কবি দিলীপ কুমার রায়-এর কবিতা ও গান
*
চাঁদের আলো - চাঁদের আলো
রচনা – দিলীপকুমার রায়
সুর ও শিল্পী - দিলীপ কুমার, ১৯৩৯
সৌজন্যে - স্বপন সোম, সংকলক গানের ভিতর দিয়ে ১, ১৯৯৮

চাঁদের আলো - চাঁদের আলো---
চাঁদের আলো উছলে |
নিশার কালো কাজল আঁকে চঞ্চলে---
রূপোল হাসি রাশি রাশি
আশার বোলে মন ভোলে---
শুক্লা কাঁপন কৃষ্ণা বাঁধন তাই খোলে
চাঁদের আলো চাঁদের আলো
তাই এ-সাঁঝে সঞ্চলে ||
জয়ধ্বনি জয়ধ্বনি
জয়ধ্বনি কে ছন্দে---
অভয়বাণীর অলখ-সুধা-সুগন্ধে ?
মলয়-নেশায় কে প্রেম বিলায়
নীল মায়াবী বসন্তে ?
গুঞ্জরে গান ভ্রমর পরাণ আনন্দে---
জয়ধ্বনি – জয়ধ্বনি
তাই করে চাঁদ—অনন্তে ||
স্বপ্নপাখি --- স্বপ্নপাখি
স্বপ্নপাখি পায় আকাশ ---
তাই নীলিমার গন্ধরাগের ছায় দুরাশ
অন্তরে ফুল ফোটায় দোদুল
সুদূরিকার সুর-সুবাস
জয়-জাগানো রঙ-রাঙানো বয় বাতাস---
স্বপ্নপাখি--- স্বপ্নপাখি---
তাই জাগরে চায় বিলাস ||

.                    ******************                      
.                                                                 
সূচিতে . . .   



মিলনসাগর
*
এসো স্বপন পানে দুলে নন্দন
রচনা – দিলীপকুমার রায়
সুর ও  শিল্পী --দিলীপকুমার রায়,   ১৯৩৯
সৌজন্যে—স্বপন সোম, সংকলক গানের ভিতর দিয়ে ১, ১৯৯৮

এসো স্বপন পানে দুলে নন্দন-তরুফুলে অলকার দোলনায়
.                             আলো উছলি’ |
এলো অরুণ অরুণা সুরে গগন নীল নূপুরে সুষমা মলয়ে
.                             মরু-কালো বিদলি’ |
( এসো দুলে-দুলে দুলে-প্রাণবীথি যে কুসুমে থাকে ভুলে
এসো অমরণী আলোক বিপুলে রূপ-নির্ঝর-ঝঙ্কৃত কূলে
এসো গগন নূপুর রনি মলয় জয়ধ্বনি প্রণয় শ্যামল ঢেউ তুলে )
এসো মরমের ম্লান বুকে ধ্রুবতারা-গীতিসুখে মূর্ছনামনি-ব্রত উদ্ যাপনে |
যেন ঊষাকল্পনারাগে নিশা তব ছবি আঁকে তিমির শিশিরে
.                                                  রবিরও সাধনে |
হোক ঘুমের পাষাণকারা কাঁপনে বাঁধনহারা নব জাগরণে
.                                               এসো কাঁটা কমলি |
গানে জ্বালো তব অভিসার, আরতির অধিকার দাও বুকে
.                                               ছায়াপথ দুরাশে জ্বলি’ |
( এসো যুগের পাষাণকারা টুটিয়া এসো কাঁটায় গোলাপগানে ফুটিয়া
লভি তোমার কিরণধারা রজনী আপনহারা পড়ুক প্রভাতে পায়ে লুটিয়া )
যত বাসনারঙিন বাধা সাধিয়া গহনগাথা হোক তব চরণের শরণ-আশী
যেন পথের পাথেয় হয় অকূলের বরাভয়--- রাই তব বরণের ব্যথা পিয়াসী
এসো আঁধারের বুক চিরে বিধুর অশ্রুনীরে রনি’ মিলনের হাসিধনু মুরলী
যারে জনম দিয়াছে ছায়া তারো কিরণের কায়া তোমার
.                                                বিজলি মেঘে তোলো উজলি ||

.                       ******************                      
.                                                                                  
সূচিতে . . .   



মিলনসাগর
*
জীবনে মরণে এসো
রচনা – দিলীপকুমার রায়
শিল্পী - উমা বসু ( হাসি ), ১৯৩৯
সুর - দিলীপকুমার রায়
সৌজন্যে - স্বপন সোম, সংকলক গানের ভিতর দিয়ে ১, ১৯৯৮

জীবনে মরণে এসো
ভালোবাসো
আলোসুন্দর অন্তর আশা |
সাধিব অশ্রু-নিবেদনে
নব-চেতনে
হাসিকন্ঠে ফুটাও তব ভাষা |
আছি তোমার পথ চেয়ে গান গেয়ে
প্রেমে গাঁথিব তব সুরমালা |
দীপদিশা ! এসো কাছে
নিশা মাঝে
কত অরুণে ভুবন উজালা |
বিরহে ঝরি স্মৃতিধারে ঝঙ্কারে
মোর মিটাও হে মিলন-পিপাসা |
মিলনে জ্বালো ফুলবন্দনে
রূপনন্দনে
তব বিরহ গভীর দুরাশা ||

.                       ******************                      
.                                                                                        
সূচিতে . . .   



