মনজিৎ বাওয়া কবি দীপক রায় মিলনসাগরে প্রকাশ কাল ১৭.৫.২০১৮। ২০০৮ সালে প্রকাশিত ‘আকুল ঘন্টা বাজে আনন্দ পাঠশালায়’ কাব্যগ্রন্থের কবিতা। কবিতাটি আমাদের বাংলায় টাইপ করে পাঠিয়েছেন কবির বিশেষ স্নেহভাজন, “ক্ষেপচুরিয়াস” পত্রিকার সম্পাদক শ্রী জুবিন ঘোষ। তাঁর ইমেল : jubgho@gmail.com । কবির পাশাপাশি আমরা তাঁর কাছেও কৃতজ্ঞ।
চিত্রকর মনজিৎ বাওয়া ঢিলেঢালা পোশাক পরতেন রোজ। সেদিনই শুধু সুট প্যান্ট টাই-এ সেজেগুজে কোনো ছবির প্রদর্শনী থেকে বাড়ি ফিরছিলেন। সেদিনই গাড়ির ভেতর চলে পড়লেন তিনি। তিন বছর কোমায় থেকে কদিন আগে . চলে গেলেন মনজিৎ # তাঁর ছবিতে আকাশ ছিল লাল, মাটির রঙ গাঢ় হলুদ। . স্বপ্নের মতো উজ্জ্বল চোখ ছিল তাঁর। # সাজগোজ করে মৃত্যুর দিকে যাওয়া শিখিয়েছেন চিত্রকর মনজিৎ বাওয়া।
সুইসাইড নোট কবি দীপক রায় মিলনসাগরে প্রকাশ কাল ১৭.৫.২০১৮। ২০০৮ সালে প্রকাশিত ‘আকুল ঘন্টা বাজে আনন্দ পাঠশালায়’ কাব্যগ্রন্থের কবিতা। কবিতাটি আমাদের বাংলায় টাইপ করে পাঠিয়েছেন কবির বিশেষ স্নেহভাজন, “ক্ষেপচুরিয়াস” পত্রিকার সম্পাদক শ্রী জুবিন ঘোষ। তাঁর ইমেল : jubgho@gmail.com । কবির পাশাপাশি আমরা তাঁর কাছেও কৃতজ্ঞ।
তোমার সাইসাইড নোট কোনোদিন পড়ব না আর একথা ভেবে আমার গোপন ফাইলের নিচে তাকে আমি লুকিয়ে রেখেছিলাম। বছরে একবার তবু গোপন ফাইল থেকে তোমার সুইসাইড নোট বের করি। সবটা পড়তে পারি না – দ্রুত ‘পুনশ্চ’য় চলে যাই ‘—লু সুনের বইটা অমলকাকাকে ফেরৎ দিও রাত্রে শোবার আগে ওষুধ খেতে ভুলে যেও না’ # আর কিছু ভাবতে পারনি তুমি ?
দু’জনে একাকী কবি দীপক রায় মিলনসাগরে প্রকাশ কাল ১৭.৫.২০১৮। ২০০৮ সালে প্রকাশিত ‘আকুল ঘন্টা বাজে আনন্দ পাঠশালায়’ কাব্যগ্রন্থের কবিতা। কবিতাটি আমাদের বাংলায় টাইপ করে পাঠিয়েছেন কবির বিশেষ স্নেহভাজন, “ক্ষেপচুরিয়াস” পত্রিকার সম্পাদক শ্রী জুবিন ঘোষ। তাঁর ইমেল : jubgho@gmail.com । কবির পাশাপাশি আমরা তাঁর কাছেও কৃতজ্ঞ।
নির্জনে নিরন্তর আমরা দু’জনে আজ পথ হাঁটব শুধু নির্জনে নিরন্তর আজ শুধু পথ হাঁটা শুধুই মুগ্ধতা, আমাদের কথা নেই কোনো আমরা দু’জনে আজ একা একা পথ হাঁটার নির্জন আনন্দ অনেকক্ষণ হাঁটব শুধু আমরা দু’জন একাকী। # অনেকক্ষণ হাঁটার পর এক নদীর সঙ্গে দেখা হবে আমাদের নির্জন নদীর ধারে দু’জনে অনেকক্ষণ বসে থাকা শুধু সন্ধ্যা না-হওয়া পর্যন্ত বসে থাকা আমাদের তারা না-ফোটা পর্যন্ত অপেক্ষা আমাদের চুপচাপ বসে থাকা আমাদের আজ বসে থাকা অকারণ শুধু দু’জনেই আজ আমরা একা এবং একা।
