কবি দিলীপ কুমার বসু-র কাব্যোপন্যাস
কঙ্কনমালা
*
আঠারোয় আকাঙ্ক্ষার ভিড়,
আঠারোয় নক্ষত্র অনেক |
আঠারোয় আকাঙ্ক্ষার ভিড়
টেলিভিশনের ছবি, ইয়োরোপ ঘুরে আসা--
আঠারোয়  আকাঙ্ক্ষা অনেক |

আকাঙ্ক্ষা অনেক, তবু গোড়া হতে শুরু করি
মানুষের সম্ভাবনা, আমরা তো জানি, সত্যি সীমাহীন |
মানুষেই বোমা ছোঁড়ে, আলো দেয় পৃথিবীতে,
যা-তা খেয়ে বাঁচতে পারে, বেঁচে থাকতে দিতে পারে,
তা-তা-থৈ সে সময়ে নাচিতেও পারে ;
আহা ফিঙের মতন সে যে নাচিতেও পারে |

সে যে আহা তাগ করে বোমা ছুঁড়িতেও পারে গ্রামবাসীদের ‘পরে |
এই কবিতাটি মিলনসাগর ডট কম থেকে নেওয়া হয়েছে    

পাখীকে নকল করে উড়ে যায়,
পশুকে নকল করে চিরে দ্যায়
নিরীহ শিশুর বুক, সেও তো মানুষ  |

তাছাড়া গোড়ার কথা, ---- বলতে গেলে শিকড় তো অনেক ছড়ানো !
অতএব বধূমাতা ঘষামাজা দেহখানি, পুষ্টি ও লাবণ্য নিয়ে এই আজ
এখানে যে বসেছেন, তার পটভুমিকায় বজ্রের আওয়াজ
এবং বৃষ্টির শব্দ, এবং বসন্তে ঝড়, এবং চুরমার
করে ফেলা খেলনার জঙ্গী শব্দ, তাঁর কিশোরী হবার
মহোত্সবে কটু খিস্তি পটু শিস্-এ অভিষেক,
ছ-পাউন্ড তাঁহাকে নিয়ে দু’চামচ অলিভ অয়েল,
উপযুক্ত পরিমাণ ডাইপার, পেনিফ্রক ইত্যাদি ছিটিয়ে
লরেটো ও ফ্রেঞ্চ ক্লাসে মাখামাখি করে ভাজা অল্প আঁচে, বিয়ে
হবার আগেতে ম্যাক্সফ্যাক্টরের রসে মেখে নিয়ে পরী-বেশ দেয়া---
সেসবের চট্ চটে স্বাদ আর চুল্লীর উত্তাপে জ্বলা---এসবের কাহিনী বকেয়া  |
এই কবিতাটি মিলনসাগর ডট কম থেকে নেওয়া হয়েছে   

অতএব গোড়া থেকে | ভণিতা কি প্রয়োজন ? এ বড় সুখের দিন নয় |
ফুল্লরার পৌত্রীদের এখনো দারুণ দুঃসময়  |
মিলনসাগর ডট কম থেকে নেওয়া হয়েছে   

ঘষামাজা তাহার শরীর
ছালছাড়া তাহার শরীর
আকাঙ্ক্ষায় নক্ষত্রের ভিড় |

.       ***********************              


.                                                               
কঙ্কনমালার সূচিতে . . .    
.                                                                 
কবির মূল সূচিতে . . .    


মিলনসাগর