কবি দীপক রায়ের কবিতা
আলো
কবি দীপক রায়
মিলনসাগরে প্রকাশ কাল ১৭.৫.২০১৮। ২০০৬ সালে প্রকাশিত ‘জগন্নাথের জীবন চরিত’
কাব্যগ্রন্থের কবিতা। কবিতাটি আমাদের বাংলায় টাইপ করে পাঠিয়েছেন কবির বিশেষ
স্নেহভাজন, “ক্ষেপচুরিয়াস” পত্রিকার সম্পাদক শ্রী জুবিন ঘোষ। তাঁর ইমেল
:
jubgho@gmail.com । কবির পাশাপাশি আমরা তাঁর কাছেও কৃতজ্ঞ।


বৃষ্টির মাঝখানে দাঁড়িয়ে থাকি
ঝড়ের মাঝখানে দাঁড়িয়ে থাকি
মহামারির মাঝখানে দাঁড়িয়ে থাকি
আমি জগন্নাথ।
#
লাঞ্ছনার মাঝখানে দাঁড়িয়ে থাকি
তিরস্কারের মাঝখানে দাঁড়িয়ে থাকি
অপমানের মাঝখানে দাঁড়িয়ে থাকি
আমি জগন্নাথ।
#
কাল সকালে কি নতুন আলো আসবে ?
.            এক নতুন আলো
.            আমি জগন্নাথ।

.                     ****************               
.                                                                                  
সূচীতে . . .   


মিলনসাগর
*
জগন্নাথ ১
কবি দীপক রায়
মিলনসাগরে প্রকাশ কাল ১৭.৫.২০১৮। ২০০৬ সালে প্রকাশিত ‘জগন্নাথের জীবন চরিত’
কাব্যগ্রন্থের কবিতা। কবিতাটি আমাদের বাংলায় টাইপ করে পাঠিয়েছেন কবির বিশেষ
স্নেহভাজন, “ক্ষেপচুরিয়াস” পত্রিকার সম্পাদক শ্রী জুবিন ঘোষ। তাঁর ইমেল
:
jubgho@gmail.com । কবির পাশাপাশি আমরা তাঁর কাছেও কৃতজ্ঞ।


যেখানে জল কুটিল আবর্তে ঘোরে
সেখান থেকে সে পালায়
সেখানে আলোর সঙ্গে অন্ধকার মেশে
সেখান থেকে সে পালায়

.                     ****************               
.                                                                                  
সূচীতে . . .   


মিলনসাগর
*
জগন্নাথ ১
কবি দীপক রায়
মিলনসাগরে প্রকাশ কাল ১৭.৫.২০১৮। ২০০৬ সালে প্রকাশিত ‘জগন্নাথের জীবন চরিত’
কাব্যগ্রন্থের কবিতা। কবিতাটি আমাদের বাংলায় টাইপ করে পাঠিয়েছেন কবির বিশেষ
স্নেহভাজন, “ক্ষেপচুরিয়াস” পত্রিকার সম্পাদক শ্রী জুবিন ঘোষ। তাঁর ইমেল
:
jubgho@gmail.com । কবির পাশাপাশি আমরা তাঁর কাছেও কৃতজ্ঞ।


জগন্নাথকে চেনা খুব সহজ।
সবাই সারাদিন কত কথা বলে
জগন্নাথ কোন কথা বলে না, সে শুধু চুপ করে শোনে।
সকলে কত তর্ক করে আর উত্তেজিত হয়
জগন্নাথ উত্তেজিত হয় না।
সকলে হাত পা ছোঁড়ে
সে শুধু তাকিয়ে তাকিয়ে দেখে।
#
প্রতিদিন নতুন পরিকল্পনা, নতুন উৎসাহ, নতুন কৌশল
জগন্নাথ ভাবে, একদিন সব ঠিক হয়ে যাবে
.             সে কাউকে কিচ্ছু বলে না
জগন্নাথকে চেনা খুব সহজ।

.                     ****************               
.                                                                                  
সূচীতে . . .   


