কবি ধীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গান ও কবিতা
*
কি মায়ায় ওগো বাঁধিলে আমার
রচনা – ধীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়
কি মায়ায় ওগো বাঁধিলে আমার
. ছিন্ন বীণার তার,----
সুর-সপ্তক বাজা’লে মধুর
হে চির-প্রিয় আমার !
ওঠে নিখিলের মূর্চ্ছিত হিয়া
. কুঞ্জের মতো মুঞ্জরিয়া,---
. দিগ-দিগন্তে মাতল ছন্দে
. গুঞ্জরে ঝঙ্কার !
. হে চির-প্রিয় আমার !
অন্তরে মোর এ সুরের সাড়া পেয়েছি যে নিশিদিন,---
মরমের তার কত শতবার করেছে যে রিনিরিন !
. আজিকে মায়াবি, পরশে তোমার
. জাগিয়া উঠিল সুর-পারাবার,----
. আকাশে বাতাসে গম্ভীরে বাজে
. একি মহা ওঁকার !
. হে চির-প্রিয় আমার !
. *************************
.
সূচিতে . . .
মিলনসাগর
কবি
ধীরেন্দ্রনাথ
মুখোপাধ্যায়ের পরিচিতির পাতায় . . .
*
আমার এত সাধের প্রভাতে সই
রচনা – ধীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়
শিল্পী--- ধীরেন্দ্রনাথ দাস, ১৯৩১
আমার এত সাধের প্রভাতে সই,
. ফুটল না কলি !----
মিছেই শাখায় দোল দিয়ে যায়,
. গান গেয়ে যায় অলি !
. মিছেই পাতার ঘোমটা ফাঁকে
. চপল হাওয়া চাইতে থাকে,----
. শুক-তারকার চোখ-তারকা
. মলিন জ্বলি’ জ্বলি’ !
ওই যে চলি’ যায় খেয়ালী পরাণ বঁধু পথ ভুলে,----
রইল খালি ফুলদানি মোর,---- সাজাই তারে কোন্ ফুলে !
. কোন্ ফুলে হায় গাঁথব আমার
. সোহাগ-সুতোয় মন-চোরা হার !----
. হায়, কিশোরীর বুকের কুসুম-----
. মুকুল হয়েই র’লি !
. *************************
.
সূচিতে . . .
মিলনসাগর
কবি
ধীরেন্দ্রনাথ
মুখোপাধ্যায়ের পরিচিতির পাতায় . . .
*
কত রাতি পোহায় বিফলে হায় জাগি’ জাগি’
রচনা – ধীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়
শিল্পী--- মিস ইন্দুবালা
কত রাতি পোহায় বিফলে হায় জাগি’ জাগি’,-----
সদা আঁখিনীরে ভাসি তার-ই লাগি !
. সে কোথায় দূর বিদেশে হেসে মাতায় মধু-রাতি----
. বুকে যে জ্বলে’ মরে এ আমার আশা বাতি,---
. ভুলেছে সে, তবু কেন তারে মাগি !
মলয়ে কাঁপে শাখি ----- ভাবি সে বুঝি এল,---
চকিতে নড়লে পাখি----- চমকি’ উঠি যে লো !
চুপি কয় কানে কানে বেহায়া ভোম্ রা গানে,---
‘মিছে এই ফুল-শয়নে মানিনি, মজ্ লি মানে,
. অকারণে অকরুণে অনুরাগী !’
. *************************
.
সূচিতে . . .
মিলনসাগর
কবি
ধীরেন্দ্রনাথ
মুখোপাধ্যায়ের পরিচিতির পাতায় . . .
*
সখি, দেখে আয় বঁধু এল কি দুয়ারে
রচনা – ধীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়
শিল্পী --- মিস ইন্দুবালা
সখি, দেখে আয় বঁধু এল কি দুয়ারে!---
লুকিয়ে রয়েছে বুঝি লতিকা-ধারে !
