কবি দেবরাজ নাইয়ার কবিতা
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।

অভিমানী তারার মত পৃথিবী থেকে       
আঙুলের মধ্যে পুরোনো নম্বর     
আজকাল সিগন্যাল বড়ো গোলমাল করে      
আমার দুশ্চিন্তার পারদ     
ইউটিউবে থেকে যাওয়া কয়েকটা ফুটেজ ছাড়া     
এই আজ থেকে     
একটা ট্রামলাইনের ভরসায়    
কি আছে দেবার মত তোকে      
কোনোদিন ছুটি চাইনি বলে     
কোনো নোটিশ ছাড়া যখন তোর জ্বর ছেড়ে যাচ্ছে      
জিরো গ্র্যাভিটির নিচে থাকা মানুষগুলোর     
টিভির বিজ্ঞাপন আর শহর জোড়া হোর্ডিং    
ঠিকানা বদলের মত সুখের সংজ্ঞাও     
তোর অবশিষ্ট সংকেতের ভিতর নিজস্ব সান্ত্বনা খুঁজতে গিয়ে    
তোর জ্বর হবে বলেই আমি মেডিক্যাল পড়ছি    
নিজেকে সুখী রাখবার প্ররোচনায়      
বেমালুম উধাও হবার পথগুলো      
মৃত মানুষের পুনর্জন্ম হয়না জানিয়ে      
রোজই স্বপ্ন দেখার ভূত আমার ঘাড়ে চাপে      
শেষ বারের মত মায়ের যেদিন জ্বর হল    
সমস্ত কিছুরই একটা বিশ্লেষণ থাকা চাই   


মিলনসাগর

১।
২।
৩।
৪।
৫।
৬।
৭।
৮।
৯।
১০।

১১।
১২।
১৩।
১৪।
১৫।
১৬।
১৭।
১৮।
১৯।
২০।
২১।