কবি দীপক রায়ের কবিতা
আবছা
কবি দীপক রায়
মিলনসাগরে প্রকাশ কাল ১৭.৫.২০১৮। ২০১১ সালে প্রকাশিত ‘নিঝুম হয়েছে গাছপালা’
কাব্যগ্রন্থের কবিতা। কবিতাটি আমাদের বাংলায় টাইপ করে পাঠিয়েছেন কবির বিশেষ
স্নেহভাজন, “ক্ষেপচুরিয়াস” পত্রিকার সম্পাদক শ্রী জুবিন ঘোষ। তাঁর ইমেল
:
jubgho@gmail.com । কবির পাশাপাশি আমরা তাঁর কাছেও কৃতজ্ঞ।


বাঁশবাগানের ধারে      একটু উঁচু জমি     আবছা মনে পড়ে
শ্যাওলা ধরা ইটে       একটু ঘেরা জমি    আবছা মনে পড়ে
ছোট মাটির ঘোড়া      ছড়িয়ে আছে কেন   দরগা পিরের মাঠে
জ্বালানো মোমবাতি     কাঁপতে থাকে রাতে  মনে পড়ছে খুব
#
শহর পার করে        বনের কাছাকাছি      মনে পড়ল খুব।

.                                ****************               
.                                                                                  
সূচীতে . . .   


মিলনসাগর
*
মৃত্যু
কবি দীপক রায়
মিলনসাগরে প্রকাশ কাল ১৭.৫.২০১৮। ২০১১ সালে প্রকাশিত ‘নিঝুম হয়েছে গাছপালা’
কাব্যগ্রন্থের কবিতা। কবিতাটি আমাদের বাংলায় টাইপ করে পাঠিয়েছেন কবির বিশেষ
স্নেহভাজন, “ক্ষেপচুরিয়াস” পত্রিকার সম্পাদক শ্রী জুবিন ঘোষ। তাঁর ইমেল
:
jubgho@gmail.com । কবির পাশাপাশি আমরা তাঁর কাছেও কৃতজ্ঞ।


‘মৃত্যু এত যে মধুর – আগে জেনেছিল কে?’
-- সুইসাইড নোটে এই কথা লিখে
.              ইলামবাজার জঙ্গলের দিকে
.                                 চলে গিয়েছিল সে
#
নিঝুম হয়েছে গাছপালা   মেঘ ঝুঁকে দেখেছিল তাকে।

.                                ****************               
.                                                                                  
সূচীতে . . .   


মিলনসাগর
*
আশংকা   
কবি দীপক রায়
মিলনসাগরে প্রকাশ কাল ১৭.৫.২০১৮। ২০১১ সালে প্রকাশিত ‘নিঝুম হয়েছে গাছপালা’
কাব্যগ্রন্থের কবিতা। কবিতাটি আমাদের বাংলায় টাইপ করে পাঠিয়েছেন কবির বিশেষ
স্নেহভাজন, “ক্ষেপচুরিয়াস” পত্রিকার সম্পাদক শ্রী জুবিন ঘোষ। তাঁর ইমেল
:
jubgho@gmail.com । কবির পাশাপাশি আমরা তাঁর কাছেও কৃতজ্ঞ।


যে ভয় থেকে রাত্রে মোবাইল বন্ধ রাখ
.           সেই সেলফোন কাল খুলে রেখেছিলে কেন ?
আবছা ঘুমের মধ্যে বারবার কীসের শঙ্কায় জেগে উঠেছিলে ?
#
শুধু ভোরবেলা একটু বেশি ঘুমের ভেতর
দু’বার তিন বার ডেকে ঊথেছিল কাক, চমকে উঠেছিলে।

.                                ****************               
.                                                                                  
সূচীতে . . .   


