রূপরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্য |
রূপরামের ধর্মমঙ্গল কাব্যের সূচি |
উজন বাহিতে নৌকায় বড় দুঃখ পায় | হাথে প্রাণ কব়্যা তবে তরঙ্গ এড়ায় || বাহ বাহ নাবিক বলিছেন লঘুতর | রাঙ্গামেট্যা কেরয়াল ঝুমকী ঘাগর || পর্ব্বতপ্রমাণ ঢেউ তরণী তপন | নাবিক সুজন বড় সাবধানে যান || রাখিল দুরন্ত দহ তরঙ্গ গভীর | তরণী উপরে জল উঠে এক তীর || নাবিক সকল বলে মন কথা নাঞী | রঞ্জাবতী মনে করে শ্রীধর্ম্ম গোসাঞী || জাহাজ দ্বিগুণ দেখি তরণীর আড়া | বাহিল উজান-ভাটী দারিকেশ্বর ছাড়া || সত্য যুগ হইতে উজান-ভাটী বয় | বামেতে বিনন্দপুর বাড়ী চারি রয় || ডানি বামে অপরূপ দেখিল দেউল | লক্ষ্মীনারায়ণ দেখে পায়ে পদ্মফুল || সমুখ দক্ষিণভাগে থাকে উৎসপুর | তথা হইতে ময়না দু ক্রোশ সভে দূর || জয়ধ্বনি শঙ্খধ্বনি শুনিতে সুন্দর | কহিতে বলিতে পাইল ময়না নগর || দেখিতে ভাঙ্গিল দেশ ছোট বড় লোক | রঞ্জাবতী দরশনে পাশরিল শোক || আনন্দে আইল বন্ধু-বান্ধবের কুল | সভাকে আশিষ দিল চাঁপায়ের ফুল || নাটগীতে সভাই পাইল নিকেতন | কেহ বলে সকায় দেখিল নিরঞ্জন || সামুলা আমিনী আদি হইল বিদায় | রাজাকে ভেটিতে রানী রঞ্জাবতী যায় || বুড়া রাজা কর্ণসেন বসিয়া আলয় | চারিদিকে নফর চাকর অতিশয় || সেইখানে রঞ্জাবতী করেন প্রণিপাত | সমুখে দান্ডায় রানী বুকে জোড় হাথ || চাঁপাই সেবন হেতু হইল এতদিন | বর পেয়্যা বাড়ীকে আস্যাছি দন্ড তিন || অনেক সঙ্কটে বর দিল নিরঞ্জন | শুনিঞা সন্তোষ বড় নৃপতির মন || রাজা বলে কেমনে হইল বরদায় | রঞ্জাবতী হাথে ধরি জিজ্ঞাসেনে রায় || ধর্ম্মের মায়া কহনে নাঞী যায় | অনাদিমঙ্গল দ্বিজ রূপরাম গায় || রঞ্জাবতী বলে রাজা করিনু ধর্ম্মের পূজা পরিপূর্ণ হইল বার দিন | চাঁপাই বৈকুন্ঠস্থল দৈব তার অনুকুল তপস্যা করিনু রাত্রি দিন || সাজিল ধর্ম্মের যাত সন্ন্যাসী ভকিতা সাথ হরিহর সামুলা আমিনী | কুলপুরোহিত গুরু জ্ঞান যার কল্পতরু নিরাহার দিবস রজনী || পুরাণপদ্ধতি মত পূজা দিল কত শত নাঞী পাই ধর্ম্মের উদ্দেশ | অব্যয় ধুনার রেণু দাহন করিনু তনু জীবন হইল অবশেষ || তায় বড় পাইল্য দুখ তিলেক নাঞীক সুখ শালে ভর দিনু পরিণাম | হৃদয়ে বাজিল কাল পিঠে পার হইল শাল দৈব-হেতু বিধি হল্য বাম || সূর্য্যের উদয়হীন শালে মরে তিন দিন ঝড় বৃষ্টি ঝন্ ঝনা বিধান | ঠাকুর দিলেন প্রাণ চতুর্ভূজ নারায়ণ সাক্ষাৎ দেখিলাম ভগবান || দিল গোসাঞী পুত্রবর আনন্দে আস্যাছি ঘর ইহাথে অন্যথা কিছু নাই | রূপরাম গান গীত সর্ব্বলোক হরষিত সখা যার অনাদ্য গোসাঞী || কর্ণসেন বলে রঞ্জা তুমি মোর প্রাণ | জাতি কুল সম্পদ জীবন জ্ঞান ধ্যান || বুড়া রাজা কর্ণসেন ময়নার নাথ | হাতাড়িয়া দিলেন রঞ্জার গায় হাথ || প্রবাল মুকুতা হীরা আছে নানা ঠাঞী | তোমা বিনা সে ধন আমারে সাজে নাঞী || কমলবদন তোমার মুখে বৈসে অলি | আজি বড় কৌতুকে করিব রসকেলি || তুমি মোর বনিতা বিশেষ ভাগ্য বড় | সদাই ধর্ম্মের পায় তোর মন দড় || মোর মনে সদাই তোমার বাক্য শুনি | বাসর বঞ্চিব সুখে সরস রজনী || রাজার বচন শুনি রানী দিল সায় | কল্যাণী মানিকী শুন্যা হেস্যা পাক যায় || উলাসিত সংসার আনন্দ বড় মন | সকাল করহ সাঙ্গ রন্ধন ভোজন || . লাউসেন-জন্ম পালার পরের পৃষ্ঠায় . . . . এই পাতার উপরে . . . মিলনসাগর |