কবি দিলীপ কুমার রায়-এর কবিতা ও গান
*
সংকেত    
কবি দিলীপকুমার রায়

রূপ দেখে যে নয়ন ভোলে --- বিভোর, তুমি ভোলাও ব'লে!
ফুলের হাসি অমল কেন? --- শ্যামল যে তার হাসে কোলে |
গাছের পাতা রাঙা এমন তোমার অধর ক'রে বরণ,
শাখায় কেন শুহর? --- তোমার কাঁপনই যে সেথায় দোলে |

রূপ অপরূপ কেন? --- তোমার অরূপ সেথায় লুকিয়ে ব'লে |
আশা কাঁদে অশান্ত --- না পেয়ে কান্ত, তোমার দিশা |
তোমার অরুণ নেই যেখানে --- ছায় সেখানে করুণ নিশা |
দীপ্তি সেথায় দেখি কালো লূপ্ত যেথায় তোমার আলো...
তোমার প্রাণে যেই চায় প্রাণ --- সূর্যমূখী ওঠে জ্ব'লে ---
রূপের শোভাযাত্রা চলে অরীপেরি চতুর্দোলে |

.                    ******************
.                                                                 
সূচিতে . . .   

 

মিলনসাগর
শ্রীরামকৃষ্ণ   
কবি দিলীপকুমার রায়

একলা পথের পান্থ হ'য়ে পথিকের সঙ্গ নিলে |
"বাসলে ভালো মিলবে আলো সব পথেই" --- এ-মন্ত্র দিলে |
কাটলে বাঁধন পড়তে রাখী, তোমায় বলে কে বৈরাগী?
প্রাণ-মৃণালে যার ফলে নীলকমল --- প্রেমের মন্দা নিলে :
ছাড়লে নিখিল ছড়িয়ে দিতে নিখিলনাথে এ-নিখিলে |

অঢেল মেলে মুগ্ধ মূনি, যশের যোগী শক্তি অধীর,
কোটির মাঝে গুটিক মেলে আত্মভোলা প্রেমের ফকির |
তাই তো হ'য়ে সর্বহারা ভাঙলে পলে পাষাণ-কারা :
অহংকারের মরণ সেধে অমরণীর গান গাহিলে
সবার তরেই --- আপন পরের সীমারেখার দাগ মুছিলে |   

.                    ******************
.                                                                    
সূচিতে . . .    



মিলনসাগর
*
মেঘের ব্যথা      
কবি দিলীপকুমার রায়  


ঐ                   মেঘের ছায়া লেগে
ওঠে                 হৃদয় আমার জেগে
আজ                এ কোন্ বেদনায়?
পড়ে                নয়নে কার আলো?
আমি                চাই বাসিতে ভালো
কোন্                সুদূর চেতনায়?

বলো                কেমন আঁখি তার?
সে কি              মেঘের মত নয়?
তার                চাউনি কি আমার
বুকে                আনে ক্ষমার জয়?

যদি                তা-ই না হবে---তবে
বলো               কেমন করে কবে
ধূলি                তারার কথা হায়!
না না               জানি প্রিয়, জানি
আমার             বাজল পরাণখানি
মেঘে                তোমারই সুর গায় |

স্মরি                তোমার করুণায়
বুঝি                আকাশ ছলছল!
সে ত                পায়নি যে তোমায়
ভেবে                আমার চোখেও জল |

তাই                মেঘের ছায়া দোলে
হৃদি                ব্যথায় ব্যথা ভোলে
কালোয়            বিজ্ লি  ঝলকায় |
আশা---            বৈরাগিনী সাঁঝে
শুনি                তোমার বাঁশি বাজে
তৃষা                অশ্রু অলকায় |

.                    ******************
.                                                                    
সূচিতে . . .    



মিলনসাগর
*
সেই বৃন্দাবনের লীলা - অভিরাম
রচনা – দিলীপকুমার রায়,
সুর ও শিল্পী – দিলীপকুমাপ রায় , ১৯৩৭
সৌজন্যে – স্বপন সোম, সংকলক, গানের ভিতর দিয়ে ১, ১৯৯৮ |