দিনে আন-কাজ নাই,
. রাতে চোখে নিদ্ নাই,----
. অদূরে নেহারি শুধু বঁধুয়ারে !
এল কে এল রে মোর রঙমহালের আঙ্গিনাতে,
এল রে এল কে ওই ফুল ছড়িয়ে পাগলা হাতে,----
হাসিয়ে হাসনুহেনায় চোখ-ইসারায় জ্যোছনা-রাতে !
কেন লো শিউরে উঠি’ শিউলি কোমল শয্যা পাতে,
বকুলে আকুল কেন কোকিল সখি, ওই ফুকারে!
. *************************
.
সূচিতে . . .
মিলনসাগর
কবি
ধীরেন্দ্রনাথ
মুখোপাধ্যায়ের পরিচিতির পাতায় . . .
*
যদি জাগে পরাণ কভু সহসা মধু-রাতে
রচনা – ধীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়
শিল্পী --- মিস ইন্দুবালা, ১৯৩০
যদি জাগে পরাণ কভু সহসা মধু-রাতে---
সখি, লুকিয়ে রাখি ব্যথা আঁখিপাতে !
. যে হিয়া জাগেনি মোর বেদনার অনুরাগে,---
. চাঁদিনীর পেয়ে চুমা সখি, সে যদি জাগে !
. যদি নিশীথের গীতে মন মাতে !
সুদূরের উদাস হাওয়া নিশুতি ফুলবাগে
সোহাগের স্বপন রচি’ যদি ওই বুকে লাগে !---
যদি সই, ওঠে হিয়া চকিতে মুঞ্জরিয়া
ফোটা-কুসুম-সম মধু-মাধুরী নিয়া,---
. যদি আঁখি ঝরে মম অশ্রু সাথে !
. *************************
.
সূচিতে . . .
মিলনসাগর
কবি
ধীরেন্দ্রনাথ
মুখোপাধ্যায়ের পরিচিতির পাতায় . . .
*
দখিনা মলয়া আসে ধীরে বহি
রচনা – ধীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়
শিল্পী --- মিস আঙুরবালা, ১৯৩১
দখিনা মলয়া আসে ধীরে বহি’,---
এসো সই, বস’ দুটো কথা কহি |
. বসন্ত নিতি সখি, ফুলবনে নাহি আসে,
. নিতি চাঁদ নাহি ভাসে নিরমল নীলাকাশে---
. বিরহ-বিধুর-জন-মন মোহি’ !
যামিনীর ফুল সখি, প্রভাতে ঝরিয়া যাবে,
যে কোকিল সাধে আজি,--- কাল তারে নাহি পাবে !
. যে মালা রেখেছে গাঁথি’,---
. পোহা’লে এ মধু-রাতি,
. ভেজাবে নয়নজলে রহি’ রহি’ !
. *************************
.
সূচিতে . . .
মিলনসাগর
কবি
ধীরেন্দ্রনাথ
মুখোপাধ্যায়ের পরিচিতির পাতায় . . .
*
কেন আজ মধুকর গুঞ্জরণে চোখ মেলিলে
রচনা – ধীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়
শিল্পী --- কমলা ঝরিয়া, ১৯৩১
কেন আজ মধুকর গুঞ্জরণে চোখ মেলিলে !---
জানিয়া বেহায়া কি হার মানিলে !
. আমার-ই সে ব্যথা গানে,
. সুর কি বাজেনি প্রাণে !----
. কেমনে পাষাণি, ঘুম-ঘোর আনিলে !
. আজিকে সহসা জাগি’----
. কোন্ সে বেদনা লাগি’
. দু’নয়নে ছল ছল জল ফেলিলে !
. *************************
.
সূচিতে . . .
মিলনসাগর
কবি
ধীরেন্দ্রনাথ
মুখোপাধ্যায়ের পরিচিতির পাতায় . . .
