কবি চিত্তরঞ্জন মাইতি - জন্মগ্রহণ করেন মেদিনীপুরে। তিনি আধুনিক কালের তিনি অন্যতম জনপ্রিয়
লেখক, গল্পকার ও ঔপন্যাসিক। শিশু-সাহিত্যিক হিসেবেও তিনি খ্যাতি লাভ করেছেন। শিশুদের জন্য তাঁর
ছড়ার বইও খুব জনপ্রিয় হয়।

তাঁর প্রথম লেখা গল্প প্রকাশিত হয় “শিশু সাথি” পত্রিকায়, জখন তিনি স্কুলে পড়তেন। তিনি
কলকাতার একটি কলেজে বাংলা ভাষার অধ্যাপনার সঙ্গে যুক্ত রয়েছেন।

তাঁর বেশ কিছু উপন্যাস নিয়ে সিনেমা করা হয়েছে। তাঁর লেখা বিভিন্ন দেশী ও বিদেশী ভাষায় অ
নুবাদ
করা হয়েছে।

তাঁর বিশাল রচনা সম্ভারের মধ্যে রয়েছে “ছড়া ছবিতে বর্ণপরিচয়” (১৯৮০),“মরু মৃগয়া” (১৯৮৬), “মোহিনী”
(১৯৮৫), “নামকরণ অভিধান” (১৯৯০), “অগ্নিকন্যা” (২০০৭), “লীলা সঙ্গম” (১৯৮৯), “দূরের বাঁশী” (২০০৫),
“অক্ষয়বটের করচা” (১৯৯৭), “মুম্বা” , “অথ হংস মরালী কথা” (১৯৯৭), “পরমা” (১৯৭৯), “দহ তিসি গঙ্গা”
(১৯৯১),  “কখনও মেঘ কখনও আলো” (২০০৬), “জয়ীতা” (১৯৯১), “শাহজাদা শুজা” (১৯৯৩), “আঁধার
পেরিয়ে” (১৯৮৯), “মনের মধ্যে মন” (১৯৯২), “শ্রেষ্ঠ গল্প” (১০৮৯), “ছড়া ছবিতে পাখি” (১৯৭১), “ছড়া ছবিতে
ফুল” (১৯৭৮), “মন্থন” (১৯৯০), “আপন ঘর” (১৯৮১), “ছড়া ছবিতে জানোয়ার” (১৯৯৫), “নীলাঞ্জন” (১৯৯০),
“ছড়া ছবিতে যানবাহন”,   “স্বপ্নশিখর” (১৯৮৯), “ত্রিবেণী” (১৯৮৪), “অমৃত নিকেতন” (১৯৮৯), “ঠিকানার
খোঁজে আবার মহেঞ্জোদারো” (১৯৯৬), “ফরেস্ট বাংলো” (১৯৭৯), “অনুরাগিনী”, “বৈজয়ন্তী”, “বীর্যবতী
বীরভোগ্যা”, “কলাবতী” (২০০২), “কালের রাখাল”, “কিন্নর মিথুন”, “ললিত বসন্ত”, “মধুমাধবী”, “মৃগনয়নী”,
“নির্জন নির্ঝর”, “নির্জনে খেলা”,  “নিষাদী”, “পরম লগন”, “পাতার ভেলা ভাসাই”, “সন্ন্যাসী সম্রাট”, “সোনালী
দিনের পাখি”, “তিন্নির রোদ আর বৃষ্টি”, “তুমি রবে নীরবে”, “রুরু”, “মারিয়াম” (১৯৮৯), “রাজরোষে
 
আদালতের আঙিনা” (২০০২), “কালু ডাকাতের রহস্য আলো” (
১৯৯৯), “আকাশ হারিয়ে যায়” (১৯৯৫),
“অন্দরের নজরুল বাইরের নজরুল” (১৯৯৬), “দেবযানী মার্ডার কেস” (১৯৯৬), “মন অরণ্য” (১৯৮৮) প্রভৃতি।

কবি চিত্তরঞ্জন মাইতির কবিতা আমরা নিয়েছি তাঁর লেখা ছড়া ও নরেন্দ্রনাথ দত্তর আঁকা ছবি নিয়ে
শিশুদের জন্য বই “ছড়া ছবিতে পাখি” (১৯৭১) থেকে।

কবি সরল দের একটি ছবি ও তাঁর জীবন সম্বন্ধে আরও তথ্য যদি কেউ আমাদের পাঠান তাহলে আমরা,
আমাদের কৃতজ্ঞতা স্পরূপ প্রেরকের নাম এই পাতায় উল্লেখ করবো।

আমরা মিলনসাগরে  কবি চিত্তরঞ্জন মাইতির কবিতা তুলে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারলে এই
প্রচেষ্টার সার্থকতা।


উত্স – চিত্তরঞ্জন মাইতির ছড়া ও নরেন্দ্রনাথ দত্তর আঁকা ছবি নিয়ে শিশুদের জন্য “ছড়া ছবিতে পাখি”
.         (১৯৭১) থেকে নেওয়া।
   

কবি চিত্তরঞ্জন মাইতির মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন


আমাদের ই-মেল -
srimilansengupta@yahoo.co.in     


এই পাতার প্রথম প্রকাশ - ১১.০৮.২০১৩
...