কবি ধূর্জটি চন্দ - জন্মগ্রহণ করেন অবিভক্ত বাংলার ঢাকা জেলার নারায়ণগঞ্জে। তিনি
বিজ্ঞানের স্নাতক হওয়ার পর পেশা হিসেবে চাকুরিকে বেছে নেন। পাশাপাসি চলে সাহিত্যচর্চা। বর্তমানে
তিনি অবসরপ্রাপ্ত।

তিনি দীর্ঘকাল ধরে “এবং” পত্রিকার সম্পাদনা করে আসছেন।

তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে “একলা যাবো, দক্ষিণে না” (১৯৮৪), “অনাদরে চতুর্থী”, “ধূর্জটি চন্দের
প্রেমের কবিতা”, “অপ্রকাশিত কাব্যগ্রন্থ” (১৯৮২) প্রভৃতি। উপন্যাসের মধ্যে রয়েছে “বরফের মাছ” (১৯৮৫),
“গোবিন্দ”, “মজার পদ্য ও অন্যান্য কবিতা” (১৯৮৩) প্রভৃতি এবং গল্প গ্রন্থের মধ্যে রয়েছে “সেই সব গল্পগুলি”,
“ফুল মাসির গোয়েন্দাগিরি” প্রভৃতি।

তাঁর প্রাপ্ত সম্মাননার মধ্যে রয়েছে সুইডেন থেকে প্রাপ্ত “উত্তরাপথ পুরস্কার, ১৯৮৭”,  “ডঃ সমরজিত দত্ত
স্মৃতি পুরস্কার, ২০০১”, “বেণুকা সাহিত্য সম্মাননা, ২০০৭” প্রভৃতি।


আমরা
মিলনসাগরে  কবি ধূর্জটি চন্দর কবিতা তুলে আনন্দিত।


উত্স -  উত্তম দাশমৃত্যুঞ্জয় সেন সম্পাদিত আধুনিক প্রজন্মের কবিতা
.         
ক্যালকাটা ইয়েলো পেজেস ওয়েবসাইট       


কবি ধূর্জটি চন্দর মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।    


আমাদের ই-মেল -
srimilansengupta@yahoo.co.in     


এই পাতার প্রথম প্রকাশ - ৫.১১.২০১৩
...