কবি চিত্তরঞ্জন মাইতির কবিতা ও ছড়া
*
প্যাঁচা
কবি চিত্তরঞ্জন মাইতি

দিনের বেলা গোমড়া মুখ,
নেইকো মনে একটু সুখ।
চোখ দুটোতে ঢুলুনি,
রোদ্দুরে গা জ্বলুনি।
রাতের বেলা দাপট কি!
চোখ যেন তার নাটাটি।
চাঁদের আলোয় চেঁচানি,
হুতোম প্যাঁচা প্যাঁচানি।

.  
  ********************     


.                                                                                      
সূচিতে . . .    




মিলনসাগর
*
কাকাতুয়া
কবি চিত্তরঞ্জন মাইতি

রঠিক যেন রামদীন
.        দারোয়ান হাঁকে রে!
কৌন্ হ্যায় কৌন্ হ্যায়
.        কোন্ পাখি ডাকে রে ?
পাখিদের দারোয়ান---
.        কাকাতুয়া নাম তার।
দেখ চেয়ে পরিপাটি
.        পোশাকের কী বাহার!

.   
   ********************     


.                                                                                      
সূচিতে . . .    




মিলনসাগর
*
কোকিল
কবি চিত্তরঞ্জন মাইতি

কুহু কুহু কোকিল ডাকে
আম গাছের ফাঁকে ফাঁকে।
মুকুল এল ফাগুন মাসে
খবর পেয়ে কোকিল আসে।
কাকের বাসায় ডিম পেড়ে
কোকিল পালায় দেশ ছেড়ে।
কাকে পোষে কোকিল ছানা
এই কথাটি সবার জানা।

.      ********************     


.                                                                                      
সূচিতে . . .    




মিলনসাগর