কবি দীপক রায়ের কবিতা
এমনি দিনে তাকে  
কবি দীপক রায়
মিলনসাগরে প্রকাশ কাল ১৭.৫.২০১৮। ২০১৪ সালে প্রকাশিত ‘গৃহযুদ্ধের উঠোনে রচিত’
কাব্যগ্রন্থের কবিতা। কবিতাটি আমাদের বাংলায় টাইপ করে পাঠিয়েছেন কবির বিশেষ
স্নেহভাজন, “ক্ষেপচুরিয়াস” পত্রিকার সম্পাদক শ্রী জুবিন ঘোষ। তাঁর ইমেল
:
jubgho@gmail.com । কবির পাশাপাশি আমরা তাঁর কাছেও কৃতজ্ঞ।


এমনি দিনে তাকে            বলা যায়
যখন তরীটি মাঝ            দরিয়ায়
কী কথা কী ছিল কথা        মনে নেই
কী বলি কী বলি তাকে      স্মরণেই
আসে না আসে না তবু      আসে ঝড়
আকূলে ভেবেছি তাকে      নিজ-পর !
#
বিজলি চমকি শুধু            ওঠে হায়
শ্রাবণ আঁধারে মেঘ         ভেসে যায়
কত যে কাহিনি ছিল         বলিবার
কত যে না-বলা কথা         কহিবার !
#
কী কথা তাহার সাথে         তার সাথে
ভেসেছে যে দুটি মেঘ       মাঝরাতে
কেন যে পড়ে না মনে       ভাবি আজ
কথার ভেতরে ছিল          কারুকাজ !
#  
কেন যে পড়ে না মনে       দিন যায়
এমনি সঘন ঘোর             বরিষায়
আঁধারে-আলোতে কারে     বলি হায়
বিজলি ক্রমশ শুধু              চমকায়

.                                ****************               
.                                                                                  
সূচীতে . . .   


মিলনসাগর
*
উশ্রী নদীর ধারে     
কবি দীপক রায়
মিলনসাগরে প্রকাশ কাল ১৭.৫.২০১৮। ২০১৪ সালে প্রকাশিত ‘গৃহযুদ্ধের উঠোনে রচিত’
কাব্যগ্রন্থের কবিতা। কবিতাটি আমাদের বাংলায় টাইপ করে পাঠিয়েছেন কবির বিশেষ
স্নেহভাজন, “ক্ষেপচুরিয়াস” পত্রিকার সম্পাদক শ্রী জুবিন ঘোষ। তাঁর ইমেল
:
jubgho@gmail.com । কবির পাশাপাশি আমরা তাঁর কাছেও কৃতজ্ঞ।


বনভোজনের ধোঁয়া উড়ছে
.           বনের ভেতর
নদী থেকে জল আনতে গিয়ে
.           দেখা হল তার সঙ্গে
কথা বলছি নদীর পাড়ে দাঁড়িয়ে
.            কথা আর ফুরোচ্ছে না…
#
ওদিকে বনের ভেতর ধোঁয়া উড়ছে
কিছুতেই জল নিয়ে
.            ফিরতে পারছি না
ধোঁয়া কাছে আগুনের কাছে
#
কথা আর ফুরোচ্ছে না…

.                                ****************               
.                                                                                  
সূচীতে . . .   


মিলনসাগর
*
আমার কবিতার চিত্রশিল্পী    
কবি দীপক রায়
মিলনসাগরে প্রকাশ কাল ১৭.৫.২০১৮। ২০১৪ সালে প্রকাশিত ‘গৃহযুদ্ধের উঠোনে রচিত’
কাব্যগ্রন্থের কবিতা। কবিতাটি আমাদের বাংলায় টাইপ করে পাঠিয়েছেন কবির বিশেষ
স্নেহভাজন, “ক্ষেপচুরিয়াস” পত্রিকার সম্পাদক শ্রী জুবিন ঘোষ। তাঁর ইমেল
:
jubgho@gmail.com । কবির পাশাপাশি আমরা তাঁর কাছেও কৃতজ্ঞ।


পাঁচ বছরের বিবি আমার পদ্যের খাতায় চুপি চুপি ছবি এঁকেছে
কবিতার নাম – ‘কে’ – ও তার পাশে দু-হাত তোলা একটা লোক এঁকেছে
কবিতার নাম – ‘সুবর্ণরেখা’ – ও তিনটে গাছ এঁকেছে।
কবিতার নাম – ‘পাহাড়’ – ও একটা নদী এঁকেছে।
কবিতার নাম – ‘ফেরিওলা’ – ও একটা বাড়ি এঁকেছে।
#
কীভাবে কবিতা লেখা হয়। কীভাবে বসন্ত ফুরোয়। চৈত্রের হাওয়া বইতে থাকে
কেন ভোর তিনটেয় টেলিফোন বাজতে থাকে
.          কেন টেলিফোন ধরতে পারি না
#
বিবিকে বলি তুমি ছবি আঁক। কীভাবে কবিতা হয়
.          কীভাবে যে কবিতা লেখা হয়…

.                                ****************               
.                                                                                  
সূচীতে . . .   


মিলনসাগর
*
হাইওয়ে    
কবি দীপক রায়
মিলনসাগরে প্রকাশ কাল ১৭.৫.২০১৮। ২০১৪ সালে প্রকাশিত ‘গৃহযুদ্ধের উঠোনে রচিত’
কাব্যগ্রন্থের কবিতা। কবিতাটি আমাদের বাংলায় টাইপ করে পাঠিয়েছেন কবির বিশেষ
স্নেহভাজন, “ক্ষেপচুরিয়াস” পত্রিকার সম্পাদক শ্রী জুবিন ঘোষ। তাঁর ইমেল
:
jubgho@gmail.com । কবির পাশাপাশি আমরা তাঁর কাছেও কৃতজ্ঞ।


এক শুক্রবারের দিকে চেয়ে থাকি
শুক্রবার কিন্তু রবিবার নয়। রবিবার বনভোজনের দিন। গির্জায় যাবার দিন।
রবিবার আনন্দের দিন।
এক শুক্রবারের দিকে চেয়ে থাকি।
শনিবারের দিকে নয়। শনিবার কিন্তু রবিবারের আগের দিন। আনন্দের
.                                                      আনন্দের দিন।
আনন্দের অপেক্ষার দিন।
সোম মঙ্গল বুধ নয়।
কোনো রঙিন দিন নয় শুক্রবার।
.               এক শুক্রবারের দিকে চেয়ে থাকি।

.                                ****************               
.                                                                                  
সূচীতে . . .   


মিলনসাগর
*