কবি চিত্রা লাহিড়ীর কবিতা
*
শরীর ভেঙে বৃষ্টি নামছে
কবি চিত্রা লাহিড়ী

আজ দুপুরে বৃষ্টি ছিলো
বৃষ্টি ধারায় ভাঙন ছিলো
বৃষ্টি ধারায় শব্দ ছিলো বৃষ্টি চিরে
বৃষ্টিদানা ভাঙছে পাখির শরীর ঘিরে

হাড় হাভাতে শরীর ছিলো
শরীর ঘিরে শ্রান্তি ছিলো
শরীর ঘিরে আর্তি ছিলো শরীর ছিঁড়ে
কালসোহাগী বৃষ্টি নাচে পাখির ভিড়ে

ইচ্ছে উড়াল পাখি ছিলো
পাখির সোনার মুকুট ছিলো
পাখির সোনার শেকল ছিলো পাখির নীড়ে
বৃষ্টি পাখির শরীর ভেঙে নামছে ধীরে

.        *************************  

.                                                                                   
সূচিতে . . .   


মিলনসাগর
*
ডাক
কবি চিত্রা লাহিড়ী

আর ডাকবো না নির্ঝর কলস্বরে
হতাদর আশ্বাসে ঘল হলো কাঁটাবন
উটের মাংস ঝলসানো হলো খুব
মরুঝড় উঠলো আকাশ জুড়ে
এর চেয়ে ঢের ভালো ছিলো
.        অন্ধকুয়োর মতো আঁধার যাপন

যদি ভেবে থাকো বানানো দহন সবাই
পাঁজরে ভল্ল বিঁধিয়ে ঝর্ণাপাত ঘটাও
বাঁধ দাও ধমনীর প্রণয় প্রবাহে

মরুঅঞ্চল থেকে কাঁটাবীজ আর
উটের প্রখর জীবন তুমিই এনেছিলে প্রথম

হে আমার মরুপ্রাণ, ভালোবাসা তোমাকে দিলাম

.        *************************  

.                                                                                   
সূচিতে . . .   


মিলনসাগর
*
জলমানবী
কবি চিত্রা লাহিড়ী

গিলেছি অগ্নিপিণ্ড
বানে ভেসেছে সজল দুপুর
হে সখা, হে বান্ধব
সে আমার নীলাভ উত্তাপ
এক মুঠো কান্না আমি
আলোর কবজে ধরেছি
রুপোর জলে সোনালী পরী
জলমানবী দূর
সমুদ্দুর কি জিহ্বা চায়
নাকি জিহ্বা সমুদ্দুর

.   *************************  

.                                                                                   
সূচিতে . . .   


মিলনসাগর
*
ক্ষুধা
কবি চিত্রা লাহিড়ী

সারারাত
চরাচর জুড়ে ভাঙে শরীরের ভাষা
ঘুম ভাঙানোর ভাষা
বয়ে আনে ক্ষুধা সমাচার

আলোর পোশাকে ঢাকা মহার্ঘ শরীর
বরফে ফোটাও ফুল
সাঁতরে পার হয়ে যাও উত্তপ্ত উজান

ক্ষুধা বোঝে দহনের ভাষা
আমি সেই ক্ষুধার প্রবাহ

.   *************************  

.                                                                                   
সূচিতে . . .   


মিলনসাগর
*
সয়ম্বরা
কবি চিত্রা লাহিড়ী

সমুদ্রে দাঁড়িয়ে একা রাত বাড়ে চাঁদের গায়ে
চাঁদে পোড়ে শূণ্য প্রণয় স্খলিত চূর্ণ পায়ে

পথ জুড়ে ফিনিক আলো বন্দরে পয়লা চুমো
গাছপাতা স্বয়ংক্রিয় মেয়ে তুই ভূমায় ঘুমো

ঘুম কি অমনি আসে জলে ভাসে প্রণয়দাতা
গুরুদশা ভুলিয়ে দিলো দশদিশে মৃত্যুত্রাতা

অক্ষণ সয়ম্বরে সয়ম্বরা যম্ অরুচি
প্রণয়ের যজ্ঞভূমে মেয়েটির শব অশুচি

.          *************************  

.                                                                                   
সূচিতে . . .   


