কালপুরুষের উদ্দেশ্যে কবি দীপক রায় মিলনসাগরে প্রকাশ কাল ১৭.৫.২০১৮। ১৯৯২ সালে প্রকাশিত ‘অজ্ঞাতবাসের চোদ্দদিন’ কাব্যগ্রন্থের কবিতা। কবিতাটি আমাদের বাংলায় টাইপ করে পাঠিয়েছেন কবির বিশেষ স্নেহভাজন, “ক্ষেপচুরিয়াস” পত্রিকার সম্পাদক শ্রী জুবিন ঘোষ। তাঁর ইমেল : jubgho@gmail.com । কবির পাশাপাশি আমরা তাঁর কাছেও কৃতজ্ঞ।
কালপুরুষ, স্থির হয়ে কতকাল দাঁড়িয়ে রয়েছ! কী কী দেখো তুমি ? # আমরা কেমন করে যুদ্ধ করি, জয় করি, অধিকার করি ? কেমন করে আমাদের পোশাক বিবর্ণ হয়, পা ঠুকতে ঠুকতে গোড়ালি ক্ষয়ে যায়? কেমন করে শীতের বাতাস বুকের হাড় ধরে কৌতূক করে প্রতিটি শীত রাতে ? কেমন করে ভয়াবহ জল আমাদের ওপর দিয়ে পরীক্ষা করা হয় ? কেমন করে ঘন্টা বাজলে ঘুম থেকে উঠি ঘন্টা বাজলে খাই উঁচু হই নিচু হই হাঁটি আর নদীর দিকে চলে যাই ? # কালপুরুষে, এই নিলামবাজারের কথা গোপন করে তুমি আর কতকাল এই মর্তভূমির দিকে তাকিয়ে দেখবে একটা জিরো পাওয়ার আলোর দিকে ক্রমশ সার বেঁধে কেমন করে এগিয়ে যাচ্ছি আমরা
অনৈসর্গিক কবি দীপক রায় মিলনসাগরে প্রকাশ কাল ১৭.৫.২০১৮। ১৯৯২ সালে প্রকাশিত ‘অজ্ঞাতবাসের চোদ্দদিন’ কাব্যগ্রন্থের কবিতা। কবিতাটি আমাদের বাংলায় টাইপ করে পাঠিয়েছেন কবির বিশেষ স্নেহভাজন, “ক্ষেপচুরিয়াস” পত্রিকার সম্পাদক শ্রী জুবিন ঘোষ। তাঁর ইমেল : jubgho@gmail.com । কবির পাশাপাশি আমরা তাঁর কাছেও কৃতজ্ঞ।
কুয়োতলার গায়ে ঐ শালগাছ। শালগাছের গায়ে ঐ বাদামি পোস্টবক্স। # আমি ওর কাছে গেলেই গাছ থেকে বিচ্ছিন্ন ঐ বাক্সটি হাওয়ায় উড়তে থাকে। # বাড়ি ফিরে এসে জানলার ভিতর দিয়ে অবিছিন্ন দেখি ঐ কুয়োতলা। # বাদামি বাক্স ও শালগাছ। কতদিন থেকে ঐগুলি দিগন্তে সজ্জিত রয়েছে।
রক্তকরবী ১ কবি দীপক রায় মিলনসাগরে প্রকাশ কাল ১৭.৫.২০১৮। ১৯৯২ সালে প্রকাশিত ‘অজ্ঞাতবাসের চোদ্দদিন’ কাব্যগ্রন্থের কবিতা। কবিতাটি আমাদের বাংলায় টাইপ করে পাঠিয়েছেন কবির বিশেষ স্নেহভাজন, “ক্ষেপচুরিয়াস” পত্রিকার সম্পাদক শ্রী জুবিন ঘোষ। তাঁর ইমেল : jubgho@gmail.com । কবির পাশাপাশি আমরা তাঁর কাছেও কৃতজ্ঞ।
রক্তকরবী ২ কবি দীপক রায় মিলনসাগরে প্রকাশ কাল ১৭.৫.২০১৮। ১৯৯২ সালে প্রকাশিত ‘অজ্ঞাতবাসের চোদ্দদিন’ কাব্যগ্রন্থের কবিতা। কবিতাটি আমাদের বাংলায় টাইপ করে পাঠিয়েছেন কবির বিশেষ স্নেহভাজন, “ক্ষেপচুরিয়াস” পত্রিকার সম্পাদক শ্রী জুবিন ঘোষ। তাঁর ইমেল : jubgho@gmail.com । কবির পাশাপাশি আমরা তাঁর কাছেও কৃতজ্ঞ।
