পনেরই আগস্ট : ১৯৪৭ কবি দিনেশ দাস বাপ্পাদিত্য জানা সম্পাদিত, ২০১৭ সালে প্রকাশিত, “আন্দোলন ঘটনা ও কবিতা, বঙ্গভঙ্গ থেকে সাম্প্রতিক ১৯০৫-২০১১” কাব্য সংকলন থেকে নেওয়া।
আমার দু’চোখে আজ করে ছলোছল পদ্মার অজস্র জল মেঘনার ডাক, মেঘের স্রোতের মতো স্তম্ভিত অবাক।
ডাক আসে ধূসর শহরে রুক্ষ দ্বিপ্রহরে বাতাস ছড়ায় অবসাদ, ছিন্নমস্তা করে শুধু রক্তের আস্বাদ। শুকনো পাতার মতন উড়ে এল স্বাধীন সনদ, এখানে আমার চোখে ঢেউ তোলে
বুকজোড়া পদ্মা হ’তে দূর সিন্ধু নদ, তবুো মুক্তির স্রোত ওঠে ফুলে ফুলে করোমণ্ডলের ধারে শ্যাম মালাবার উপকূলে ভারত-সাগর গর্জায়, ইতিহাসে শুরু হবে নতুন পর্যায়।
এখানে তো শাঁখের করাতে দিনগুলি কেটে যায় করাতের দাঁতে সীমানার দাগে দাগে জমাট রক্তের দাগ--- কালনেমী করে লঙ্কাভাগ।
তবু এল স্বাধীনতা দিন উজ্জ্বল রঙিন প্রাণের আবেগে অস্থির--- ডাক দেয় মাতা পদ্মা, পিতা সিন্ধু-তীর। . **************** . সূচীতে . . .