*
মিছে মালা গাঁথিয়া আশে বসে’ থাকা
রচনা – ধীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়
শিল্পী --- কমলা ঝরিয়া, ১৯৩২
মিছে মালা গাঁথিয়া আশে বসে’ থাকা |
আকাশে কুসুমবনে স্বপন আঁকা |
নয়নে শাওন মেঘে ভরা জলধারা,----
লুকিয়ে রাখিতে শুধু কাজল মাখা |
মরমে গুমরি’ ওঠে যে বিরহ-ব্যথা---
গান গেয়ে শুধু তার-ই বেদনা ঢাকা |
যবে সে চলে গেছে নিদ্ নাহি চোখে,----
তার-ই ছবি শুধু বুকে চাপিয়া রাখা |
. *************************
.
সূচিতে . . .
মিলনসাগর
কবি
ধীরেন্দ্রনাথ
মুখোপাধ্যায়ের পরিচিতির পাতায় . . .
*
দেখা পেলে এই অবেলায় সখি, তারে বলব কি বল
রচনা – ধীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়
শিল্পী --- কমলা ঝরিয়া
দেখা পেলে এই অবেলায় সখি, তারে বলব কি বল !----
সকল ভাষা দেয় ডুবিয়ে অবুঝ আমার চোখের এ জল !
বলব কি তায়--- ‘প্রাণের চেয়েও অধিক প্রিয় তুমি আমার’ !----
যে কথা সই ঢের বলেছি ----আর বলে’ তা’ আছে কি ফল !
‘তোমার পরে মোর অনুরাগ শাওন-ভরা নদীর মত’ !---
ছি ছি, যে লাজহীনা, সে ওই কথা কয় মুখে কেবল !
‘নিভবে আমার জীবন-বাতি ওই নয়নের প্রসাদ বিনা’----
কথার কথা কইলে সখি, --- বুঝতে বাকী রয় না যে ছল !
কই তারে--- ‘মোর শূন্য হিয়ায় রও চিরকাল আসন পাতি’----
হায়, যদি মোর গরব হেরি’ পাষাণ মোরে বলে পাগল !
প্রাণের সাড়া নিঠুর প্রাণে না-ই যদি গো বারেক বাজে,---
চরণতলে চাইলে যেতে --- সই, যদি সে ভাবে চপল !
. *************************
.
সূচিতে . . .
মিলনসাগর
কবি
ধীরেন্দ্রনাথ
মুখোপাধ্যায়ের পরিচিতির পাতায় . . .
*
জ্বালো দীপ জ্বালো মঙ্গলদীপ অন্ধকার এ মন্দিরে
রচনা – ধীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়
শিল্পী --- ধীরেন্দ্রনাথ দাস
জ্বালো দীপ জ্বালো মঙ্গলদীপ অন্ধকার এ মন্দিরে |
ডাকো জ্ঞানহারা ডাকো অন্ধতা ভরা সমাজ-কারার বন্দীরে ||
. শত নিয়মের পাষাণের ভার
. চাপিয়ে যাদের করেছ অসাড়
ডেকে তোল আজ বেদনায় ভরা আহত তাদের মনটিরে ||
কপালের ঘামে ভিজিয়ে যাহারা মাটিরে করিল সোনা
তোমার বিলাস যোগ্যতা যাদের অনাহারে দিন গোনা
. রচিয়া তোমার প্রমোদ ভবন
. ভিটাহীন ওই কাঁদিছে যে জন
আজি নিরাশায় নাহি যায় যেন অশ্রু-মলিন দীন সে ফিরে ||
তোমার সেবার ভার নিয়ে যারা ছোট হল তব কাছে
ঘৃণাকে তোমার প্রণমি যাহারা চরণের ধূলি যাচে
. ডাকিয়া তাদের বল ওরে ভাই
. এ বুকে তোদের আছে আছে ঠাঁই
আজিকে নবীন অরুণ উদয় মহামিলনের সাগর তীরে ||
. *************************
.
সূচিতে . . .
মিলনসাগর
কবি
ধীরেন্দ্রনাথ
মুখোপাধ্যায়ের পরিচিতির পাতায় . . .