কবি দিলীপ কুমার রায়-এর কবিতা ও গান |
চাঁদের আলো - চাঁদের আলো রচনা – দিলীপকুমার রায় সুর ও শিল্পী - দিলীপ কুমার, ১৯৩৯ সৌজন্যে - স্বপন সোম, সংকলক গানের ভিতর দিয়ে ১, ১৯৯৮ চাঁদের আলো - চাঁদের আলো--- চাঁদের আলো উছলে | নিশার কালো কাজল আঁকে চঞ্চলে--- রূপোল হাসি রাশি রাশি আশার বোলে মন ভোলে--- শুক্লা কাঁপন কৃষ্ণা বাঁধন তাই খোলে চাঁদের আলো চাঁদের আলো তাই এ-সাঁঝে সঞ্চলে || জয়ধ্বনি জয়ধ্বনি জয়ধ্বনি কে ছন্দে--- অভয়বাণীর অলখ-সুধা-সুগন্ধে ? মলয়-নেশায় কে প্রেম বিলায় নীল মায়াবী বসন্তে ? গুঞ্জরে গান ভ্রমর পরাণ আনন্দে--- জয়ধ্বনি – জয়ধ্বনি তাই করে চাঁদ—অনন্তে || স্বপ্নপাখি --- স্বপ্নপাখি স্বপ্নপাখি পায় আকাশ --- তাই নীলিমার গন্ধরাগের ছায় দুরাশ অন্তরে ফুল ফোটায় দোদুল সুদূরিকার সুর-সুবাস জয়-জাগানো রঙ-রাঙানো বয় বাতাস--- স্বপ্নপাখি--- স্বপ্নপাখি--- তাই জাগরে চায় বিলাস || . ****************** . সূচিতে . . . মিলনসাগর |
জীবনে মরণে এসো রচনা – দিলীপকুমার রায় শিল্পী - উমা বসু ( হাসি ), ১৯৩৯ সুর - দিলীপকুমার রায় সৌজন্যে - স্বপন সোম, সংকলক গানের ভিতর দিয়ে ১, ১৯৯৮ জীবনে মরণে এসো ভালোবাসো আলোসুন্দর অন্তর আশা | সাধিব অশ্রু-নিবেদনে নব-চেতনে হাসিকন্ঠে ফুটাও তব ভাষা | আছি তোমার পথ চেয়ে গান গেয়ে প্রেমে গাঁথিব তব সুরমালা | দীপদিশা ! এসো কাছে নিশা মাঝে কত অরুণে ভুবন উজালা | বিরহে ঝরি স্মৃতিধারে ঝঙ্কারে মোর মিটাও হে মিলন-পিপাসা | মিলনে জ্বালো ফুলবন্দনে রূপনন্দনে তব বিরহ গভীর দুরাশা || . ****************** . সূচিতে . . . মিলনসাগর |
বুলবুল মন ভুল ফুল-সুরে ভেসে রচনা - দিলীপকুমার রায় শিল্পী - উমা বসু ( হাসি ), ১৯৩৮ সুর - দিলীপকুমার রায় সৌজন্যে—স্বপন সোম, সংকলক গানের ভিতর দিয়ে ১, ১৯৯৮ বুলবুল মন ভুল ফুল-সুরে ভেসে চল নীল মঞ্জিল উদ্দেশে | অম্বর বাঁশরি ঐ ডাকে : “আয় পিঞ্জর পাসরি চল্ অধরায়” | ( এ ধরায় দে বিদায় অধরায় প্রাণ চায় ম্লানিমায় দে বিদায় নীলিমায় প্রাণ চায় | ) ঐ শোন, আলো গায় ভালোবেসে ; ফিরে আয় নীড়ে আয় দিনশেষে, চল দূর বন্ধুর উদ্দেশে | চির চরণের শরণের রেশে | ( চরণে শরণে জীবনে মরণে বিরহ মিলনে শয়নে স্বপনে ) || . ****************** . সূচিতে . . . মিলনসাগর |