মিলনসাগর
*
রামু মস্তান  
কবি দীপক রায়
মিলনসাগরে প্রকাশ কাল ১৭.৫.২০১৮। ২০০৬ সালে প্রকাশিত ‘জগন্নাথের জীবন চরিত’
কাব্যগ্রন্থের কবিতা। কবিতাটি আমাদের বাংলায় টাইপ করে পাঠিয়েছেন কবির বিশেষ
স্নেহভাজন, “ক্ষেপচুরিয়াস” পত্রিকার সম্পাদক শ্রী জুবিন ঘোষ। তাঁর ইমেল
:
jubgho@gmail.com । কবির পাশাপাশি আমরা তাঁর কাছেও কৃতজ্ঞ।


রামু মস্তান নিজে বাইক চালায় না
সে শুধু বাইকের পেছনে বসে থাকে
#
রামু মস্তান নিজে ভাষণ দেয় না
সে শুধু কখনো কখনো দু’চারটে কথা বলে থাকে।
#
রামু দোকানে যায় না বাজার করে না অফিস যায় না
সে ব্যবসা করে না, সে কিচ্ছু করে না।
#
রামু পুলিশের কাছে যায় না নেতার কাছে যায় না
পুলিশই তার কাছে আসে নেতাও তার কাছে আসে।
সে যত টেলিফোন করে তার থেকেও বেশি টেলিফোন সে পায়।
তার মাথার মধ্যে শুধু একটা হিসেব, একটা ব্লু প্রিন্ট।
#
রামু মস্তান্নিজে বাইক চালায় না
সে শুধু বাইকের পেছনে বসে থাকে।

.                     ****************               
.                                                                                  
সূচীতে . . .   


মিলনসাগর
*
অপেক্ষা
কবি দীপক রায়
মিলনসাগরে প্রকাশ কাল ১৭.৫.২০১৮। ২০০৬ সালে প্রকাশিত ‘জগন্নাথের জীবন চরিত’
কাব্যগ্রন্থের কবিতা। কবিতাটি আমাদের বাংলায় টাইপ করে পাঠিয়েছেন কবির বিশেষ
স্নেহভাজন, “ক্ষেপচুরিয়াস” পত্রিকার সম্পাদক শ্রী জুবিন ঘোষ। তাঁর ইমেল
:
jubgho@gmail.com । কবির পাশাপাশি আমরা তাঁর কাছেও কৃতজ্ঞ।


সমস্ত আকাশ নক্ষত্রময় হয়ে উঠলে ডাক আসবে
জগন্নাথ অপেক্ষা করে।

.                     ****************               
.                                                                                  
সূচীতে . . .   


মিলনসাগর
*
ছোটো ইতিহাস
কবি দীপক রায়
মিলনসাগরে প্রকাশ কাল ১৭.৫.২০১৮। ২০০৬ সালে প্রকাশিত ‘জগন্নাথের জীবন চরিত’
কাব্যগ্রন্থের কবিতা। কবিতাটি আমাদের বাংলায় টাইপ করে পাঠিয়েছেন কবির বিশেষ
স্নেহভাজন, “ক্ষেপচুরিয়াস” পত্রিকার সম্পাদক শ্রী জুবিন ঘোষ। তাঁর ইমেল
:
jubgho@gmail.com । কবির পাশাপাশি আমরা তাঁর কাছেও কৃতজ্ঞ।


সে চেষ্টা করেছিল। সে পারেনি।
সকালে। দুপুরে। বিকেলে। সন্ধ্যায়।
সে চেষ্টা করেছিল। সে পারে নি।
সকালে বৃষ্টি হলে। দুপুরে রোদ উঠলে। বিকেলে মেঘ করলে
আর রাত্রে হিম পড়লে।
#
সে চেষ্টা করেছিল। সে পারে নি।
সে শৈশবে পারে নি। সে কৈশোরে পারে নি। সে যৌবনে পারে নি
আর পৌঢ়ত্বে এসেও সে পারে নি।
#
সে চেষ্টা করেছিল। সে পারে নি।
সে চেষ্টা করেছিল আর সে যে পারে নি
.                    এটুকুই লিখে যেতে চায় সে।

.                     ****************               
.                                                                                  
সূচীতে . . .   


মিলনসাগর
*
ব্ল্যাকবোর্ড
কবি দীপক রায়
মিলনসাগরে প্রকাশ কাল ১৭.৫.২০১৮। ২০০৮ সালে প্রকাশিত ‘আকুল ঘন্টা বাজে আনন্দ
পাঠশালায়’ কাব্যগ্রন্থের কবিতা। কবিতাটি আমাদের বাংলায় টাইপ করে পাঠিয়েছেন
কবির বিশেষ স্নেহভাজন, “ক্ষেপচুরিয়াস” পত্রিকার সম্পাদক শ্রী জুবিন ঘোষ। তাঁর ইমেল
:
jubgho@gmail.com । কবির পাশাপাশি আমরা তাঁর কাছেও কৃতজ্ঞ।


বারো নম্বর ঘরে রঙ করা হয়েছে
.            লাগানো হয়েছে নতুন ব্ল্যাকবোর্ড।
আমি সেই ব্ল্যাকবোর্ডে প্রথম লিখব
কাল আমার বন্ধু এসে মুছে দেবে সব
সে আবার লিখবে অনেক কিছু
সে লিখবে, বোঝাবে অনেক কিছু
পরদিন আমি বা অন্য কেউ মুছে ফেলব সব
নতুন লেখা লিখব আবার।
ব্ল্যাকবোর্ড এরকমই। লেখা হয় যা,
.              মুছে ফেলা হয় তার সবটুকু।

.                     ****************               
.                                                                                  
সূচীতে . . .   