মিলনসাগর
*
উদাসী বাঁশি নূপুরে
রচনা – দিলীপকুমার রায়
শিল্পী--  উমা বসু ( হাসি ) ,  ১৯৩৯
সুর --   দিলীপকুমার রায়
সৌজন্যে—স্বপন সোম, সংকলক গানের ভিতর দিয়ে ১, ১৯৯৮

উদাসী বাঁশি নূপুরে
.          উধাও পরাণ অচিন টানে |
অনন্ত স্বপ্ন ধায় দূরে
.          তোমার বসন্ত-সন্ধানে |
বসুন্ধরার ঊষার হাসে
.          আনন্দমন্ত্র দীপ জ্বলে,
দিনান্তে তারা উচ্ছ্বাসে
.          নিশান্ত গাথা উচ্ছলে |
দিনে দিনে মা হয় গাঁথা
.          তোমার প্রণাম মালিকা
কত প্রেমে যে হয় সাধা
.          তোমার সুরের দীপালিকা |
তোমার নেপথ্য-নন্দনে
.           কত রাঙা যে ফুল ফোটে,
ধরার ঘুমম্ত অঙ্গনে
.           তাহার সুগন্ধ-ঢেউ ছোটে ||

.            ******************                      
.                                                                                
সূচিতে . . .   



মিলনসাগর
*
মধুমুরলী বাজে মরমমাঝে
রচনা – দিলীপকুমার রায়
শিল্পী--  উমা বসু ( হাসি ) , ১৯৪০
সুর --   দিলীপকুমার রায়
সৌজন্যে—স্বপন সোম, সংকলক গানের ভিতর দিয়ে ১, ১৯৯৮

মধুমুরলী বাজে মরমমাঝে
.           শ্যামল ছন্দ কাঁপনে কী কাঁপনে কী কাঁপনে
এ কী নৃত্য তালে আলো জ্বালে সে সুঠাম
.           গীতিরাগে প্রীতি জাগে অভিরাম
প্রেমঘন বৃন্দাবন সাজে মনের বনে সুরের স্বনে স্বপন ক্ষণে
.           গীতিরাগে ভালোবেসে
আনে নৃত্য স্বপন বেশে আনে অভিরাম নব ঘন শ্যাম !
.           ঐ নাচে নাচে নাচে নাচে নাচে নাচে গো |
.           বাঁশিতানে সে যে আনে দাহনা
.           সুদূরিকা নীহারিকা সাধনা
বাঁশি নয়-এ রাশি রাশি দাহনা
.           উন্মাদনা উদ্দীপনা সন্মোহনা
ভালোবেসে শিখাতে সে আসে
.           গহন মনে অবন্ধনে ( প্রিয়তম নিরূপম )
.            গহন মনে অবন্ধনে চিরন্তনে
মধুমুরলী বাজে মরম মাঝে শ্যামল ছন্দ কাঁপনে কী কঁপনে
.             কী কাঁপনে !
বঁধূ বাঁশরি বাজে বঁধূ বাঁশরি বাজে বঁধু বাঁশরি বাজে
বাঁশি বাজে বাজে প্রাণমাঝে বাঁশরি বাজে শোনো বাঁশরি বাজে
.             বনমাঝে মনোমাঝে মুরছনে মনোবনে
.             কী কাঁপনে কী কাঁপনে কী কাঁপনে ||

.                ******************                      
.                                                                                
সূচিতে . . .   



মিলনসাগর
*
তোমার বরণ না করিলে মা প্রাণ সাধনায়
রচনা – দিলীপকুমার রায়
শিল্পী--  সাহানা দেবী,  ১৯৪০
সুর --   দিলীপকুমার রায়
সৌজন্যে—স্বপন সোম, সংকলক গানের ভিতর দিয়ে ১, ১৯৯৮

তোমার বরণ না করিলে মা প্রাণ সাধনায় |
তুমি মিটাবে কেমনে তৃষা অঝোর ধারায়  |
.      মোরা হৃদে না তোমারে বরি
.              বাহি প্রেমহীন তরী
চাহি পেতে তোমারে  মা এড়ায়ে কাঁটায়
যারে মেলে শুধু পথে প্রাণ সাধনায় |
.      নাহি নীরবিলে কলরব
.            দীপালি মদিরোত্সব
.   তোমার পরশখানি ফোটে না যে হায়
তোমায় মেলে শুধু ঘর ছাড়া প্রাণ সাধনায় |
.          না-না তব আশাপথ চাহি
.             যাব তরীখানি বাহি
.   ওই ধ্রুবতারা নাহি যদি মিলেবা উষায়
ঝলি উদিবে নিশি তিমিরে প্রাণ সাধনায় ||

.                ******************                      
.                                                                                
সূচিতে . . .   



