কবি দেবীপ্রসাদ বন্দ্যোপাধ্যায় – বিশিষ্ট কবি, ছড়াকার এবং অনুবাদক।
তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে “নীলাম্বরী” (১৯৫৯), “বৃষ্টির শব্দ ও অন্যান্য কবিতা” (১৯৫৯), প্রভৃতি।
তাঁর সম্পাদিত গ্রন্থের মধ্যে রয়েছে “জীবনানন্দ দাশের কাব্য সংগ্রহ” (১৯৯৩), দিপক রায়ের সঙ্গে সম্পাদিত
“বাংলা আধুনিক কবিতা” (১৯৯২) প্রভৃতি।
স্প্যানিশ ভাষা থেকে তিনি একাধিক কাব্যগ্রন্থ অনুবাদ করেছেন। জীবনানন্দের কাব্যবিষয়ে একাধিক গ্রন্থ
রচনা করেছেন।
কবি দেবীপ্রসাদ বন্দ্যোপাধ্যায়ের একটি ছবি এবং তাঁর সম্বন্ধে আরও তথ্য যদি কেউ আমাদের পাঠান
তাহলে আমরা, কৃতজ্ঞতাস্বরূপ এই পাতায় প্রেরকের নাম উল্লেখ করবো।
আমরা মিলনসাগরে কবি দেবীপ্রসাদ বন্দ্যোপাধ্যায়ের কবিতা তুলে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে
পারলে এই প্রচেষ্টার সার্থকতা।
উত্স – শিশিরকুমার দাশ, সংসদ বাংলা সাহিত্য সঙ্গী, ২০০৩
. দেশ এর কবিতা ১৯৮৩ – ২০০৭
কবি দেবীপ্রসাদ বন্দ্যোপাধ্যায়ের মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।
আমাদের ই-মেল - srimilansengupta@yahoo.co.in
এই পাতার প্রথম প্রকাশ - ০৬.১২.২০১৩
...