সেই বৃন্দাবনের লীলা - অভিরাম
.         সবই আজও পড়ে মনে মোর
.         পড়ে যে কেবলই মনে |
সেই আলোর দুলাল মনের সে মোর ছবি
.          আজও পড়ে মনে মোর
.          পড়ে যে কেবলই মনে ||
সেই সখা সখি মিলি কুতুহলে ঘাটে যাওয়া
সেই নির্মল নীল যমুনার জলে নাওয়া
সেথা সমস্বনে সবে গুণমণি গুণ গাওয়া,
আর কখনও বা বল্লভ-দরশন পাওয়া ( যমুনার ঘাটে )
.            সেই ফুল ফুল খেলা কত অরণ্য বনে
.            কত তারায় ঝিকিমিকি আকাশে যে আলাপনে,
.            ওই মুরলী ধ্বনি শুনিয়া পিয়াসী মনে
.             খোঁজা কুঞ্জে কুঞ্জে মিলন মনমোহনে
.             আজিও পড়ে মনে মোর, পড়ে যে কেবলই মনে ||
সেই বৃন্দাবনের লীলা অভিরাম
.             সবই আজও পড়ে মনে মোর
.             পড়ে যে কেবলই মনে ||
.             সেই চাঁদিনী রাতে সে অপরূপ রূপরাস,
.             কত রূপের মন্ত্রে জাগালো প্রেম-বিলাস,
.             চির-রঙীনের রঙে রাঙালো হৃদি উচ্ছ্বাস
.             নিতি আপনা হারায়ে বঁধুর বরণ আশ----
.                     আজও পড়ে মনে মোর, পড়ে যে কেবলই মনে ||
.             ওরা হাসে আর বলে হায়রে মধুর স্বপন
.             বলে কৃষ্ণকাহিনী কল্পনা কবি-কথন |
.             ওরা হাসে ওরা হাসে---- জানেনা তাই হাসে,
.             ওরা মানেনা তাই হাসে--- আমি মানি তাই জানি
.              আমি অন্তরে তোমার বাঁশরি শুনেছি
.                                 তাই বঁধু আমি জানি |
.             তখন এসব কথা তো শোনেনা আমার শ্রবণ
.             ব্রজ রমণীর কথা আর সে রমণী-রমণ---
.            আজও পড়ে মনে মোর, পড়ে যে কেবলই মনে ||

.                             ******************
.                                                                                
সূচিতে . . .    



মিলনসাগর
*
চমকে তিমির থির বিজলির
রচনা - দিলীপকুমার রায়
শিল্পী - দিলীপকুমার রায় ও সাহানা দেবী,  ১৯৩৫
সুর - দিলীপকুমার রায়
সৌজন্যে - স্বপন সোম, সংকলক গানের ভিতর দিয়ে ১, ১৯৯৮

চমকে তিমির     থির বিজলির
.         বিভায় মনচোরা
আয়রে মধুর      বাজিয়ে নূপুর
.         স্বর্গ স্বপন ঝোরা !
তোর বাঁশিতে     নিখিল চিতে
.         অলখ এল বেয়ে,
তোর শুনি তান    বহিল উজান
.         যমুনা গান গেয়ে !

.           ******************
.                                                                                
সূচিতে . . .    



মিলনসাগর
*
কোন্ লাবণ্যলীলায় ভরা
রচনা – দিলীপকুমার রায়
সুর ও শিল্পী--  দিলীপকুমার রায় ও ,  ১৯৩৭
সৌজন্যে—স্বপন সোম, সংকলক গানের ভিতর দিয়ে ১, ১৯৯৮


কোন্ লাবণ্যলীলায় ভরা
জাগে আজ এই বসুন্ধরা !
.           কোন সুদূরের আলো এল
.           কালো ছায়ার’পরে !
( সে যে ) স্বপ্ন-পারিজাতের সোনার
.                    রেণুর মত ঝরে |
রঙিন হল যুগল চরণ---
.                    তলের কমল চুমি
অমল সুধার পরশ নিয়ে
.         ( ধূসর ) ধুলার মর্ত্যভূমি |
জীবনমুক্ত ওগো জীবন !
হে বসুধার সিদ্ধ সাধন
.          ওগো ভুবনমোহন প্রিয় !
.                    করুণানীল আঁখি |
( তুমি ) এই বসুধার বেদন ভরা
.                     প্রাণের অনুরাগী
রঙিন হ’ল যুগল চরণ----
.                    তলের কমল চুমি
অমল সুধার পরশ নিয়ে
.           ( ধূসর ) ধূলার মর্ত্যভূমি |
তোমার মুখের মন্ত্র লভি
জাগে আমার জীবন কবি ;
.            প্রিয় ! তোমার প্রেমের তপন
.                      মর্মে আমার জ্বালা ;
আমার কন্ঠে দোলে তোমার গানের
.                    নীহারিকার মালা !
রঙিন হল যুগল চরণ
.                    তলের কমল চুমি
অমল সুধার পরশ নিয়ে
.          ( ধূসর ) ধুলার মর্ত্যভূমি ||

.            ******************
.                                                                                
সূচিতে . . .    



মিলনসাগর
*
সুন্দর এসো আজ অন্তরে সুর-রাজ
রচনা – দিলীপকুমার রায়
শিল্পী - উমা বসু ( হাসি ), ১৯৩৮
সুর - দিলীপকুমার রায়
সৌজন্যে—স্বপন সোম, সংকলক গানের ভিতর দিয়ে ১, ১৯৯৮

