কবি দিলীপ কুমার রায়-এর কবিতা ও গান
*
ওরে উধাও আমার মন
রচনা – দিলীপকুমার রায়
শিল্পী—মঞ্জু গুপ্তা, ১৯৪৯
সুর -- দিলীপকুমার রায়
সৌজন্যে—স্বপন সোম, সংকলক গানের ভিতর দিয়ে ১, ১৯৯৮
ওরে উধাও আমার মন !
কবে অন্তরে তোর খুঁজবি অঝোর
. অঝোর প্রেমের বৃন্দাবন ?
কবে শুনবি বাঁশি তারি
চির সুরের যে কাণ্ডারী
করে নীল যমুনার কূলে যে পার
. বিনা কড়ির পাড়ি
নিতি গায় যে উছল :
. “সুর শ্যামল অনন্ত ঝঙ্কার,
তারে বাসলে ভালো মিলবে আলো
কোথাও বাইরে তাকে খুঁজিস---
. ডাকে অন্তরে সুজন ?”
অবুঝ মনরে ! কথা শোন,
সময় যায় যে বয়ে
. তার প্রণয়ের অকুর ফসল বোন্
তোর ঐ অন্তরেরি মাঝে
বাঁশি শোন্ না বাজে বাজে :
ওরে পতিত জমির তলেও জ্যোতির
. ঘুমিয়ে মুকুল আছে
ভাবে আপন বলে চিনলে
. পলে অচিন কাঁটা কালো
যাবে দেশান্তরে---- ভুবন ভরে
. হাসবে ফুলের আলো
শুধু তারি প্রেমে আসে
. নেমে ধুলায় বৃন্দাবন |
. ******************
.
সূচিতে . . .
মিলনসাগর
কবি
দিলীপকুমার রায়ের
পরিচিতির পাতায় . . .
*
ঘুম যাই মা, আজ ঘুম যাই মা
রচনা – দিলীপকুমার রায়
শিল্পী-- দিলীপকুমার রায় ও মঞ্জু গুপ্তা, ১৯৪৯
সুর -- দিলীপকুমার রায়
সৌজন্যে—স্বপন সোম, সংকলক গানের ভিতর দিয়ে ১, ১৯৯৮
শিশু
ঘুম যাই মা, আজ ঘুম যাই মা
তোর বুকে আজকে ঘুম যাই মা !
শোন্ আর যা চাই পেলেই হারাই
তাই চাই যেথা হারানো নাই
মা
আয় রে আয় কোলে আয় আয় |
ছেলে তো মার কোলেই ঘুমায় |
শোন মা-ও চায় শিশুরে চায়
তাই ফিরাতে তাকে কাঁদায়
শিশু
জানত না মা জানত না |
মা তোকে তো প্রাণ জানত না
তাই তোর সুধা মা টানত না
সে জানত না ----- তাই মানত না
দেয় মা বিনা কে সান্ত্বনা ?
মা
মা জানত রে, সে জানত যে
ছেলে কী চায় মা জানত যে
আড়াল থেকে তাই টানত সে
সে জানত যে অশান্ত রে |
মা চিনাবি হ’লে ক্লান্ত রে !
. ******************
.
সূচিতে . . .
মিলনসাগর
কবি
দিলীপকুমার রায়ের
পরিচিতির পাতায় . . .
*
আজিও তোমারে সাধিতে শিখিনি গানে
রচনা – দিলীপকুমার রায়
সুর ও শিল্পী – দিলীপকুমার রায়, ১৯৪৪
সৌজন্যে—স্বপন সোম, সংকলক গানের ভিতর দিয়ে ১, ১৯৯৮
আজিও তোমারে সাধিতে শিখিনি গানে |
চেয়েছি আঁধারে দীপটিকা অভিমানে |
. ছন্দে তোমার এসেছে আভাস,
. গন্ধ তোমার এনেছে বাতাস,
ফুলের ফোয়ারা ঝরায়েছি কলতানে,
শুধু, ধ্রুবতারা করিনি বরণ প্রাণে |
রূপে তুমি রাজো---- জানি, সুন্দর, জানি |
গুণে তুমি আছ, তাই তো গুণীরে মানি |
. তবু সঙ্গীতে তোমার আরতি
. সন্ধ্যা জ্বালেনি, হে প্রেমসারথি !