মিলনসাগর
*
রক্তমুখী
কবি চিত্রা লাহিড়ী

পাটে বসে গালে টোল লক্ষ্মী ঠাকুরাণী
কন্যা জন্মের গন্ধে ভরা ঘরদোর
রাজাকে ভিক্ষে দেবো বালিকা সই-এর
যখনই আসবে নব রক্তমুখী ভোর

.      *************************  

.                                                                                   
সূচিতে . . .   


মিলনসাগর
*
আবহমান
কবি চিত্রা লাহিড়ী

কী সংবাদে ব্যস্ত অতি ভারী
সবুজ মাঠে ফড়িং বারোমাস
হৃদয় জুড়ে শুকনো পাতার শব্দ
জলের রেখায় করবী ফুল ঘাস

আকাশ থেকে ছড়ালে ঠিক চিকুর
গেরুয়া রঙ সময় নামে ঘাটে
মহুয়া ঘ্রাণে আবিষ্ট নিঃশ্বাস
বকুল কুঁড়ি ছড়ালে যদি মাঠে

অসীম সময় নীরবতায় পাথর
স্থবিরতায় ভারাবনত চুমে
এখানে ফেলে শান্ত পদচ্ছাপ
পাপড়ি কোমল বালক থাকে ঘুমে

কাটছে দিন বাড়ছে রাত প্রণয়
শরীর ঘিরে ডোমকানা এক পোকা
মাতার মধ্যে উই করেছে বাসা
ঢিবি বানায় বিশুষ্ক একরোখা

করাত দাঁতে কাঠের গুঁড়ো ওড়ে
প্রেম কে ওড়ায় চপল মেঘের কণা
মিলিয়ে গেলো খড়ির কাটা দাগে
হারিয়ে গেলো অধিক জানাশোনা

.        *************************  

.                                                                                   
সূচিতে . . .   


মিলনসাগর
*
সম্ভাবনাময় কবিতার শার্ট
কবি চিত্রা লাহিড়ী

চিমনিবিহীন ল্যাম্পের ঈষৎ
নীলচে আলো আমার স্কার্টে
হালকা চালে কাব্য লিখি
একটু ঝুঁকে তোমার শার্টে

হঠাৎ বাতাসে নিমেষে উড়লো
পড়ার ঘরের বইয়ের পাতা
ঝাপটা দিয়ে সরিয়ে নিলো
এক যুবতীর কাব্যখাতা

তখনও তুমি বেদনাময়
পাঠ্যশার্টে কাঁপছো থরো
দৈবাৎই এই ভরসন্ধ্যেয়
এমনি আসে দুষ্টু ঝড়ও

.    *************************  

.                                                                                   
সূচিতে . . .   


মিলনসাগর
*
ডানা
কবি চিত্রা লাহিড়ী

ডানাটা বদলে ফেলো
তুমিও তো নও মৌমাছি
দুহাত দুপাশে মেলো
দেখো আমি ঐ হাতে আছি

ঐ হাতে আছি বলা ভালো
সূর্যটা ডুবে গেলে জলে
তুমি আমি অন্ধকার কালো
মুঠোজোড়া আলোর কবলে

.    *************************  

.                                                                                   
সূচিতে . . .   


মিলনসাগর
*
সত্য
কবি চিত্রা লাহিড়ী

শূন্য কোলাহল শূন্য জলের দিক
শূন্য লতাপাতা শূন্য সত্য ঠিক
শূন্য সারারাত শূন্য দিকে গতি
শূন্য অংশুকে ক্লীষ্ট সত্যবতী

.    *************************  

.                                                                                   
সূচিতে . . .   


মিলনসাগর