কবি দেবেন্দ্রনাথ সেন রবীন্দ্র সমকালীন খ্যাতনামা কবি | তিনি মাইকেল মধুসূদন দত্ত এবং রবীন্দ্রনাথ, দুজনেরই অনুরাগী কিন্তু উভয়ের থেকে স্বতন্ত্র | তাঁর কবিতায় মাইকেলের দৃঢ়তা নেই, সমকালীন অক্ষয়কুমার বড়ালের গভীরতা নেই, বিহারীলাল চক্রবর্তীর আত্মবিহ্বলতা নেই | কিন্তু তাঁর কবিতার বৈশিষ্ট্য এক দিকে ইন্দ্রিয়ালুতা ও সৌন্দর্য তৃষ্ণা অন্য দিকে পারিবারিক জীবনের সুখ দুঃখের কথা |