গভীর গহনে অধীর আত্মদানে
তোমার চরণে চাহিনি শরণ প্রাণে |
নিশি করো ভোর, প্রভাতবন্ধু মম !
গানপ্রিয় মোর, তুমি হও প্রিয়তম !
রাগিণী দোলায় দুলিব না আর,
আজ শুধু চাই চির অভিসার,
অচিন মধুর অকূলের কূল পানে,
দূরে যাক সুর, তুমি থেকো প্রাণে প্রাণে |
.
******************
.
সূচিতে . . .
মিলনসাগর
কবি
দিলীপকুমার রায়ের
পরিচিতির পাতায় . . .
*
বাঁশি ডাকে নীল যমুনার কূলে
রচনা – দিলীপকুমার রায়
সুর ও শিল্পী - দিলীপকুমার রায়
সৌজন্যে - স্বপন সোম, সংকলক গানের ভিতর দিয়ে ১, ১৯৯৮
বাঁশি ডাকে নীল যমুনার কূলে,
‘আসি আসি’ ----- বলে প্রাণ |
বলে --- ‘ভালোবাসি’, ---- তবু পারে কই
আপনারে দিতে দান ?
দিনে দিনে যায় বহিয়া লগন,
হে মুরলীধর ! শিখাও শরণ,
বিনা বঁধু তব অরুণ-চরণ
নিশীথ নিরবসান :
‘আসি আসি’ বলে হ’য়ে গেছে ---- কবে
‘এসেছি’ বলিবে প্রাণ ?
আলোয় ছায়ায় গড়া এ—ভুবন,
মনে হয় মায়াময় !
আলো যবে হাসে, ছায়া আরো কাঁদে
অপরূপ অভিনয় !
শুধুই প্রেমের তৃষ্ণা-রাগিণী
গাহি’ কি পোহায় বিরহ-যামিনী ?
সব হারাবার সুর যে সাধে নি----
ভালোবাসে অভিমান,
‘আসি আসি’ গায় কন্ঠই তার,
‘এসেছি’ ----- বলে না প্রাণ |
. ******************
.
সূচিতে . . .
মিলনসাগর
কবি
দিলীপকুমার রায়ের
পরিচিতির পাতায় . . .
*
প্রিয়, তোমার কাছে যে-হার মানি - সে-ই আমার জয়
রচনা – দিলীপকুমার রায়
শিল্পী - হরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় , ১৯৩০
সুর - দিলীপকুমার রায়
সৌজন্যে - স্বপন সোম, সংকলক গানের ভিতর দিয়ে ১, ১৯৯৮
প্রিয়, তোমার কাছে যে-হার মানি - সে-ই আমার জয় |
প্রেমে সাধে যে জয়গরব নয় নয় সে জয়ী নয় |
মানি তোমার কাছে যে-পরাভব সেথা আমারি জয়োত্সব,
. পরের মুখে বিজয়রব চিত্তে বিঁধি রয় :
শুধু তোমার সাথে আমার নয় নয় সে-পরিচয় |
প্রিয়, তুমি যে-বরদানে আমার ভরেছ এ-হৃদয়,
তার প্রতিদানে সে নোয়াতে মাথা বাসে কি লাজ ভয় ?
তুমি বরণমালা দিয়ে আমারে নিরভিমান দুরভিসারে
. দেখালে আলো অন্ধকারে ----- নাই তো তার লয় ;
দিলে দীক্ষা ----- প্রেমে জিতিলে হারি, হারিলে ------ সে-ই জয় !
. ******************
.
সূচিতে . . .
মিলনসাগর
কবি
দিলীপকুমার রায়ের
পরিচিতির পাতায় . . .
*
বঁধু তোমার পানে কি শুধু আমরাই ধাই
রচনা – দিলীপকুমার রায়
সুর -- দিলীপকুমার রায় , গানটি রেকর্ড হয়নি |
সৌজন্যে—স্বপন সোম, সংকলক গানের ভিতর দিয়ে ১, ১৯৯৮
বঁধু তোমার পানে কি শুধু আমরাই ধাই পথহারা পান্থ,
. চঞ্চল উদ্ ভ্রান্ত.