সুন্দর এসো আজ অন্তরে সুর-রাজ
বাঁশরি অসার প্রাণে ঝরিয়া |
মূরলী অসার প্রাণে ঝরিয়া |
বিনাশি বন্ধ সব বিছাও ছন্দ নব
তুফানে তারকা-দীপ ধরিয়া ||
স্বপন তোমার যত বরণ আরতি ব্রত
যাপিতেছে এসে হিয়া পিয়াসা |
জাগরণে প্রিয় তার জাগাও বন্ধ দ্বার
ঘুচায়ে পোহায়ে সুধা-পিপাসা |
পথ চেয়ে কাটে দিন, এসো ও’গো অমলিন,
পথ চেয়ে কাটে ( চেয়ে পথ তব চির অভিনব, নীল বাঁশি রব, সুর বৈভব )
ধুলায় নীলিমা লীলা স্মরিয়া
করি পথের পাথেয় প্রাণ ভরিয়া |
তব স্বপন মিলন লিপি, অমলিন সুখ স্মৃতি
ধুলার জীবনে প্রিয় ভরিয়া
সন্ধ্যার ছলনায় এসো উষা-ঝুলনায়,
যুগান্তরের ঘুম তরিয়া ||

.            ******************            
.                                                                                
সূচিতে . . .    



মিলনসাগর
*
তোমায় গুণী! যেন শুনি যে নিতুই নব গান গেতে
রচনা – দিলীপকুমার রায়
শিল্পী - হরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, ১৯৩৮
সুর - দিলীপকুমার রায়
সৌজন্যে—স্বপন সোম, সংকলক গানের ভিতর দিয়ে ১, ১৯৯৮


তোমায় গুণী! যেন শুনি যে নিতুই নব গান গেতে |
ওগো সাকী ধরো রাখি রঙিন পিয়ালাটি পেতে ||
পিয়ে আজ আপন হারা
তোমার ঐ সোনালি ধারা
নিতুই নব রসে ভরা
পিয়ালা আজো সাঁঝেতে ||
কেমনে জীবন-গীতি
মরমে জাগাবে স্মৃতি
যদি না গা ঢেলে দেই
নিত্যি নব রঙের স্রোতেতে ||
তোমার ঐ মোহন তুলি
কি যাদু এঁকেছে ভুলি
ডুবায় মন, বর্ণ-লাবনির
কি নিতুই নব মোহেতে |
গেও গান মলয় বায়ে
মোর ব্যথার রঙটি বিছায়ে
এসো হাফেজের নিতুই নব
বিরহ বেদনাতে ||

.            ******************            
.                                                                                
সূচিতে . . .    



মিলনসাগর
*
যখন গাহে নীল পরী
রচনা – দিলীপকুমার রায়
শিল্পী - উমা বসু ( হাসি ) ,  ১৯৩৯
সুর - দিলীপকুমার রায়
সৌজন্যে - স্বপন সোম, সংকলক গানের ভিতর দিয়ে ১, ১৯৯৮

যখন গাহে নীল পরী
গভীর রাতের স্বপন পথে সঞ্চরি
নামে দূর অলকার জ্যোত্স্না-আসার
.        গগন-বিতান মঞ্জরি ?
.           নীল পরী-----
গায় নিশার স্বপন-পথে সঞ্চরি |
চিরি মেঘের হিয়া সুধা-নির্ঝরে
প্রতি তারার রেণু বাজায় বেণু
.           চিন্ময় স্বরে :
শোনে চাঁদের সাথী উদাস রাতি
.           কাননে দোলে মর্মরি |
.            নীল পরী----
গায় নিশার স্বপন পথে সঞ্চরি |

আনে হৃদয় মাঝে এ কোন্ জাগরণ !
ওগো সে-ইশারা আপনহারা
.          করে আমার মন !
ডাকে : “আয় ছুটে আয় অসীম ছায়ায়
.         শোনরে সুদূর বাঁশরি !”
.         নীল পরী---
গায় নিশার স্বপন-পথে সঞ্চরি ||

.          ******************            
.                                                                                
সূচিতে . . .    



মিলনসাগর
*
তোমারি ভালোবাসা তরে আশা গভীরে মিটাও
রচনা – দিলীপকুমার রায়
সুর ও শিল্পী--  দিলীপকুমার রায় ,  ১৯৩৯
সৌজন্যে—স্বপন সোম, সংকলক গানের ভিতর দিয়ে ১, ১৯৯৮

তোমারি ভালোবাসা তরে আশা গভীরে মিটাও
( তোমার ঐ ভালোবাসার আলো-আশার সুরভি বিলাও )
করুণায় এসো কাছে,   হিয়া যাচে---- শরণ শিখাও |
কাঁটা সব কুসুমি নাথ !
রাঙো প্রভাত রজনীবনে ( বিরহ বনে )
মিলনের হাসি-ফুলে
এসো দুলে কাঁটার বনে )
বাঁধনে ওগো সুদূর !
নভোনূপুর ভুবনে বাজাও |
জানিনা চিরসাথী !
তব বাতি কেন নিভে যায় )
( জ্বলে যে গহন প্রাণে )
কলতানে কেন নিভে যায় ?
যে- তারা ধ্রুবরাগে
ডাকে--- ডাকে তারি আলো দাও |

.            ******************            
.                                                                                
সূচিতে . . .    



মিলনসাগর
*