তোমার কি কিছুই মনে পড়ে না ? হাওয়া এসে পুড়িয়ে দিয়েছিল আমাদের মুখ তারপর বিকেল। তারপর মেঘ জমল। # তারপর ফুটে উঠল রক্তকরবী।
জীবনচরিত কবি দীপক রায় মিলনসাগরে প্রকাশ কাল ১৭.৫.২০১৮। ১৯৯২ সালে প্রকাশিত ‘অংশত সুন্দর’ কাব্যগ্রন্থের কবিতা। কবিতাটি আমাদের বাংলায় টাইপ করে পাঠিয়েছেন কবির বিশেষ স্নেহভাজন, “ক্ষেপচুরিয়াস” পত্রিকার সম্পাদক শ্রী জুবিন ঘোষ। তাঁর ইমেল : jubgho@gmail.com । কবির পাশাপাশি আমরা তাঁর কাছেও কৃতজ্ঞ।
শিল্পীর কাছে একটা জীবন কিছুই নয় – বলেছিলেন গিরিজা দেবী . ঘরের ভেতর চুপ করে বসে ভাবি।
ফুল্লরার শীতকাল কবি দীপক রায় মিলনসাগরে প্রকাশ কাল ১৭.৫.২০১৮। ১৯৯২ সালে প্রকাশিত ‘অংশত সুন্দর’ কাব্যগ্রন্থের কবিতা। কবিতাটি আমাদের বাংলায় টাইপ করে পাঠিয়েছেন কবির বিশেষ স্নেহভাজন, “ক্ষেপচুরিয়াস” পত্রিকার সম্পাদক শ্রী জুবিন ঘোষ। তাঁর ইমেল : jubgho@gmail.com । কবির পাশাপাশি আমরা তাঁর কাছেও কৃতজ্ঞ।
শুধু কাঁথা টানতে-টানতে শুধু কাঁথা টানতে-টানতে . শুধু কাঁথা টানতে টানতে . নেমে এল ভোর।
চিঠি কবি দীপক রায় মিলনসাগরে প্রকাশ কাল ১৭.৫.২০১৮। ১৯৯২ সালে প্রকাশিত ‘অংশত সুন্দর’ কাব্যগ্রন্থের কবিতা। কবিতাটি আমাদের বাংলায় টাইপ করে পাঠিয়েছেন কবির বিশেষ স্নেহভাজন, “ক্ষেপচুরিয়াস” পত্রিকার সম্পাদক শ্রী জুবিন ঘোষ। তাঁর ইমেল : jubgho@gmail.com । কবির পাশাপাশি আমরা তাঁর কাছেও কৃতজ্ঞ।
ওর চিঠি এলে কাঁপতে থাকে জানলা দরজা কাঁপতে থাকে খাট বিছানা সিঁড়ি বারান্দা একটা খাটের তিনদিকে আমরা তিনজন বসে থাকি কখনো গঙ্গা ফড়িং কখনো প্রজাপতি হয়ে কখনো নীল অপরাজিতা হয়ে . চিঠিটা ঘুরতে থাকে হাতে হাতে। ওর চিঠি এলে মনে হয় দম বন্ধ হয়ে যাচ্ছে। মনে হয় মাথার ওপর তিনটি উড়োজাহাজ শব্দহীন উড়ে যাচ্ছে। মনে হয় আগুনে পুড়ে যাচ্ছে একটা মাঠ। চারদিক জুড়ে বৃষ্টি নেমেছে মেঘ ডাকছে ভেতরে ভেতরে # ওর চিঠি হাতে নিয়ে বুঝতে পারি যা কিছু লেখা আছে, তার চেয়ে লেখা নেই যা কিছু – তা আমাকে ক্রমশ ভারি করছে। # আমার আনন্দ আজ কান্না হয়ে তারায় তারায় ভেসে বেড়াচ্ছে।
