পাহাড় কবি দীপক রায় মিলনসাগরে প্রকাশ কাল ১৭.৫.২০১৮। ২০০৩ সালে প্রকাশিত ‘হে সুন্দর! হায় অসুন্দর!!’ কাব্যগ্রন্থের কবিতা। কবিতাটি আমাদের বাংলায় টাইপ করে পাঠিয়েছেন কবির বিশেষ স্নেহভাজন, “ক্ষেপচুরিয়াস” পত্রিকার সম্পাদক শ্রী জুবিন ঘোষ। তাঁর ইমেল : jubgho@gmail.com । কবির পাশাপাশি আমরা তাঁর কাছেও কৃতজ্ঞ।
ভোরবেলা, পরিখার চারপাশ ঘুরে, ফিরে আসার কথা ছিল মেয়র হোটেলে। সাজ সেরে বসে থাকো তুমি, সাতটায় বাস, সেরে নিও প্রাতরাশ। # ঝাউয়ের সারিরপাশে রক্তমাখা জামা, তাই দেরি হল। শোন, এটা অজুহাত নয়। শুধু চলে গেল বাস –- # রক্তমাখা জামার অন্তরালে যে-কাহিনি থাকে ভোরের শিশিরে ঢেকে কতটুকু চাপা থাকে তার সর্বনাশ।
মোটরবাইক কবি দীপক রায় মিলনসাগরে প্রকাশ কাল ১৭.৫.২০১৮। ২০০৩ সালে প্রকাশিত ‘হে সুন্দর! হায় অসুন্দর!!’ কাব্যগ্রন্থের কবিতা। কবিতাটি আমাদের বাংলায় টাইপ করে পাঠিয়েছেন কবির বিশেষ স্নেহভাজন, “ক্ষেপচুরিয়াস” পত্রিকার সম্পাদক শ্রী জুবিন ঘোষ। তাঁর ইমেল : jubgho@gmail.com । কবির পাশাপাশি আমরা তাঁর কাছেও কৃতজ্ঞ।
তিন হর্স পাওয়ার মোটরবাইক এসেছিল তিনজন যেখানেই যাই মোটরবাইক ঘুরছিল চারদিকে ওতে কি দু’জন লোক ? ওতে তিনজন ছিল ? # যেখানেই যাই মোটরবাইক চারদিকে ঘুরছিল থমকে দাঁড়াই পাশ ফিরে দেখি পিছনে তাকাই # ওতে কি দু’জন লোক ? ওতে তিনজন ছিল ?
জিরো আওয়ার কবি দীপক রায় মিলনসাগরে প্রকাশ কাল ১৭.৫.২০১৮। ২০০৩ সালে প্রকাশিত ‘হে সুন্দর! হায় অসুন্দর!!’ কাব্যগ্রন্থের কবিতা। কবিতাটি আমাদের বাংলায় টাইপ করে পাঠিয়েছেন কবির বিশেষ স্নেহভাজন, “ক্ষেপচুরিয়াস” পত্রিকার সম্পাদক শ্রী জুবিন ঘোষ। তাঁর ইমেল : jubgho@gmail.com । কবির পাশাপাশি আমরা তাঁর কাছেও কৃতজ্ঞ।
বুকে কার খামচানো দাগ ? দোমড়ানো একশ’টাকা . কে রাখল এখানে ? এখনি বেরোতে হবে, সাড়ে সাতে গীতাঞ্জলি এক্সপ্রেস . হাওড়া স্টেশনে। বললে ভাল, না বললে বোল না, সব কিছু ধুয়ে যাবে . বার্নিংঘাটের নির্জনে।
সফল মানুষ, ব্যর্থ মানুষ কবি দীপক রায় মিলনসাগরে প্রকাশ কাল ১৭.৫.২০১৮। ২০০৩ সালে প্রকাশিত ‘হে সুন্দর! হায় অসুন্দর!!’ কাব্যগ্রন্থের কবিতা। কবিতাটি আমাদের বাংলায় টাইপ করে পাঠিয়েছেন কবির বিশেষ স্নেহভাজন, “ক্ষেপচুরিয়াস” পত্রিকার সম্পাদক শ্রী জুবিন ঘোষ। তাঁর ইমেল : jubgho@gmail.com । কবির পাশাপাশি আমরা তাঁর কাছেও কৃতজ্ঞ।