মিলনসাগর
*
কলেরগান টয়গান   
কবি দীপক রায়
মিলনসাগরে প্রকাশ কাল ১৭.৫.২০১৮। ২০১১ সালে প্রকাশিত ‘নিঝুম হয়েছে গাছপালা’
কাব্যগ্রন্থের কবিতা। কবিতাটি আমাদের বাংলায় টাইপ করে পাঠিয়েছেন কবির বিশেষ
স্নেহভাজন, “ক্ষেপচুরিয়াস” পত্রিকার সম্পাদক শ্রী জুবিন ঘোষ। তাঁর ইমেল
:
jubgho@gmail.com । কবির পাশাপাশি আমরা তাঁর কাছেও কৃতজ্ঞ।


‘কলেরগান বাজছে কোথায়
কোন পাহাড়ি উপত্যকার অন্তরালে চলে যাচ্ছে টয় ট্রেন
.        ঝিকঝিক আওয়াজে বিকেল থেকে সন্ধ্যা হচ্ছে
#
কানে কানে কে আমায় বলেছিল ওখানে বিপদ
.        কীসের বিপদ সে আমাকে বলেনি কিছুই।

.                                ****************               
.                                                                                  
সূচীতে . . .   


মিলনসাগর
*
ঝড়
কবি দীপক রায়
মিলনসাগরে প্রকাশ কাল ১৭.৫.২০১৮। ২০১৪ সালে প্রকাশিত ‘গৃহযুদ্ধের উঠোনে রচিত’
কাব্যগ্রন্থের কবিতা। কবিতাটি আমাদের বাংলায় টাইপ করে পাঠিয়েছেন কবির বিশেষ
স্নেহভাজন, “ক্ষেপচুরিয়াস” পত্রিকার সম্পাদক শ্রী জুবিন ঘোষ। তাঁর ইমেল
:
jubgho@gmail.com । কবির পাশাপাশি আমরা তাঁর কাছেও কৃতজ্ঞ।


তুলেছ রিসিভার – কথা বলছ না কেন ?
.         সমুদ্রের ঝড় বইছে ওখানে – কথা বলছ না কেন?
#
ওখানে কাক ডাকছে, শুনতে পাচ্ছি।
.        কিছু একটা বলো
আলো কমে আসছে – কিছু বলো।
কাক ডাকছে এখানেও
.                সন্ধ্যা নামছে
শব্দহীন জেটবিমান বাদামি রেখা এঁকে
.                ক্রমশ দূরে – আরও দূরে
#        
.                কিছু বলো…

.                                ****************               
.                                                                                  
সূচীতে . . .   


মিলনসাগর
*
আখ্যান
কবি দীপক রায়
মিলনসাগরে প্রকাশ কাল ১৭.৫.২০১৮। ২০১৪ সালে প্রকাশিত ‘গৃহযুদ্ধের উঠোনে রচিত’
কাব্যগ্রন্থের কবিতা। কবিতাটি আমাদের বাংলায় টাইপ করে পাঠিয়েছেন কবির বিশেষ
স্নেহভাজন, “ক্ষেপচুরিয়াস” পত্রিকার সম্পাদক শ্রী জুবিন ঘোষ। তাঁর ইমেল
:
jubgho@gmail.com । কবির পাশাপাশি আমরা তাঁর কাছেও কৃতজ্ঞ।


কমলকুমার আজ আরও উন্মত্ত ও আগ্রাসী। বনবিহারী
আরও শান্ত ও উদাসীন।
.       ঊর্মিমালা আরও আক্রান্ত ও মেঘে ঢাকা।
#
এরপর আর কিছু জিজ্ঞাসা করেনি সে।

.                                ****************               
.                                                                                  
সূচীতে . . .   


মিলনসাগর
*
হাইওয়ে    
কবি দীপক রায়
মিলনসাগরে প্রকাশ কাল ১৭.৫.২০১৮। ২০১৪ সালে প্রকাশিত ‘গৃহযুদ্ধের উঠোনে রচিত’
কাব্যগ্রন্থের কবিতা। কবিতাটি আমাদের বাংলায় টাইপ করে পাঠিয়েছেন কবির বিশেষ
স্নেহভাজন, “ক্ষেপচুরিয়াস” পত্রিকার সম্পাদক শ্রী জুবিন ঘোষ। তাঁর ইমেল
:
jubgho@gmail.com । কবির পাশাপাশি আমরা তাঁর কাছেও কৃতজ্ঞ।


আকাশ অচেনা ছিল।
দিগন্তে নৈঃশব্দ্য ছিল।
চশমা ছিটকে পড়েছিল রাস্তার পাশে
ঝোপের ওপর
শব্দহীন একটি বিমান উড়ে গিয়েছিল
#
সন্ধ্যে নেমেছিল ধীরে, হাইওয়ের ওপরে
#
.             ট্রাকের শব্দ…
.                 আবার ট্রাকের শব্দ…

.                                ****************               
.                                                                                  
সূচীতে . . .   


