কবি দিব্যেন্দু পালিত -এর জন্ম বিহারের ভাগলপুরে।

তিনি তুলনামূলক সাহিত্যের ছাত্র ছিলেন। সমকালীন বাংলা সাহিত্যে অন্যতম জনপ্রিয় কবি ঔপন্যা
সিক ও
গল্পকার।

তাঁর উপন্যাসের মধ্যে রয়েছে অন্তর্ধান (১৯৮৮), গৃহবন্দী (১৯৯০), সহযোদ্ধা (১৯৮৪) প্রভৃতি। গল্পের মধ্যে
রয়েছে মুখগুলি, শুক্রে শনি, রুক্ষ ও অন্যান্য গল্প প্রভৃতি।

তাঁর কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে রাজার বাড়ী অনেক দূর (১৯৭০), আহত অর্জুন (১৯৭৩), কিছু স্মৃতি কিছু
অপমান, সিন্ধুবারোয়াঁ, ভেবেছিলাম, মধ্যরাত, প্রণয়চিহ্ন, মুন্নির সঙ্গে কিছুক্ষণ, প্রভৃতি।


আমাদের ওয়েবসাইট
মিলনসাগরে তাঁর কবিতা তুলে ইনটারনেটের পাঠকের কাছে পৌঁছে দিতে পারলে
আমাদের এই প্রচেষ্টা সার্থক হবে।


কবি দিব্যেন্দু পালিতের মূল পাতায় যেতে এখানে ক্লিক্ করুন


উত্স:   
ডঃ শিশিরকুমার দাশ, বাংলা সাহিত্যসঙ্গী, ২০০৩
    


আমাদের ই-মেল -
srimilansengupta@yahoo.co.in     

এই পাতা প্রকাশ - ২৭.৯.২০১১, মহালয়া



...