কবি দেবেশ ঠাকুর - জন্মগ্রহণ করেন বীরভূম জেলার পাহাড়পুরে। পিতা সৌরেশ চন্দ্র ঠাকুর, মাতা
শান্তিলতা দেবী।

কবি ইংরাজি ভাষা সাহিত্যে স্নাতকোত্তর এবং তাঁর গবেষণার বিষয় হল চার্লি চ্যাপলিন। তাঁর লেখালিখি
প্রায় শৈশব থেকে, মূলত নাটক দিয়ে শুরু। পরে গদ্য এবং কবিতা। তিনি পেশায় শিক্ষক।

‘ভাঙতে ভাঙতে প্রতিদিন’, ‘ঈশা’, ‘তেরো থেকে তেইশ’ তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। ‘নির্বাচিত কবিতা’,
‘নির্বাচিত ছড়া’, ‘নির্বাচিত একাঙ্ক’, ‘নির্বাচিত গল্পসমগ্র’, ‘সেই দামিনীর জন্য’ ইত্যাদি গ্রন্থও অত্যন্ত জনপ্রিয়।

কলকাতা বইমেলায় পাবলিশার্স এন্ড বুক সেলারস গিলড তাঁকে দিয়েছেন বিশেষ সাহিত্য সম্মান ‘মন’
উপন্যাসের জন্য ২০০৫ সালে।  

আমরা কৃতজ্ঞ
ডঃ মনামী ঘোষের কাছে যিনি কবি দেবেশ ঠাকুরের কবিতা এবং পরিচিতি আমাদের
পাঠিয়েছেন টাইপ করে। তাঁর ইমেল -
manamighosh@gmail.com ।    


আমরা
মিলনসাগরে  কবি দেবেশ ঠাকুরের কবিতা তুলে আনন্দিত।

কবির সঙ্গে যোগাযোগ -
ইমেল -
debeshthakur@gmail.com    
চলভাষ - +৯১৯৭৩২০৫০১৮৪   

উত্স - কবি দেবেশ ঠাকুরের কবিতা ও পরিচিতি, ইমেল মারফৎ আমাদের পাঠিয়েছেন ডঃ মনামী ঘোষ।
কবি নিজেও আমাদের সঙ্গে ইমেল যোগাযোগে সহযোগিতা করে আমাদের উত্সাহিত করেছেন।

মিলনসাগরে কবি দেবেশ ঠাকুরের মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।    
কবি দেবেশ ঠাকুরের নিজস্ব ওয়েব সাইট
www.debeshthakur.com     
কবি দেবেশ ঠাকুরের ফেসবুক পাতা
https://www.facebook.com/Debesh-Thakur-1537336556494631   


আমাদের ই-মেল -
srimilansengupta@yahoo.co.in     


এই পাতার প্রথম প্রকাশ - ৪.২.২০১৪  

...
setstats