প্রেমের কবিতা ২০০৫ কবি দীপক রায় মিলনসাগরে প্রকাশ কাল ১৭.৫.২০১৮। ২০০৮ সালে প্রকাশিত ‘আকুল ঘন্টা বাজে আনন্দ পাঠশালায়’ কাব্যগ্রন্থের কবিতা। কবিতাটি আমাদের বাংলায় টাইপ করে পাঠিয়েছেন কবির বিশেষ স্নেহভাজন, “ক্ষেপচুরিয়াস” পত্রিকার সম্পাদক শ্রী জুবিন ঘোষ। তাঁর ইমেল : jubgho@gmail.com । কবির পাশাপাশি আমরা তাঁর কাছেও কৃতজ্ঞ।
আমার ছিল ব্যক্তিগত তোমার সবই নৈর্ব্যক্তিক আমার ছিল ঘর-উঠোন তোমার যেন সবই চাই। # আমার ছিল ভোরের আলো তোমার জন্য সারাটা দিন আমার ছিল রাংতা মুকুট তোমার চাই সিংহাসন। # আমার ছিল মেঘ-মেদুর তোমার জন্য অনেক রোদ আমার শুধু কী হয় কী হয় তোমার খুশি নিরন্তর। # আমার ছিল হলুদ জবা তোমার হাজার লাল গোলাপ আমার ছোটো জিজ্ঞাসা আর তোমার বলা অন্তহীন। # আমার ছিল ছোট্ট সুখ তোমার চাই দেশ বিজয় আমার গোপন দুঃখ ছিল সেসব কথা বলব না।
রাত্রি বারোটায় কবি দীপক রায় মিলনসাগরে প্রকাশ কাল ১৭.৫.২০১৮। ২০০৮ সালে প্রকাশিত ‘আকুল ঘন্টা বাজে আনন্দ পাঠশালায়’ কাব্যগ্রন্থের কবিতা। কবিতাটি আমাদের বাংলায় টাইপ করে পাঠিয়েছেন কবির বিশেষ স্নেহভাজন, “ক্ষেপচুরিয়াস” পত্রিকার সম্পাদক শ্রী জুবিন ঘোষ। তাঁর ইমেল : jubgho@gmail.com । কবির পাশাপাশি আমরা তাঁর কাছেও কৃতজ্ঞ।
রাত্রি বারোটায় কাদের দোতলায় কীসের ঝমঝম শব্দ শোনা যায় কীসের আওয়াজে উঠেছি চমকে ভেঙ্গেছে কাঁচা ঘুম রাত্রি বারোটায় সিঁড়িতে বগিথালা গড়িয়ে নামছে সমূহ সর্বনাশ হল যে কার নিশুতি রাতে কেন এমন শব্দ হল কাদের রণতরি ডুবে যায়।
মৃত্যু বিষয়ে দু’ছত্র কবি দীপক রায় মিলনসাগরে প্রকাশ কাল ১৭.৫.২০১৮। ২০০৮ সালে প্রকাশিত ‘আকুল ঘন্টা বাজে আনন্দ পাঠশালায়’ কাব্যগ্রন্থের কবিতা। কবিতাটি আমাদের বাংলায় টাইপ করে পাঠিয়েছেন কবির বিশেষ স্নেহভাজন, “ক্ষেপচুরিয়াস” পত্রিকার সম্পাদক শ্রী জুবিন ঘোষ। তাঁর ইমেল : jubgho@gmail.com । কবির পাশাপাশি আমরা তাঁর কাছেও কৃতজ্ঞ।
শেষ নিঃশ্বাস নেবার আগেও স্বপ্ন দেখব . ব্রেখট, আপনারা মতো . কিছুকাল ভাবছি আমিও।