পাহাড় ১ কবি দীপক রায় মিলনসাগরে প্রকাশ কাল ১৭.৫.২০১৮। ১৯৯২ সালে প্রকাশিত ‘অংশত সুন্দর’ কাব্যগ্রন্থের কবিতা। কবিতাটি আমাদের বাংলায় টাইপ করে পাঠিয়েছেন কবির বিশেষ স্নেহভাজন, “ক্ষেপচুরিয়াস” পত্রিকার সম্পাদক শ্রী জুবিন ঘোষ। তাঁর ইমেল : jubgho@gmail.com । কবির পাশাপাশি আমরা তাঁর কাছেও কৃতজ্ঞ।
রহস্যের কথা যত শুনি তার চেয়ে কম থাকে রহস্যের মেঘ শুধু দার্জিলিং স্টেশনে পৌঁছনোর আগে বারবার টয় ট্রেনের বাঁশি পাহাড়ের গায়ে পাইনের শাখায়-শাখায় প্রতিধ্বনিত হয়ে ফিরে এলে মনে হয় . রহস্যের অন্ত নেই কোনো। আমি নিচু হয়ে এক তুচ্ছ-সবজি-বিক্রেতা নেপালি মেয়ের কাছে বলি তুমি জানো লুপ্ত বিমানবন্দর, সুখনা স্টেশন, টি-বোর্ডের হলিডে হোম আর কুড়ি বছরের বাংলা কবিতার ধ্বংসাবশেষ।
হেমন্তের হাওয়ায় আজ এক অনর্থ কবি দীপক রায় মিলনসাগরে প্রকাশ কাল ১৭.৫.২০১৮। ১৯৯২ সালে প্রকাশিত ‘অংশত সুন্দর’ কাব্যগ্রন্থের কবিতা। কবিতাটি আমাদের বাংলায় টাইপ করে পাঠিয়েছেন কবির বিশেষ স্নেহভাজন, “ক্ষেপচুরিয়াস” পত্রিকার সম্পাদক শ্রী জুবিন ঘোষ। তাঁর ইমেল : jubgho@gmail.com । কবির পাশাপাশি আমরা তাঁর কাছেও কৃতজ্ঞ।
হেমন্তের হেমবর্ণ হাওয়ায় আজ খুব অনর্থ হল। এক ঝাঁক পাতা এসে ছড়িয়ে পড়ল . আমাদের হেমবর্ণ উঠোনে। # কিছুই উপেক্ষণীয় নয় – এমন কি এই সামান্য হাওয়া এই পাতা ঝরে পড়া, এই শীতের আভাস, সার্কাস তাঁবু . আর ছোট্ট চেহারার জোকার। # ঈশ্বর আমায় আর একবার সময় দিন। আর একবার। . আমি সব ঝরা পাতা কুড়িয়ে নেব -- । # সব ঝরা পাতা, যা তোমাদের পায়ের ওপর ঝরে পড়েছে . -- কুড়িয়ে নেব, কুড়িয়ে কুড়িয়ে নেব . ওই হেমবর্ণ আলোয়। # আজ আমি এক অনির্বচনীয় আলো পেয়েছি। আজ এক অনর্থ ঘটে গেল হেমন্তের হেমবর্ণ হাওয়ায়।
সত্য কবি দীপক রায় মিলনসাগরে প্রকাশ কাল ১৭.৫.২০১৮। ১৯৯২ সালে প্রকাশিত ‘অংশত সুন্দর’ কাব্যগ্রন্থের কবিতা। কবিতাটি আমাদের বাংলায় টাইপ করে পাঠিয়েছেন কবির বিশেষ স্নেহভাজন, “ক্ষেপচুরিয়াস” পত্রিকার সম্পাদক শ্রী জুবিন ঘোষ। তাঁর ইমেল : jubgho@gmail.com । কবির পাশাপাশি আমরা তাঁর কাছেও কৃতজ্ঞ।
ইঙ্গিতময়তা নয়। পূর্ণবাক্যে সত্য কথা বলার ইচ্ছে হয় আজ। . শিয়রের কাছে জেগে আছে চাঁদ। # এপার ওপার ভেসে যায়। হাওয়া দেয় খুব। হাস্নুহানার গন্ধ এল ঘরে – মাঝরাতে ভরা কোটালের বান। # খুব ভেসে যাওয়া হল ! পূর্ণবাক্যে সত্য কথা বলার ইচ্ছে হল আজ। . শিয়রের কাছে জেগে আছে চাঁদ।