কবি দেবেন্দ্রনাথ সেনের কবিতা |
প্রথম চুম্বন কবি দেবেন্দ্রনাথ সেন ( ১ ) না জানি কি নিধি দিয়া গড়িল চতুর বিধি, প্রথম চুম্বন ! কুহরিয়া উঠে পিক, শিহরিয়া উঠে দিক, ভরে যায় ফল ফুলে শ্যামল যৌবন ; বনতুলসীর গন্ধে, বায়ু হয় মাতোয়ারা ; বিটপির গায়ে গায়ে চাঁদের কিরণ ! ( ২ ) অজানা সুরভি ঘ্রাণে, কি জানি কি জাগে প্রাণে,--- কোকিলা ঝঙ্কার ছাড়ে মাতায় ভূবন ! কি জানি কি মেঘ হেরি, চঞ্চলা ময়ুরী নাচে,--- আবেশে প্যাখম তুলি অঙ্গের দোলন ! অজানা সুরভি ঘ্রাণে, কি জানি কি বা সে প্রাণে,--- আগ্রহে দম্পতি করে প্রথম চুম্বন ! ( ৩ ) কে আনিল আলোরাশি হৃদয়-আঁধারে ? অধরের ফাঁক দিয়া ; জ্যোত্স্না পড়ে উছলিয়া, দম্পতির শয্যার আগারে ! রঙ্গীন বারনীস্ পেয়ে খাটপালা হেসে উঠে ! কে রে এ চতুর কারিগর ? দেয়ালের চিত্রগুলি আবার নূতন হ'ল ! কে রে সুনিপুণ চিত্রকর ? কনক-পারদ লেগে, মলিন দর্পণ খানি ধরিল কি অপরূপ শোভা মনোহর ! ( ৪ ) নব বক্ষে নব সুখ, নব ধর্ম, নব যুগ নব শশী হেসে সারা প্লাবিয়া ভূবন ! জ্যোত্স্নার আবছায়ে যৌবন-নেশার ঝোঁকে, মধুর মধুর এই প্রথম চুম্বন ! . *************** . সূচিতে . . . মিলনসাগর |
শেষ চুম্বন কবি দেবেন্দ্রনাথ সেন ( ১ ) দাও, দাও, বিদায়-চুম্বন ! জীবনের রত্নাগার একেবারে করি খালি, অভাগারে ফাঁকি দিয়ে মরণে দিতেছ ডালি ! দাও, দাও, বিদায়-চুম্বন ! লয়ে ও হীরার কুচি, চক্ষের সলিল মুছি, দরিদ্রা করিবে, সখি, জীবন-যাপন | দাও, দাও, বিদায়-চুম্বন ! ( ২ ) দাও, দাও, বিদায়-চুম্বন ! এ হেমন্তে দাও সখী, ফুল্ল মালতীর মালা ; পৌষের দুরন্ত শীতে রৌদ্ররাশি দাও বালা ! দাও, দাও, বিদায়-চুম্বন ! সবাই কাঁদিছে তাই, তব মুখ পানে চাই,--- মোর নাই অবসর করিতে ক্রন্দন, দাও, দাও, বিদায়-চুম্বন ! ( ৩ ) দাও, দাও, বিদায়-চুম্বন ! ঘন-ঘোর বর্ষা রাতে, কোথা পাব জ্যোত্স্নারাশি ? এ জলদে ছাড়ি দাও বিকট বিদ্যুত্-হাসি ! দাও, দাও, বিদায়-চুম্বন ! পুলিনে দাঁড়ায়ে হায়, শীতে থর থর কায়, সলিলে নামিব সখী মুদিয়া নয়ন ! দাও, দাও, বিদায়-চুম্বন ! ( ৪ ) দাও, দাও, বিদায়-চুম্বন ! কে বলিল, গোধুলিতে, রবি গেল অস্তাচলে, প্রভাতে ভাস্কর হয় অরুণ উদয়াচলে ? দাও, দাও, বিদায়-চুম্বন ! সূর্যকান্ত মণি সম অধর প্রবালে মম, ভরি লব একরাশি কাঞ্চন কিরণ ! দাও, দাও, বিদায়-চুম্বন ! দাও চিত্ত-মণিবন্ধে রাখির বন্ধন বাঁধি ! চির বিরহের দিনে, বিরহের চির সাথী, দাও, দাও, বিদায়-চুম্বন ! ( ৫ ) দাও, দাও, বিদায়-চুম্বন ! একি ! একি ! একি গোল ! একি রোদনের রোল ! সব শেষ ; তারি সমাচার ?--- দাও তবে প্রাণ-ভরা শেষ উপহার, সুধা-হলাহল ওই চুম্বন তোমার ! . *************** . সূচিতে . . . মিলনসাগর |
দাও দাও একটি চুম্বন কবি দেবেন্দ্রনাথ সেন দাও, দাও, একটি চুম্বন | বিছাইয়া দুটি ওষ্ঠে সোহাগের কচি পাখা দাও দাও প্রাণময়ী, ত্রিদিব এমিয় মাখা, একটি চুম্বন ; আকুল ব্যাকুল হ'য়ে আত্মা মোর বাহিরিয়ে, করুক তোমার করে সর্ব্বস্ব-অর্পণ, দাও, দাও, একটি চুম্বন | পশে যবে রবিকর পদ্মের উরসে, তরল কনক সেই শিশির পরশে, লাজ-রক্ত শতদল, প্রাণবৃন্তে ঢল ঢল, সর্ব্বস্ব বিলায়ে ফেলে চিত্তের হরষে | তেমতি, তেমতি তুমি, বৈশাখী চুম্বনে চুমি, লও, লও, ( আঁখি মোর আসিছে মুদিয়া, ) প্রাণের মদিরা মম গণ্ডূষে শুষিয়া | দাও, দাও, একটি চুম্বন--- মিলনের উপকূলে, সাগর-সঙ্গমে, দুর্জ্জয় বানের মুখে, দিব ভাসাইয়া সুখে, দেহের রহস্যে বাঁধা অদ্ভুত জীবন, দাও, দাও, একটি চুম্বন | আর এক,---একটি চুম্বন | তোমার ও ওষ্ঠ দুটি, বাসন্তী যামিনী জাগি, পাতিয়াছে ফুল-শয্যা বল গো কাহার লাগি ? দাও, দাও, একটি চুম্বন | নববধু আত্মা মোর, লাজুক, লাজুক ঘোর, চক্ষু বুজি মাথা গুঁজি করিবে শয়ন ! দাও সখী ! মদির চুম্বন | দাও, দাও, একটি চুম্বন | পুষ্পময়, স্বপ্নময়, তোমার ও ভালবাসা, কবিতা-রহস্যময় নীরব তাহার ভাষা, তোমার ও মদির চুম্বন | কপোত ও কপোতী সনে মগ্ন মৃদু কুহরণে থাকে যথা, সেইরূপে পরামর্শ করি, তব ওষ্ঠ মম ওষ্ঠ উঠুক কুহরি ! . *************** . সূচিতে . . . মিলনসাগর |