. তুমিও কি ভালোবাসো না ?
নিতি বিছায়ে স্নিগ্ধ ছায়াখানি তব তুমিও কি কাছে আসো না ?
. যবে আমরা আতপ-ক্লান্ত
. ( মিছে ঘুরে মরি পথ-ভ্রান্ত ! )
. তুমি যদি উদাসীন
তবে বাহুবন্ধনে বেঁধে করো কোন্ প্রেমলীলা প্রেমহীন |
. ওগো নিঠুর, যুগ-যুগান্ত ?
. ( বলো নিঠুর দরদী কান্ত ! )
. কত অতৃপ্ত বাসনা,
তবে সোনার-হরিণ-মরীচিকা, কত মরুবুকে তৃষাদাহনা
. হয় পরশে তোমার শান্ত !
. ( তব করুণায় উপশান্ত | )
. নদী যবে ধায় উছলি’,
তার বাজে না কি বুকে যুগে যুগে তব সিন্ধুর নীল মুরলী,
. ওগো সুন্দর, নীলকান্ত ?
. ( চিরবল্লভ নীলকান্ত ! )
. মিছে কাজে রেখে জড়ায়ে
করো কেন এ-ছলনা বন্ধু, বলো না মায়ার খেলায় ভুলায়ে ?
. নয় বিরহ কি মিলনান্ত ?
. ( আজ ঊষায় আনো নিশান্ত )
.
******************
.
সূচিতে . . .
মিলনসাগর
কবি
দিলীপকুমার রায়ের
পরিচিতির পাতায় . . .
*
তব চিরচরণে
রচনা – দিলীপকুমার রায়
শিল্পী-- দিলীপকুমার রায় ও মঞ্জু গুপ্তা , ১৯৪৪
সুর -- হিমাংশু কুমার দত্ত,
সৌজন্যে—স্বপন সোম, সংকলক গানের ভিতর দিয়ে ১, ১৯৯৮
তব চিরচরণে
দাও শরণাগতি
এসো ফুল সারথি,
আলো ধরিতে বনে |
আমি চাহি গভীরে
তব অকুল স্বনে
বরি’ তুফান তীরে
ধ্রুব তারা-স্বপনে |
তুমি জানো তো প্রিয়,
মম প্রাণ দুরাশা :
যাচি শুধু অমিয়,
তাই বহি পিপাসা |
এসো ছায়া-পাথারে---
দলি’ মায়া-আঁধারে,
লহ দুরভিসারে
তব দুখ-বরণে |
. ******************
.
সূচিতে . . .
মিলনসাগর
কবি
দিলীপকুমার রায়ের
পরিচিতির পাতায় . . .
*
রূপে বর্ণে ছন্দে
রচনা – দিলীপকুমার রায়
শিল্পী-- উমা বসু ( হাসি ) , ১৯৪০
সুর -- দিলীপকুমার রায়
সৌজন্যে—স্বপন সোম, সংকলক গানের ভিতর দিয়ে ১, ১৯৯৮
রূপে বর্ণে ছন্দে
আলোকে আনন্দে
কে এলে গো মেলে পাখা ?
শ্যামল বসন্ত বীথি
বিছানো গন্ধ গীতি
দিগন্তে শৈল
আকাশে হাসে রাকা
( রাকা রাকা রাকা রাকা রাকা )
দুধারে তালে তালে
সুর সুন্দরী কে ঢালে
রাগমালা ! দোলে শাখা
মিটালে কে পিপাসা
জাগালে ভালোবাসা
. অনন্ত স্বপ্ন মাখা
. আকাশে হাসে রাকা
( রাকা রাকা রাকা রাকা রাকা )
সুরে সুরে সুরে ফুলে ফুলে ফুলে রূপে বর্ণে ছন্দে
তালে তালে তালে দুলে দুলে দুলে আলোকে আনন্দে
ফুলে ফুলে ফুলে এলে দুলে দুলে দুলে এলে কে মেলে পাখা |
.
******************
.
সূচিতে . . .
মিলনসাগর
কবি
দিলীপকুমার রায়ের
পরিচিতির পাতায় . . .