মিলনসাগর
*
পাহাড় ১   
কবি দীপক রায়
মিলনসাগরে প্রকাশ কাল ১৭.৫.২০১৮। ২০১৪ সালে প্রকাশিত ‘গৃহযুদ্ধের উঠোনে রচিত’
কাব্যগ্রন্থের কবিতা। কবিতাটি আমাদের বাংলায় টাইপ করে পাঠিয়েছেন কবির বিশেষ
স্নেহভাজন, “ক্ষেপচুরিয়াস” পত্রিকার সম্পাদক শ্রী জুবিন ঘোষ। তাঁর ইমেল
:
jubgho@gmail.com । কবির পাশাপাশি আমরা তাঁর কাছেও কৃতজ্ঞ।


কিছুকাল মনে থাকবে তাকে
.       যে দিয়েছে আখরোট
.             সুইসাইড পয়েন্টের বাঁকে
#
ঝোড়োহাওয়া বইছে যখন
.      কমে গেছে গোধুলিতে আলো
সে বলেছে পাহাড়ের এত উঁচু
.      হোটেলেই ফিরে যাওয়া ভালো

.                                ****************               
.                                                                                  
সূচীতে . . .   


মিলনসাগর
*
কথা   
কবি দীপক রায়
মিলনসাগরে প্রকাশ কাল ১৭.৫.২০১৮। ২০১৪ সালে প্রকাশিত ‘গৃহযুদ্ধের উঠোনে রচিত’
কাব্যগ্রন্থের কবিতা। কবিতাটি আমাদের বাংলায় টাইপ করে পাঠিয়েছেন কবির বিশেষ
স্নেহভাজন, “ক্ষেপচুরিয়াস” পত্রিকার সম্পাদক শ্রী জুবিন ঘোষ। তাঁর ইমেল
:
jubgho@gmail.com । কবির পাশাপাশি আমরা তাঁর কাছেও কৃতজ্ঞ।


সব কথা    বলছ ভেবো না
বলেছি কি   নিজে সব কথা
#
কিছু কথা   হাওয়ায় ভেসেছে
কিছু কথা   রয়ে গেছে ঠোঁটে
#
আর কিছু   মেঘে ভেসেছিল
#
কোনো কথা  ঘুমের ভেতর
কোনো কথা  অনৃত ভাষণ
#
কিছু কথা    দুপুর বিকেল
কিছু কথা    আড়াল চেয়েছে
#
বাকি কথা   জোনাকির আলো

.                         ****************               
.                                                                                  
সূচীতে . . .   


মিলনসাগর
*
ফেরিওলা   
কবি দীপক রায়
মিলনসাগরে প্রকাশ কাল ১৭.৫.২০১৮। ২০১৪ সালে প্রকাশিত ‘গৃহযুদ্ধের উঠোনে রচিত’
কাব্যগ্রন্থের কবিতা। কবিতাটি আমাদের বাংলায় টাইপ করে পাঠিয়েছেন কবির বিশেষ
স্নেহভাজন, “ক্ষেপচুরিয়াস” পত্রিকার সম্পাদক শ্রী জুবিন ঘোষ। তাঁর ইমেল
:
jubgho@gmail.com । কবির পাশাপাশি আমরা তাঁর কাছেও কৃতজ্ঞ।


এক অনিশ্চিন্ত ফেরিওলার সঙ্গে দেখা হয়
.             এক অনিশ্চিন্ত বসন্তের সন্ধ্যায়

.                         ****************               
.                                                                                  
সূচীতে . . .   


মিলনসাগর
*