কবি চিত্তরঞ্জন মাইতির কবিতা ও ছড়া
কবি
চিত্তরঞ্জন মাইতির
পরিচিতির পাতায় . . .
*
ময়ুর
কবি চিত্তরঞ্জন মাইতি
রঙে রঙে মাখামাখি
কোথা থেকে এল পাখি!
ডালে বসে একমনে
কান পেতে কিবা শোনে!
পেখমের কি বাহার
কিবা শোভা ঝুটি তার!
পাখিদের মহারাজ
তাই বুঝি এত সাজ!
. ********************
.
সূচিতে . . .
মিলনসাগর
কবি
চিত্তরঞ্জন মাইতির
পরিচিতির পাতায় . . .
*
মুর্গী ও মোরগ
কবি চিত্তরঞ্জন মাইতি
মোরগ মোরগ মোরগটি
. মাথার পরে লাল ঝুঁটি,
উচ্চে তুলে পুচ্ছ তার
. করছে দেখ চিত্কার!
বাচ্চা নিয়ে মুর্গীটি
. ঐ যে খাবার খায় খুঁটি ;
হেথায় হেথায় ডিম পাড়ে,
. কোঁকর কোঁকর হাঁক ছাড়ে।
. ********************
.
সূচিতে . . .
মিলনসাগর
কবি
চিত্তরঞ্জন মাইতির
পরিচিতির পাতায় . . .
*
পায়রা
কবি চিত্তরঞ্জন মাইতি
বক্ বক্ দিন রাত
. পায়রার দল
ঘরে দোরে ঘুরে ফেরে
. বড় চঞ্চল।
কত দূর দেশে ওরা
. উড়ে উড়ে যায়,
ফিরে আসে পথ চিনে
. আপন বাসায়।
. ********************
.
সূচিতে . . .
মিলনসাগর
কবি
চিত্তরঞ্জন মাইতির
পরিচিতির পাতায় . . .
*
ময়না
কবি চিত্তরঞ্জন মাইতি
কমলা রঙে ঠোঁট রাঙিয়ে
. গয়না পরে কানে,
ময়না পাখি থাকি থাকি
. মাতায় গানে গানে।
কালো রঙে ছড়িয়ে আলো
. যায় সে হেথা হোথা ;
শিখিয়ে দিলে ময়না পাখি
. কইতে পারে কথা।
. ********************
.
সূচিতে . . .
মিলনসাগর
কবি
চিত্তরঞ্জন মাইতির
পরিচিতির পাতায় . . .
*
বাবুই
কবি চিত্তরঞ্জন মাইতি
বাবুই পাখির বাসা দোলে
গাছের ডালে পাতার কোলে।
ঝুলছে যেন বোতলখানা
বাজার থেকে সদ্য আনা।
ঘরে মাঝে রাতটি হলে
জোনাক পোকার পিদিম জ্বলে।
বাবুই পাখির বাসাটি---
দেখতে কেমন খাসাটি!
. ********************
.
সূচিতে . . .
মিলনসাগর
কবি
চিত্তরঞ্জন মাইতির
পরিচিতির পাতায় . . .
*
টিয়া
কবি চিত্তরঞ্জন মাইতি
টিয়ারানী – টিয়ারানী!
গায়ে সবুজ শাড়িখানি।
রঙ মেখে রাঙা ঠোঁটে
দেখ কেমন বাহার ফোটে।
বসে আছে বিয়ের কনে
সেজেগুজে আপন মনে।
টিয়া কথা কইতে পারে
শিখিয়ে দিলে বুলি তারে।
. ********************
.
সূচিতে . . .
মিলনসাগর
কবি
চিত্তরঞ্জন মাইতির
পরিচিতির পাতায় . . .
*
বুলবুল
কবি চিত্তরঞ্জন মাইতি
চুলবুল বুলবুল
কোন্ পাখি তার তুল্ ?
মিঠে শিস্ তুলছে
ঝুঁটিখানা দুলছে।
গাছে পাতা পত্তর
ঝির ঝির দিনভর।
ফুলকলি ফুটলো
বুলবুলি ছুটলো।
. ********************
.
সূচিতে . . .
মিলনসাগর
কবি
চিত্তরঞ্জন মাইতির
পরিচিতির পাতায় . . .
*
কাঠঠোকরা
কবি চিত্তরঞ্জন মাইতি
কাঠঠোকরা ঠকর্ ঠাঁই!
বনের সেপাই ঘুমটি নাই।
পোষাক-আশাক মজাদার,
লাল পাগড়ি জমাদার।
গাছের গায়ে আটকে নখ
ঠোকর মারে ঠকাঠক্।
গর্ত খুঁড়ে গাছের গায়
তারই ভেতর রাত কাটায়।
ঠক্ ঠকা ঠক্ করছে কে ?
কাঠঠোকরায় তাল ঠোকে।
. ********************
.
সূচিতে . . .
মিলনসাগর
কবি
চিত্তরঞ্জন মাইতির
পরিচিতির পাতায় . . .
*
হাঁস
কবি চিত্তরঞ্জন মাইতি
ঐ দেখ্ প্যঁক্ প্যাঁক্
. হাঁসগুলি চলে,
খালে বিলে ঝিলে ওরা
. চলে দলে দলে।
টুব্ টাব্ দেয় ডুব
. জলের তলায়,
গুগলি শামুক তুলে
. ঠোঁটে ভেঙে খায়।
হাঁস চলে আকাশেতে,
. হাঁস ভাসে জলে,
ডাঙা দিয়ে গুটি গুটি
. দেখ তারা চলে।
. ********************
.
সূচিতে . . .
মিলনসাগর
কবি
চিত্তরঞ্জন মাইতির
পরিচিতির পাতায় . . .
*
কাক
কবি চিত্তরঞ্জন মাইতি
কুচকুচে কালো রঙ
. কর্কশ ডাক,
সারাদিন দুষ্টিমি
. দজ্জাল কাক।
পেটুকের শিরোমণি
. দিনভোর চুরি,
উঁকি ঝুঁকি ঘরে ঘরে
. শুধু ঘোরাঘুরি ;
খাবার দেখলে পরে
. মিটিমিটি চায়,
ফাঁক পেলে ঠোঁটে নিয়ে
. তখুনি পালায়।
. ********************
.
সূচিতে . . .
মিলনসাগর