সেলাই মেশিন কবি দীপক রায় মিলনসাগরে প্রকাশ কাল ১৭.৫.২০১৮। ২০০৮ সালে প্রকাশিত ‘আকুল ঘন্টা বাজে আনন্দ পাঠশালায়’ কাব্যগ্রন্থের কবিতা। কবিতাটি আমাদের বাংলায় টাইপ করে পাঠিয়েছেন কবির বিশেষ স্নেহভাজন, “ক্ষেপচুরিয়াস” পত্রিকার সম্পাদক শ্রী জুবিন ঘোষ। তাঁর ইমেল : jubgho@gmail.com । কবির পাশাপাশি আমরা তাঁর কাছেও কৃতজ্ঞ।
সারাদিন শুধু জানলার পাশে সেলাই মেশিন নিয়ে বসে থাকো সকালের সঙ্গে দুপুর আর বিকেলের সঙ্গে রাত্রি জুড়ে দাও। শোকের সঙ্গে শোকগাথা জুড়ে দাও? সুখের সঙ্গে দুঃখকেও, তোমার সেলিম মেশিনে ? # তোমার সেলাই মেশিনের শব্দ শুনতে শুনতে . আমার স্নায়ু অবশ হয়ে আসে। আমি তখন সমুদ্রের ধারে যাই, পাহাড়ে যাই আর ফিরে এসে দেখি সেলাই মেশিন নিয়ে . তখনো বসে আছ তুমি একা একা
বিদুরকে কবি দীপক রায় মিলনসাগরে প্রকাশ কাল ১৭.৫.২০১৮। ২০১০ সালে প্রকাশিত ‘মহাভারতের বিষাদ গাথা’ কাব্যগ্রন্থের কবিতা। কবিতাটি আমাদের বাংলায় টাইপ করে পাঠিয়েছেন কবির বিশেষ স্নেহভাজন, “ক্ষেপচুরিয়াস” পত্রিকার সম্পাদক শ্রী জুবিন ঘোষ। তাঁর ইমেল : jubgho@gmail.com । কবির পাশাপাশি আমরা তাঁর কাছেও কৃতজ্ঞ।
‘ধর্ম’ আর আপনি অভিন্ন ছিলেন . -- এই তথ্য জানা গেছে শেষে। লোভ ও দাম্ভিকতার মাঝে আপনার ভূমিকা . মাঝে মাঝে পালাগানে বিবেকের মতো। # মহামতি বিদুর, আপনি শুরু থেকে শেষ অবধি . কী নিঃসঙ্গ, কী অসহায় – একাকী। গভীর অরণ্যে অনাহারে মৌনব্রতে থেকে, অন্তিমে বিলীন আপনি। # তুচ্ছ পুঁথিকায় আমি – আপনাকে প্রণাম।
মহাভারত ১ কবি দীপক রায় মিলনসাগরে প্রকাশ কাল ১৭.৫.২০১৮। ২০১০ সালে প্রকাশিত ‘মহাভারতের বিষাদ গাথা’ কাব্যগ্রন্থের কবিতা। কবিতাটি আমাদের বাংলায় টাইপ করে পাঠিয়েছেন কবির বিশেষ স্নেহভাজন, “ক্ষেপচুরিয়াস” পত্রিকার সম্পাদক শ্রী জুবিন ঘোষ। তাঁর ইমেল : jubgho@gmail.com । কবির পাশাপাশি আমরা তাঁর কাছেও কৃতজ্ঞ।
বেদনা ও নিঃসঙ্গতা নিয়ে রচিত . এক বি ষা দ গা থা যা শুরু থেকে শেষ পর্যন্ত মহাপ্রস্থানের দিকে যাত্রার প্রস্তুতি শুধু।
মহাভারত ১ কবি দীপক রায় মিলনসাগরে প্রকাশ কাল ১৭.৫.২০১৮। ২০১০ সালে প্রকাশিত ‘মহাভারতের বিষাদ গাথা’ কাব্যগ্রন্থের কবিতা। কবিতাটি আমাদের বাংলায় টাইপ করে পাঠিয়েছেন কবির বিশেষ স্নেহভাজন, “ক্ষেপচুরিয়াস” পত্রিকার সম্পাদক শ্রী জুবিন ঘোষ। তাঁর ইমেল : jubgho@gmail.com । কবির পাশাপাশি আমরা তাঁর কাছেও কৃতজ্ঞ।
আঠারোদিন পর শেষ হয়েছিল মহাভারতের যুদ্ধ . আমাদের যুদ্ধে কোনো পরিণতি নেই . কোনো কালসীমা নেই