কবি দেবরাজ নাইয়া – জন্ম গ্রহণ করেন দক্ষিন ২৪ পরগণা জেলার অন্তর্গত সুন্দরবন মইপীঠ দ্বীপ
অঞ্চলে। কবি উচ্চশিক্ষার জন্যে প্রথমে নামখানার দেবনগরে ও পরে কলকাতায় আসেন।

পড়াশোনার পাশাপাশি তিনি কলকাতার একটি নাট্যদলে যোগদান করেন এবং শুরু হয় তাঁর সাহিত্যচর্চা।
স্বভাব লাজুক এই তরুণ কবি, সাহিত্য পাঠ, অভিনয় আর সংগীতে সর্বদা বুঁদ হয়ে থাকতে ভালোবাসেন।

নিবিড় নির্জনতায় যারা কোলাহল করে বেড়ায়। সাধারন নিয়মের বিপরীতে যাদের  ঘর বসত। সেই  
নির্জনতায় নিজের আশ্রয় খুজে নিয়েছে এই তরুণ। কবিতা যার কাছে আপন কথপোকথনের দিনলিপি মাত্র।
সেই ছিন্ন পাণ্ডুলিপির কয়েক টুকরো তুলে এনে
কবি অমিতাভ গুপ্ত ‘জ্বর’ নামে প্রকাশ করতে দিয়েছিলেন
একটি ছোট্ট ফোল্ডারে (যদিও দু’একটি পত্রিকায় আগে লেখা চাপা হয়েছিল বন্ধুদের উদ্যোগে )।

সেই ‘জ্বর’ নামের তিনটি কবিতা থেকে তাপ বাড়তে বাড়তে শিল্পী কল্যাণ চৌধুরীকেও স্পর্শ করে কোন এক
সময়। ফল স্বরূপ তিনিও কিঞ্চিৎ আক্রান্ত হয়ে সেই সমস্ত কবিতা থেকে ভরিয়ে তুলেছিলেন তাঁর
কিছু আপন ক্যানভাস। আর সেই সমস্ত ছবি আর এই তরুণের কবিতা সহযোগে কল্যাণ  চৌধুরীর দ্বিতীয়
একক চিত্রপদর্শনী ‘পার্শ্বপ্রতিক্রিয়ায়’ শিরোনামে পদর্শিত হয় ‘গ্যালারী গোল্ড’-এ। সেই সাথে ‘দে’জ পাব্লিশিং’-
এর ‘কমলিনী প্রকাশন বিভাগ’ অত্যন্ত যত্ন সহকারে প্রকাশ করেন চিত্রপদর্শনীর শিরোনামে একটি রঙিন বই।
এক তরুণ কবির আত্মপ্রকাশ, তাঁর প্রথম কাব্যগ্রন্থ।

আমরা
মিলনসাগরে  কবি দেবরাজ নাইয়ার কবিতা তুলে আনন্দিত। আমরা কৃতজ্ঞ কবি কাছে কারণ
তিনি
তাঁর সব কবিতা নিজে আমাদের  বাংলায় টাইপ করে পাঠিয়েছেন।

কবির সঙ্গে যোগাযোগ -
চলভাস - +৯১৮৬৪৬৮৪৩৪৩৮,  +৯১৯১৫৩০২২৭৪৩        
ইমেল -
debrajnaiya0001@gmail.com       


কবি দেবরাজ নাইয়ার মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন


উত্স - বি অমিতাভ গুপ্তর গৃহে, মিলন সেনগুপ্তর সঙ্গে একটি ছোট্ট সাক্ষাত্কার। পরে ইমেলে যোগাযোগ।


আমাদের ই-মেল -
srimilansengupta@yahoo.co.in     


এই পাতা প্রকাশ - ১০.৬.২০১৪
...