মিলনসাগর
*
জং বাহাদুর
কবি দীপক রায়
মিলনসাগরে প্রকাশ কাল ১৭.৫.২০১৮। ২০০৮ সালে প্রকাশিত ‘আকুল ঘন্টা বাজে আনন্দ
পাঠশালায়’ কাব্যগ্রন্থের কবিতা। কবিতাটি আমাদের বাংলায় টাইপ করে পাঠিয়েছেন
কবির বিশেষ স্নেহভাজন, “ক্ষেপচুরিয়াস” পত্রিকার সম্পাদক শ্রী জুবিন ঘোষ। তাঁর ইমেল
:
jubgho@gmail.com । কবির পাশাপাশি আমরা তাঁর কাছেও কৃতজ্ঞ।


তুমি আমাকে ঘন্টা বাজানো শিখিয়ে দেবে, জং বাহাদুর ?
#
শুরুর ঘন্টা একরকম – সে তখন সবাইকে ডাকে
পরের ঘন্টা তো প্রহরে প্রহরে জাগরণের।
আর ছুটির ঘন্টা ?
.             সে তো এক হাজার প্রাণের হিল্লোল।
#
ছোটবেলার বাস কন্ডাক্টর হবার স্বপ্ন
.            সে তো শুধু সুর করে লোক ডাকার লোভ
.                       ঘণ্টা বাজানোর লোভ
#
তুমি আমায় আনন্দ পাঠশালার
.            ঘণ্টা বাজানো শিখিয়ে দেবে জং বাহাদুর ?

.                     ****************               
.                                                                                  
সূচীতে . . .   


মিলনসাগর
*
নিষ্ক্রমণ
কবি দীপক রায়
মিলনসাগরে প্রকাশ কাল ১৭.৫.২০১৮। ২০০৮ সালে প্রকাশিত ‘আকুল ঘন্টা বাজে আনন্দ
পাঠশালায়’ কাব্যগ্রন্থের কবিতা। কবিতাটি আমাদের বাংলায় টাইপ করে পাঠিয়েছেন
কবির বিশেষ স্নেহভাজন, “ক্ষেপচুরিয়াস” পত্রিকার সম্পাদক শ্রী জুবিন ঘোষ। তাঁর ইমেল
:
jubgho@gmail.com । কবির পাশাপাশি আমরা তাঁর কাছেও কৃতজ্ঞ।


পূর্ণিমা তিথি। মাহেন্দ্র যোগ
১৭ই চৈত্র, সোমনাথ, ১৪১৪
অপরাহ্ন ৪|০০ ঘটিকা
ইংরাজি ৩১শে মার্চ, সোমবার
.          ২০০৮ অপরাহ্ন ৪|০০ ঘটিকা
.          তার নিষ্ক্রমণ।
পূর্ণিমা তিথি। আকাশ পরিষ্কার।
উষ্ণ বাতাস। মহেন্দ্র যোগ।

.          সামান্য কোলাহল। তার নিষ্ক্রমণ।

.                     ****************               
.                                                                                  
সূচীতে . . .   


মিলনসাগর
*
এই সময়  
কবি দীপক রায়
মিলনসাগরে প্রকাশ কাল ১৭.৫.২০১৮। ২০০৮ সালে প্রকাশিত ‘আকুল ঘন্টা বাজে আনন্দ
পাঠশালায়’ কাব্যগ্রন্থের কবিতা। কবিতাটি আমাদের বাংলায় টাইপ করে পাঠিয়েছেন
কবির বিশেষ স্নেহভাজন, “ক্ষেপচুরিয়াস” পত্রিকার সম্পাদক শ্রী জুবিন ঘোষ। তাঁর ইমেল
:
jubgho@gmail.com । কবির পাশাপাশি আমরা তাঁর কাছেও কৃতজ্ঞ।


এসময় – যখন ইঞ্জিনের শব্দ হয় খুব
কেউ কিছু শুনতে পায় না
যখন ডেকের ওপর থরথর করে কাঁপতে থাকে সবকিছু
.          কাউকে ছুঁতে গেলে ছোঁয়া যায় না।
#
পাঁচ লাইনের বেশি ছ’লাইন লিখতে সাহস হয় না সে-সময়।

.                     ****************               
.                                                                                  
সূচীতে . . .   


মিলনসাগর
*