মিলনসাগর
*
বুলবুল মন ভুল ফুল-সুরে ভেসে
রচনা - দিলীপকুমার রায়
শিল্পী - উমা বসু ( হাসি ), ১৯৩৮
সুর - দিলীপকুমার রায়
সৌজন্যে—স্বপন সোম, সংকলক গানের ভিতর দিয়ে ১, ১৯৯৮

বুলবুল মন ভুল ফুল-সুরে ভেসে
চল নীল মঞ্জিল উদ্দেশে |
অম্বর বাঁশরি ঐ ডাকে : “আয়
পিঞ্জর পাসরি চল্ অধরায়” |
( এ ধরায় দে বিদায় অধরায় প্রাণ চায়
ম্লানিমায় দে বিদায় নীলিমায় প্রাণ চায় | )
ঐ শোন, আলো গায় ভালোবেসে ;
ফিরে আয় নীড়ে আয় দিনশেষে,
চল দূর বন্ধুর উদ্দেশে |
চির চরণের শরণের রেশে |
( চরণে শরণে জীবনে মরণে
বিরহ মিলনে শয়নে স্বপনে ) ||

.                   ******************                      
.                                                                                
সূচিতে . . .   



মিলনসাগর
*
ওই গহন রজনী-অন্তে
রচনা – দিলীপকুমার রায়
শিল্পী--  দিলীপকুমার রায় ও উমা বসু , ১৯৪১
সুর --   দিলীপকুমার রায়
সৌজন্যে—স্বপন সোম, সংকলক গানের ভিতর দিয়ে ১, ১৯৯৮

.       ওই গহন রজনী-অন্তে
আমি আলো-ছায়া-আঁকা পাখি |
এ কালের কালো দিগন্তে
মম অপরূপ মায়া রাখি
গাই আলো-ছায়া-আঁকা পাখি |
আমি সুদূরের শাখে কাঁপা
কার উদয় আশের আভা !
মম সুরগুলি গোলাপিয়া
রাঙি ধরার ধূসর হিয়া,
তার ঘুম ভাঙাবারে ডাকি |
আমি জীবনের মঞ্জুষা
সাধে আধ-ঢাকা আধ-খোলা
কোন্ অচেনা রতন-ঊষা
কবে আমারে আপন ভোলা
তাই আধঘুমে আধো জাগি |
কোন্ গোপন গভীর আশা
মম বিকাশে যে পায় ভাষা
কোন্ কবির স্বপন লভি
আমি স্বপনে মগন কবি
কার অতল মাধুরী মাখি ||

.       ******************                      
.                                                                                
সূচিতে . . .   



মিলনসাগর
*
এসো মা আরতিময়ী পূজারী পরাণপুরে    
রচনা – দিলীপকুমার রায়
শিল্পী - উমা বসু ( হাসি ) , ১৯৩৯
সুর - দিলীপকুমার রায়
সৌজন্যে - স্বপন সোম, সংকলক গানের ভিতর দিয়ে ১, ১৯৯৮

এসো মা আরতিময়ী পূজারী পরাণপুরে
বুকের বিরহবীণা বাজায়ে মিলন-সুরে |
.         অরুণ-আশিস রাগে
.         করুণা যেমন জাগে ;
বাসনা-বাঁধনে এসো স্বপন-ফুলনূপুরে
বুকের চিরবীণা বাজায়ে মিলন-সুরে |
.         তুফানে যেমন তরী
.         চলে ধ্রুবতারা বরি
লহ অভিসার---নিয়ে যাবে যত দূরে
বুকের বিরহবীণা বাজায়ে মিলন সুরে |
.         দিয়ে ঊষা করতালি
.         যেমন কিরণমালী
আলোর কবরী বাঁধে কালোর ছায়াচিকুরে ;
বেসুরে এসো মা সাধে মাধুরী-মধুর সুরে |

.       ******************                      
.                                                                                
সূচিতে . . .   



মিলনসাগর
*
আঁধারের ডোরে গাঁথা আলোকের মণিমালা
রচনা – দিলীপকুমার রায়
শিল্পী--  উমা বসু ( হাসি ) , ১৯৪২
সুর --   দিলীপকুমার রায়
সৌজন্যে—স্বপন সোম, সংকলক গানের ভিতর দিয়ে ১, ১৯৯৮


আঁধারের ডোরে গাঁথা আলোকের মণিমালা |
.   গগনের দেবালয়ে স্বপনের প্রদীপ জ্বালা |
.             অচেনার রূপ-উদাসী
.             চেতনায় বাজে বাঁশি
.   বেদনার অশ্রুকূলে অজানার গন্ধ-ঢালা
মলয়ে মিলায় যে-সুর ---শিশিরে পাই যে তারে
( প্রভাতে মিলায় যে-সুর--- নিশীথে পাই যে তারে )
.   মরণে আসে ফিরে-মিলনে হারাই যারে---
. ( বিরহে আসে ফিরে-মিলনে হারাই যারে )
.            যারে চায় যুগের তৃষা
.                রজনী অনিমিষা
জেগে রয় স্মৃতির বুকে তারি নয়ন নিরালা ||

.                 ******************                      
.                                                                                
সূচিতে . . .   



মিলনসাগর