সফল মানুষ রাস্তা দিয়ে হেঁটে যায় ব্যর্থ মানুষ তাকে চেয়ে চেয়ে দেখে। # ব্যর্থ মানুষ রাস্তা দিয়ে হেঁটে যায় সফল মানুষ তাকে চেয়ে চেয়ে দেখে। # দু’জনেই দেখা দু’রকম। # সফল মানুষ ব্যর্থ মানুষকে বলে – কেমন আছেন ? ব্যর্থ মানুষর সফল মানুষকে বলে – কেমন আছেন ? # দু’জনের বলা দু’রকম।
হে সুন্দর কবি দীপক রায় মিলনসাগরে প্রকাশ কাল ১৭.৫.২০১৮। ২০০৩ সালে প্রকাশিত ‘হে সুন্দর! হায় অসুন্দর!!’ কাব্যগ্রন্থের কবিতা। কবিতাটি আমাদের বাংলায় টাইপ করে পাঠিয়েছেন কবির বিশেষ স্নেহভাজন, “ক্ষেপচুরিয়াস” পত্রিকার সম্পাদক শ্রী জুবিন ঘোষ। তাঁর ইমেল : jubgho@gmail.com । কবির পাশাপাশি আমরা তাঁর কাছেও কৃতজ্ঞ।
আরো স্থলপদ্মের মত কয়েকটা ভোর আরো দোপাটি ফুল ফুটছে, কয়েকটা সন্ধ্যা ডাকবাংলো ছাড়িয়ে ঘুঘু ডাকছে এমন বিকেল # পরিব্যাপ্ত হয়ে আছে রাত্রি আকুল জ্যোৎস্নায় শুধু ঝিঁঝিঁ ডাকছে # আমার সবকিছু মনে পড়ে যাচ্ছে হে সুন্দর
অপেক্ষা কবি দীপক রায় মিলনসাগরে প্রকাশ কাল ১৭.৫.২০১৮। ২০০৩ সালে প্রকাশিত ‘হে সুন্দর! হায় অসুন্দর!!’ কাব্যগ্রন্থের কবিতা। কবিতাটি আমাদের বাংলায় টাইপ করে পাঠিয়েছেন কবির বিশেষ স্নেহভাজন, “ক্ষেপচুরিয়াস” পত্রিকার সম্পাদক শ্রী জুবিন ঘোষ। তাঁর ইমেল : jubgho@gmail.com । কবির পাশাপাশি আমরা তাঁর কাছেও কৃতজ্ঞ।
সকালে রাস্তায় দিকে চেয়ে বৃদ্ধটি দাঁড়িয়েছিলেন জিজ্ঞাসা করলাম – কার জন্য অপেক্ষা ? বৃদ্ধ বললেন – কারো জন্য নয়। # দুপুরে রাস্তার দিকে চেয়ে বৃদ্ধটি দাঁড়িয়েছিলেন জিজ্ঞাসা করলাম – কার জন্য অপেক্ষা ? বৃদ্ধ বললেন – কারো জন্য নয়। # সন্ধ্যায় ফেরার পথে দেখলাম বৃদ্ধটি দাঁড়িয়ে ছিলেন জিজ্ঞাসা করলাম – কার জন্য অপেক্ষা ? বৃদ্ধ বললেন – কারো জন্য নয়। # অনেক রাত্রে হিম পড়ছিল আর বৃদ্ধটি দাঁড়িয়েছিলেন
কালকামেলে ভোর কবি দীপক রায় মিলনসাগরে প্রকাশ কাল ১৭.৫.২০১৮। ২০০৩ সালে প্রকাশিত ‘হে সুন্দর! হায় অসুন্দর!!’ কাব্যগ্রন্থের কবিতা। কবিতাটি আমাদের বাংলায় টাইপ করে পাঠিয়েছেন কবির বিশেষ স্নেহভাজন, “ক্ষেপচুরিয়াস” পত্রিকার সম্পাদক শ্রী জুবিন ঘোষ। তাঁর ইমেল : jubgho@gmail.com । কবির পাশাপাশি আমরা তাঁর কাছেও কৃতজ্ঞ।
