কবি ছন্দম মুখোপাধ্যায় – জন্মগ্রহণ করেন উত্তর ২৪-পরগণার জেলার শ্যামনগরে। কবি মূলাজোড়
সীতানাথ পাঠশালা থেকে ২০০৬ সালে মাধ্যমিক এবং কান্তিচন্দ্র উচ্চ বিদ্যালয় থেকে ২০০৮ সালে উচ্চ
মাধ্যমিক পাশ করেন। এরপর বিদ্যাসাগর কলেজ থেকে স্নাতক হন ২০০১ সালে। বর্তমানে কবি রবীন্দ্র
ভারতী বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস নিয়ে এম.এ. পড়ছেন।

কবি ছন্দম মুখোপাধ্যায় কিশোর বয়স থেকে কবিতা ভালোবাসেন এবং কবিতা নিয়ে চর্চা শুরু  করেন।  
সেই সুবাদে ক্রমশ লিটিল ম্যাগাজিনগুলির কাছে আসেন। তারপর থেকে কবিতাতেই তাঁর বসবাস। কবিতা
নিয়েই ভবিষ্যৎ জীবনযাপনে বিশ্বাস করেন কবি।  

অনুভবে ঢাকা, নির্ভার এবং স্পষ্ট - প্রাঞ্জল কবিতা, কবি ছন্দমকে অনুপ্রাণিত করে। অবসর সময়ে
কবিতাকেন্দ্রিক প্রবন্ধ পড়তে ভালবাসেন কবি। “কবি সম্মেলন” পত্রিকাতে কবির প্রথম কবিতা প্রকাশ হয়।

আমরা
মিলনসাগরে  কবি ছন্দম মুখোপাধ্যায়ের কবিতা তুলে আনন্দিত।


কবির সঙ্গে যোগাযোগ -
ঠিকানা - ৬নং সাহেব বাগান, নতুন গ্রাম রোড, পোঃ শ্যামনগর, জেলাঃ উত্তর ২৪পরগণা, পিন ৭৪৩১২৭
চলভাষ - +৯১৮৯২৬৫৬০১০৩


উত্স - মিলনসাগরের পক্ষ থেকে কবির সাথে যোগাযোগ করেন মানস গুপ্ত ৬.৭.২০১৩ তারিখে।

কবি ছন্দম মুখোপাধ্যায়ের মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন


আমাদের ই-মেল -
srimilansengupta@yahoo.co.in     


এই পাতার প্রথম প্রকাশ - ২৬.০৭.২০১৩
...