুও বলবান |
ভব-তরঙ্গে সবই নিমজ্জিত ||
কুল নিয়ে খরস্রোতে উজিয়ে চল |
সরহ বলেন, গগনে প্রবেশ কর ||
. **************** চর্যাগীতির সূচি
চর্যাগীতি
কবি সরহপাদ
৩৮. রাগ ভৈরবী | সরহপাদানাম্ |
কাঅ ণাবড্ হি খান্টি মণ কে আল | সদ্ গুরু বঅণে ধর পতবাল || ধ্রু || চীঅ থির করি ধরহু রে নাহী | অন উপায়েঁ পার ণ জাই || ধ্রু || নৌবাহী নৌকা টাণঅ গুণে | মেলি মেলি সহজেঁ জাউ ণ আণেঁ ||ধ্রু || বাটঅ ভঅ খান্ট বি বলআ | ভব উলোলেঁ ষঅবি বোলিআ || ধ্রু || কুল লই খরে সোন্তে উজাঅ | সরহ ভণই গঅণেঁ পমাএঁ || ধ্রু ||
|
|
চর্যাগীতির আধুনিক বাংলা রূপ
জহি মন ইন্দিঅ-পবণ হো ণঠা | ণ জানমি অপা কহি গই পইঠা || ধ্রু || অকট করুণা ডমরুলি বাজঅ | আজদেব নিরালে রাজই || ধ্রু || চান্দরে চান্দকান্তি জিম পতিভাসঅ | চিঅ বিকরণে তহি টলি পইসই ||ধ্রু || ছাড়িঅ ভঅঘিণ লোআচার | চাহন্তে চাহন্তে সুণ বিআর || ধ্রু|| আজদেবেঁ সঅল বিহরিউ | ভয় ঘিণ দুর নিবারিউ || ধ্রু ||
|
|
শূন্য হস্ত শিথিল কর্ বে | নিজমন তোর দোষে |
গুরু-বচন-বিহারে রে থাকবি তুই ঘুরতে কিভাবে ||
আশ্চর্য হুঙ্কারোদ্ভব গগন |
বঙ্গে জায়া নিয়েছিস , পরে ভাগল তোর বিজ্ঞান ||
অদ্ভুত ভবমোহ রে | দেখায় পরকে আপন |
এই জগৎ জলবিম্বাকার | সহজে শূন্য আপন ||
অমিয় থাকতে বিষ গিলিস রে | চিত্ত পরবস আপণা থেকে |
ঘরে-পরে কি বুঝলাম আমি রে | খাব আমি দুষ্ট কুটুম্ব ||
সরহ বলেন, বরং শূন্য গোয়াল (ভাল ), কি (কাজ ) আমার দুষ্ট বলদে |
একলা জগৎ নাশিত রে | বিহার করি ইন্দ্রিয়-ইচ্ছায় ||
. **************** চর্যাগীতির সূচি
চর্যাগীতি
কবি সরহপাদ
৩৯. রাগ মালশী | সরহপাদানাম্ |
সুইণা হথ বিদারম রে | নিঅ মণ তোহোরেঁ দোসেঁ || গুরুবঅণ বিহারেঁরে | থাকিব তই ঘুন্ড কইসে || ধ্রু || অকট হূঁ ভবই গঅণা | বঙ্গে জায়া ণিলেসি পরে ভাগেল তোহোর বিণাণা || ধ্রু || অদঅভুঅ ভব মোহা রে | দিসই পর অপ্যণা | এ জগ জলবিম্বকারে সহজেঁ সুণ অপণা ||ধ্রু || অমিআ আছন্তেঁ বিস গিলেসি রে | চিঅ পরবস অপা | ঘারেঁ পারে কা বুজ্ ঝিলে ম রে খাইব মই দুঠ কুন্ডুবা || ধ্রু|| সরহ ভণন্তি বর সুণ গোহালী কি মো দুঠ্য বলংদেঁ | একেঁলে জগ নাসিঅ রে বিহরুঁ ইচ্ছন্দ্রেঁ || ধ্রু ||
|
|
চর্যাগীতির আধুনিক বাংলা রূপ
যা মনগোচর (তা ) আলাজালা১ |
আগমপুথি, ইষ্টমালা ||
বল কেমন করে সহজ বলা যায় |
কায়-বাক্-চিত্ত যেখানে ঢুকতে পারে না ||
বৃথা গুরু উপদেশ দেয় শিষ্যকে |
বাক্ পথাতীতকে বলবে কিভাবে ||
যতই বলা হয় ততই টাল-মাটাল২ |
গুরু বোবা, সে শিষ্য কালা ||
কাহ্ন বলেন, জিনরত্ন বা কেমন |
কালাকে বোবা বুঝায় যেমন ||
১ ইন্দ্রজাল
২ অসংলগ্ন
. **************** চর্যাগীতির সূচি
চর্যাগীতি
কবি কাহ্নপাদ
৪০. রাগ মালসীগবুরা | কাহ্নপাদানাম্ |
জো মণগোঅর আলাজালা | আগমপোথী ইষ্টমালা || ধ্রু || ভণ কইসেঁ সহজ বোলবা জাঅ | কাঅ বাক্ চিঅ জসু ণ সমাঅ || ধ্রু || আলে গুরু উএসই সীস | বাক্ পথাতীত কাহিব কীস || ধ্রু || জেতই বোলি তেতবি টাল | গুরু বোব সে সীস কাল || ধ্রু || ভণই কাহ্ন জিণরঅণ বি কইসা | কালে বোব সংবোহিঅ জইসা || ধ্রু ||
|
|
চর্যাগীতির আধুনিক বাংলা রূপ