শেষ বারের মত মায়ের যেদিন জ্বর হল কবি দেবরাজ নাইয়া পার্শ্বপ্রতিক্রিয়ায় কাব্যগ্রন্থ থেকে
শেষ বারের মত মায়ের যেদিন জ্বর হল আমার ঠাণ্ডা লাগছিল বলেই কিছুতেই মা ছাড়তে চাইছিল না সেদিন সবাই আমাকে সরিয়ে নিয়ে গেলে মায়ের সাথে আমার আর দেখা হয়নি কোনদিন আজ এতগুলো বছর পর আমারই জ্বরে গা পুড়ে যাচ্ছে মিঠু! তোর শীত করছেনা?