কবি দেবেন্দ্রনাথ সেন রবীন্দ্র সমকালীন খ্যাতনামা কবি | তিনি মাইকেল মধুসূদন দত্ত এবং
রবীন্দ্রনাথ, দুজনেরই অনুরাগী কিন্তু উভয়ের থেকে স্বতন্ত্র | তাঁর কবিতায় মাইকেলের দৃঢ়তা নেই, সমকালীন
অক্ষয়কুমার বড়ালের গভীরতা নেই, বিহারীলাল চক্রবর্তীর আত্মবিহ্বলতা নেই | কিন্তু তাঁর কবিতার বৈশিষ্ট্য
এক দিকে ইন্দ্রিয়ালুতা ও সৌন্দর্য তৃষ্ণা অন্য দিকে পারিবারিক জীবনের সুখ দুঃখের কথা |


--- উত্স: ডঃ শিশির কুমার দাশ, সংসদ সাহিত্য সঙ্গী ২০০৩,  


কবি দেবেন্দ্রনাথ সেন-এর মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন


আমাদের যোগাযোগের ঠিকানা :-
মেল - srimilansengupta@yahoo.co.in      


এই পাতার প্রথম প্রকাশ  - ২০০৬
পরিবর্ধিত সংস্করণ - ১৯.০৬.২০১৫