দূরে ওই পাহাড়, দিগন্ত জুড়ে – অস্পষ্ট ঝাপসা কাছে এই টিলা, ছোটো, স্পষ্ট কত কী মনে পড়ছে, কর কী মনে পড়ছে না কালকা মেলে ভোর নামছে।
রাগ কবি দীপক রায় মিলনসাগরে প্রকাশ কাল ১৭.৫.২০১৮। ২০০৩ সালে প্রকাশিত ‘হে সুন্দর! হায় অসুন্দর!!’ কাব্যগ্রন্থের কবিতা। কবিতাটি আমাদের বাংলায় টাইপ করে পাঠিয়েছেন কবির বিশেষ স্নেহভাজন, “ক্ষেপচুরিয়াস” পত্রিকার সম্পাদক শ্রী জুবিন ঘোষ। তাঁর ইমেল : jubgho@gmail.com । কবির পাশাপাশি আমরা তাঁর কাছেও কৃতজ্ঞ।
যেন সে শোনে না আমার মৃত্যু যেন সে আসে না মৃত্যুশয্যায়।
শান্তি কবি দীপক রায় মিলনসাগরে প্রকাশ কাল ১৭.৫.২০১৮। ২০০৩ সালে প্রকাশিত ‘হে সুন্দর! হায় অসুন্দর!!’ কাব্যগ্রন্থের কবিতা। কবিতাটি আমাদের বাংলায় টাইপ করে পাঠিয়েছেন কবির বিশেষ স্নেহভাজন, “ক্ষেপচুরিয়াস” পত্রিকার সম্পাদক শ্রী জুবিন ঘোষ। তাঁর ইমেল : jubgho@gmail.com । কবির পাশাপাশি আমরা তাঁর কাছেও কৃতজ্ঞ।
কালপুরুষের নিচে দাঁড় করিয়ে রেখেছ কতদিন – দেখে যাও আজও শিয়রের কাছে সাক্ষী আছে শুকতারা।
কী যে হয়েছিল মনে নেই, মনে আছে শুধু পথ চলা কবি দীপক রায় মিলনসাগরে প্রকাশ কাল ১৭.৫.২০১৮। ২০০৩ সালে প্রকাশিত ‘হে সুন্দর! হায় অসুন্দর!!’ কাব্যগ্রন্থের কবিতা। কবিতাটি আমাদের বাংলায় টাইপ করে পাঠিয়েছেন কবির বিশেষ স্নেহভাজন, “ক্ষেপচুরিয়াস” পত্রিকার সম্পাদক শ্রী জুবিন ঘোষ। তাঁর ইমেল : jubgho@gmail.com । কবির পাশাপাশি আমরা তাঁর কাছেও কৃতজ্ঞ।
দুপুরের ঠিক কিছু পরে কী যে হয়েছিল মনে নেই মনে নেই ঠিক কারা ছিল মনে আছে শুধু ছায়া ছিল। # তুমি ছিলে নাকি তারা ছিল বিকেলের খুব কাছাকাছি। মনে আছে শুধু বহুরূপী মাঠ পেরিয়েছে টলোমলো। # ভুসোমাখা মুখ, খালিপায়ে কিছু কিছু কথা ডালমালা। উড়োজাহাজটি ঊড়েছিল আর সবকিছু এলোমেলো। # সারা বিকেল কি মাঠে ঘোরা? শুধু মনে আছে সাঁঝনামা শুধু মনে আছে তারা ফোঁটা মনে আছে শুধু পথ চলা। # কেউ কেঁদেছিল, মনে আছে ? আরো কিছু কিছু মেঘমালা বেলা হয়েছিল মেঘে মেঘে মনে হল আজ সারা বেলা।