রূপরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্য |
রূপরামের ধর্মমঙ্গল কাব্যের সূচি |
ঘোড়ার রাউত বীর চারিপানে চায় | কাননে দেখিল কালু শূকর চরায় || দড়বড়ি কাননে কাননে পশু রাখে | কালী ধলী শ্যামলী ধবলী বলি ডাকে || কেশে জটা তৈল বিনু বসন বাকলে | পক্ষ দেখি অনুব্রত সন্ধান বাঁটুলে || সুখেতে আহার করি বস্যা পালে কড়া | বীর কালু তখন গুলতায় দেই চড়া || পক্ষের সন্ধান পায়্যা ছুটিল বাঁটুল | বাঁটুল ছুটিতে হৈল আগুনের ফুল || বাজিল পক্ষের বুকে নিদারুণ শাল | অবনী পড়িল পক্ষ ভাঙ্গি সেই ডাল || অবনী পড়িয়া পক্ষ ডাকে নারায়ণ | দূরে হৈতে শুনিল ময়নার তপোধন || ধাওাধাই ঐমনি আইল সদাগর | বচন বলিতে পাইল কালুর গোচর || পক্ষ হাতে ঐমনি নিলেন তপোধন | পক্ষের বদনে দিল গঙ্গার জীবন || দয়াশীল লাউসেন বলে হায় হায় | পদ্মহাত বুলাল্য পক্ষের সব গায় || মরা পক্ষ প্রাণ পাইল তিনির তপনে | সাক্ষাত সম্বাদ কালু দেখে বিদ্যমানে || বীরে দেখি জিজ্ঞাসা করেন লাউসেনে | কোন কুল পবিত্র নিবাস কোনখানে || কার সুত কিবা নাম দিবে পরিচয় | তোমার বিক্রম দেখি মনেতে বিস্ময় || ময়না নগর চল আমার সংহতি | পরিণামে পরিবে দক্ষিণা বস্ত্র ধুতি || প্রীত মনে অর্ধেক ময়না দিব ক্ষেম | দুজনে সম্প্রীত হব যেন হীরা হেম || কর্ণসেনের পুত্র আমি পাত্রের ভাগিনা | রাজা দিল বকশিস বসন ভূষা সোনা || আইস আমার সঙ্গে চল ময়নায় | নিবাস করিবে যদি মনে প্রীত পায় || এত শুনি বীর কালু কহে সবিনয় | আশ্রম সদার বংশ শুন মহাশয় || বীরসিংহের পুত্র আমি গজসিংহের নাতি | এ সাত পুরুষ হৈল নিবাস রমতি || আমার সংহতি আছে তের ঘর ডোমে | সাগরের জল কাঁপে যাহার বিক্রমে || সভার প্রধান ঘরে লখিয়া ডুমনী | তার আজ্ঞা পাইলে যাই ময়না অবনী || এত শুনি হাসে রাজা কর্পূর সহিত | দ্বিজ রূপরাম গান অনাদ্যের গীত || এত শুনি বসিল দুর্লভ সদাগর | কর্পূর ধরিল বাজী অন্ডির পাখর || কর্পুর বলেন দাদা আমি তোর দাস | আজ্ঞা পাইলে এখনি অশ্বের কাটি ঘাস || আমি জানি বিশেষ অশ্বের পূর্বকথা | হিমালয় নিবাসী যাহার জন্মদাতা || এহার মাএর নাম চলনি খঞ্জনা | গুণের সাগর ঘোড়া সুথির গমনা || জননী সমান বাড়ে পিতা সম চলে | অনুগত পরম পুরাণে ইহা বলে || আমি জানি লাউসেন তুমি ভাগ্যবান | হস্তিবধ করিলে কেমনে দিলে প্রাণ || শুন্ডে ধরি হস্তী যবে ডালিলে গগনে | আমি তখন লুকাইয়া ময়রা-ভবনে || তরাসে কাঁপিল তনু চিকুর চরণ | তথাপি তোমার শুভ মনে অনুক্ষণ || লাউসেন কান্দিয়া কর্পূরে দিল কোল | মনের বারতা কিছু বলে উতরোল || রৌদ্রের কিরণে তোর ছায়া নাহি দেখি | কদাচিত নিঃশ্বাস নিগমে কাল আঁখি || মনুষ্য দেবতা কিবা দড়াইতে নারি | হেনজন সম্পদ বিপদে আজ্ঞাকারী || বিপাক ধর্মের কাজ বিপর্যয় মায়া | কোনখানে জল রৌদ্র কোনখানে ছায়া || . ****************** . কাঙুরযাত্রা পালার পরের পৃষ্ঠায় . . . . পাতার উপরে . . . মিলনসাগর |