কবি দিলীপ কুমার রায়-এর কবিতা ও গান |
সুন্দর এসো আজ অন্তরে সুর-রাজ রচনা – দিলীপকুমার রায় শিল্পী - উমা বসু ( হাসি ), ১৯৩৮ সুর - দিলীপকুমার রায় সৌজন্যে—স্বপন সোম, সংকলক গানের ভিতর দিয়ে ১, ১৯৯৮ সুন্দর এসো আজ অন্তরে সুর-রাজ বাঁশরি অসার প্রাণে ঝরিয়া | মূরলী অসার প্রাণে ঝরিয়া | বিনাশি বন্ধ সব বিছাও ছন্দ নব তুফানে তারকা-দীপ ধরিয়া || স্বপন তোমার যত বরণ আরতি ব্রত যাপিতেছে এসে হিয়া পিয়াসা | জাগরণে প্রিয় তার জাগাও বন্ধ দ্বার ঘুচায়ে পোহায়ে সুধা-পিপাসা | পথ চেয়ে কাটে দিন, এসো ও’গো অমলিন, পথ চেয়ে কাটে ( চেয়ে পথ তব চির অভিনব, নীল বাঁশি রব, সুর বৈভব ) ধুলায় নীলিমা লীলা স্মরিয়া করি পথের পাথেয় প্রাণ ভরিয়া | তব স্বপন মিলন লিপি, অমলিন সুখ স্মৃতি ধুলার জীবনে প্রিয় ভরিয়া সন্ধ্যার ছলনায় এসো উষা-ঝুলনায়, যুগান্তরের ঘুম তরিয়া || . ****************** . সূচিতে . . . মিলনসাগর |
তোমায় গুণী! যেন শুনি যে নিতুই নব গান গেতে রচনা – দিলীপকুমার রায় শিল্পী - হরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, ১৯৩৮ সুর - দিলীপকুমার রায় সৌজন্যে—স্বপন সোম, সংকলক গানের ভিতর দিয়ে ১, ১৯৯৮ তোমায় গুণী! যেন শুনি যে নিতুই নব গান গেতে | ওগো সাকী ধরো রাখি রঙিন পিয়ালাটি পেতে || পিয়ে আজ আপন হারা তোমার ঐ সোনালি ধারা নিতুই নব রসে ভরা পিয়ালা আজো সাঁঝেতে || কেমনে জীবন-গীতি মরমে জাগাবে স্মৃতি যদি না গা ঢেলে দেই নিত্যি নব রঙের স্রোতেতে || তোমার ঐ মোহন তুলি কি যাদু এঁকেছে ভুলি ডুবায় মন, বর্ণ-লাবনির কি নিতুই নব মোহেতে | গেও গান মলয় বায়ে মোর ব্যথার রঙটি বিছায়ে এসো হাফেজের নিতুই নব বিরহ বেদনাতে || . ****************** . সূচিতে . . . মিলনসাগর |
তোমারি ভালোবাসা তরে আশা গভীরে মিটাও রচনা – দিলীপকুমার রায় সুর ও শিল্পী-- দিলীপকুমার রায় , ১৯৩৯ সৌজন্যে—স্বপন সোম, সংকলক গানের ভিতর দিয়ে ১, ১৯৯৮ তোমারি ভালোবাসা তরে আশা গভীরে মিটাও ( তোমার ঐ ভালোবাসার আলো-আশার সুরভি বিলাও ) করুণায় এসো কাছে, হিয়া যাচে---- শরণ শিখাও | কাঁটা সব কুসুমি নাথ ! রাঙো প্রভাত রজনীবনে ( বিরহ বনে ) মিলনের হাসি-ফুলে এসো দুলে কাঁটার বনে ) বাঁধনে ওগো সুদূর ! নভোনূপুর ভুবনে বাজাও | জানিনা চিরসাথী ! তব বাতি কেন নিভে যায় ) ( জ্বলে যে গহন প্রাণে ) কলতানে কেন নিভে যায় ? যে- তারা ধ্রুবরাগে ডাকে--- ডাকে তারি আলো দাও | . ****************** . সূচিতে . . . মিলনসাগর |