কবি ধীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গান ও কবিতা |
তোমার আমার পথে আমার আঁখি দেবে আঁকি রচনা – ধীরেন্দ্রনাথ মুখোপাধ্যায় শিল্পী --- মিস বীণাপানি, ১৯৩৩ তোমার আমার পথে আমার আঁখি দেবে আঁকি তৃষার আলিপন | আমার ব্যথার বুকে তোমার আমন্ত্রণ || যখন নিশীথ রাতের শশী একলা বসি করুণ চোখে চাহে অলস পাখি উদাসগীতি গাহে, তখন আমার হিয়ায় তোমার পূজার আয়োজন || কাজল মেঘের আঁচল টানি সন্ধ্যারাণী সিঁদুর যখন ঢালে রং লেগে যায় অস্তরবির গালে | ঘুম লাগা মোর ফুল বীথিকায় চঞ্চল বায় স্বপন যখন দেখায়, আপনাকে তার বিলিয়ে দেওয়ার নেশায় তখন আমার গানে বাজবে তোমার মন্ত্র আবাহন | ব্যথার বুকে তোমার আমন্ত্রণ || . ************************* . সূচিতে . . . মিলনসাগর |
শ্যামার চেয়েও শ্যামবরণী জানি তোরে পাগলি মেয়ে রচনা – ধীরেন্দ্রনাথ মুখোপাধ্যায় শিল্পী --- জ্ঞান ঘোষ , ১৯৩৪ শ্যামার চেয়েও শ্যামবরণী জানি তোরে পাগলি মেয়ে | নিজের ছেলে পর ক’রে দিস পরের ছেলে কোলে পেয়ে || তোর আকাশের তপন ঢাকে ভিন গগনের মেঘ আসি কোন্ সুদূরের বিজলী বাতি ম্লান করে তোর পৌর্নমাসি তোর নদীতে পাল তুলে যায় আর এক দেশের চালাক নেয়ে || তোর আঙিনা আগাছা আর পরগাছারই খাস তালুক বনের হরিণ ভেট দিয়ে তুই জিইয়ে রাখিস বাঘ ভালুক তালপুকুরের পাতার পুরীর শ্যাওলা পানা রয় ছেয়ে || তোর অন্দরের দুলাল মোদের ঢাকিস কেবল আঁচল ছায় চলতে গেলে হাজার জুজু সামনে এসে চোখ রাঙায় তুইও কি মা মুখ ফিরাবি সতীন পুতের ভয় পেয়ে || . ************************* . সূচিতে . . . মিলনসাগর |
আমার ভাঙা ঘরের আঙন ধারে তোমায় খুঁজব বারে বারে রচনা – ধীরেন্দ্রনাথ মুখোপাধ্যায় শিল্পী --- মিস অনিমা ( বাদল ) আমার ভাঙা ঘরের আঙন ধারে তোমায় খুঁজব বারে বারে | ওগো আমার ব্যথার মানিক নিখোঁজ আঁধারে তোমায় খুঁজব বারে বারে || ঝরা ফুলের দলে দলে এই ‘ক’ ফোঁটা চোখের জলে কান্না চাপার কান্না-ভরা নদীর কিনারে তোমায় খুঁজব বারে বারে || আমার রাতি ভোর হবে না ভোরের ছলনায় আমার চোখে আনবে না ঘুম ঘুম-আনা হাওয়ায়, আমার পাখি নীরব চেয়ে রইবে ব্যথার আরাম পেয়ে কাঁপবে যখন সুর আমার এ ছিন্ন সেতারে তোমায় খুঁজব বারে বারে || . ************************* . সূচিতে . . . মিলনসাগর |
তোমার সাথে আমার মনের জানাজানি রচনা – ধীরেন্দ্রনাথ মুখোপাধ্যায় শিল্পী --- ধীরেন্দ্রনাথ দাস, ১৯৩৪ তোমার সাথে আমার মনের জানাজানি ; সে তো কেউজানে না--- তুমি জান আমি জানি ! তুমি আমার নিরজনে দাও ভরি কোন গুঞ্জরণে, তুমি আমার ঘুম-চোখে দাও স্বপন আনি, গহীন রাতে গোপন তোমার আসা যাওয়া কেউ-না-দেখা আড়াল থেকে আকুল চাওয়া | মোদের কথার মালাবদল আভাসে ইঙ্গিতে কেবল- লতায় পাতায় মর্মরি যায় মর্মবাণী || . ************************* . সূচিতে . . . মিলনসাগর |
তোমার কূলে ভিরবে আমার সুরের তরীখানি রচনা – ধীরেন্দ্রনাথ মুখোপাধ্যায় শিল্পী --- কুমারী পারুল সেন সুর --- গোপাল চন্দ্র সেন ( অন্ধগায়ক ) তোমার কূলে ভিরবে আমার সুরের তরীখানি জানি গো তা জানি | তখন উঠবে তোমার শঙ্খে বেজে নিত্যকালের বাণী জানি গো তা জানি || আমার অনেক দিনের অনেক চাওয়া মিলবে তোমার চোখের চাওয়া মিটবে আমার তরী বাওয়ার সকল দুঃখ গ্লানি জানি গো তা জানি | জানি তোমার দখিন হাওয়া লাগবে আমার পালে--- তারি ভরসায় আমি ভয় করি না চারিদিকের জলের কলরোলে ভরা বরষায় ; আমি ভয় করি না আঁধার রাতি জানি তোমার জ্বলবে বাতি জ্বলবে বাতি আমার অভিমান দেউলে ওগো অভিমানী ! জানি গো তা জানি || . ************************* . সূচিতে . . . মিলনসাগর |