কবি দীপ্তি বন্দ্যোপাধ্যায়ের কবিতা যে কোন গানের উপর ক্লিক করলেই সেই গানটি আপনার সামনে চলে আসবে।
|
অমৃতরূপার অমৃত গন্ধমাখা
দীপ্তি বন্দ্যোপাধ্যায়
অমৃতরূপার অমৃত গ
স্বপ্নপরীরা মেলেছে স্ব
শরৎ শিউলি ঝরে ঝরে
অমিতরূপার আঁখিতে
ছোট্ট মানবিকা
. বাবার বুকের
. মাযের ললাটী
‘নান্নাবুড়া’ নাম রেখেছে
নামের সংখ্যা হাতে কি
‘বিরাট বুদাই’ নাম রে
আরও কি নাম দেবে
সেজদা জেঠু নাম রেখেছে পুঞ্চু সেজদা জেঠু তর্কবাগীশ চঞ্চু
আসবে যখন আনবে কত খেলনা বলবে এমন মেয়ে কি হয় ফেলনা॥
ভুলি কি করে ওমুখখানি,
চাঁদের মত মুখ যাহার,
স্বর্গপুরের অপ্সরী না গুলিস্তানের গুলবাহার॥
মিষ্টিবাবার মিষ্টিমেয়ে মাজননী দেবমাতা
ধরার বুকে নামল এসে আশীর্বাদে সুস্নাতা॥
ছোট্ট দু’টি হাতের মুঠোয় কি যাদু যে কে জানে,
কাছে গেলেই পড়বে ধরা কে জানে ভাই এর মানে॥
রূপে গুণে অতুলনা ক’অক্ষরে বর্ণিব
সত্যি বলে সব ভেবো না একটু তারে রঙ দিব।
ছোট্ট দু’টি পায়ের তলায় হাজার সুরের ছন্দ যে
কান্না শুনে গান না পিলু বেগম (আখতার) পড়েন ধন্দে যে॥
আরও কত বলার আছে ধীরে ধীরে প্রকাশ্য,
নিন্দুকেরা মুখ লুকিয়ে যতই হাসুক কুহাস্য।
আমি ত’ ভাই মায়ায় ভুলে আছি হাজার মাইল দুরে
বিচ্ছেদে যে কাতর আমি বলব তাহা কোন সুরে।
ছবি ছড়ায় লিখব পুঁথি একটুকু মা ধৈর্য ধর,
পরীক্ষান্তে মিলবে ছুটি তখন পাব অবসর॥
. ******************
. সুচিতে...
মিলনসাগর
অমিতউপার বায়না
দীপ্তি বন্দ্যোপাধ্যায়
অমিতউপার বায়না, চাঁদটা নিয়ে আয়না,
. তবেই খাবে ভাত।
. বাবার মাথায় হাত
ছুটতে হবে নাসা, মিলনসাগর.কম্ তবেই পাবে খাসা,
. রকেট একখানা।
মা হেসে কয় মুখ্যুমিলনসাগর.কম্ চাঁদের জন্য দুঃখ,
. করার মানে কি ?
চাঁদ কি আনা যায় মিলনসাগর.কম্ নীল আকাশের গায়ে
. তার যে বাসাখানি।
সেজদি পিসি বলল এসেমিলনসাগর.কম্ কাঁদে কেন মানিক ?
. চাঁদের জন্য বায়না নাকি
. রোসো একটু খানিক।
সেজদি পিসি নিয়ে এল আয়না মিলনসাগর.কম্
মিলনসাগর.কম্ আকাশে চাঁদ আর ত’ দেখা যায় না,
চাঁদ যে এবার নেমে এল ঘরে,মিলনসাগর.কম্
মিলনসাগর.কম্ অমিতউপার হাসিমুখটি ভরে॥
. ******************
. সুচিতে...
মিলনসাগর
অমিতউপা কোথায় যায় ?
দীপ্তি বন্দ্যোপাধ্যায়
অমিতউপা কোথায় যায় ? মামা
মামা বাড়ী আছেন কি ? আছেন
মামাবাড়ী কোথায় রে ? বরানগ
বাজার থেকে কি আনবে ? --- আচ্ছা দাঁড়াও নিই ভেবে।
“লালজুতুয়া, নীল শাড়ী, দম দেওয়া লাল রেল গাড়ী”
চলবে না চলবে না, ওতে পাথর গলবে না---
তবে কি চাই যন্ত্রগণক, আলোক-জ্বলা শতেক চমক---
ঠিক ধরেছ, চালাক ভারী,
. জলদি লে আও তাড়াতাড়ি---
একবিংশ এই শতকে
. এছাড়া কি মানায় ওকে।
. ******************
. সুচিতে...
মিলনসাগর
একটুও থেমে নেই
সানাইটা বেজেছে
লাল ফুল নীল ফুল
আর বেনারসীটাও
আয়োজন সব শেষ
এইবার পাড় পাত
যেটি খাবে সেটি কই
এত যার জন্য -----
জেঠুরা তটস্ত॥
যা খুঁজে আন না।
তাতেই সে কুপোকাৎ॥
নাচে ধিন ধিননা॥
“বেশী করে দাও ঘি,
হওয়া চাই খাঁটিটা॥
তাতে মন রয় না ?
পাওয়া হবে মুশকিল।”
পিসিদের হস্ত
আলপনা আঁকা চাই।
ছোটপিও এসেছে
হবে কি কানের দুল ?
কিনে নিয়ে এসো তাও
বাঃ তবে বেশ বেশ॥
মুখে তুলে দাও ভাত
আজ মহা হৈ চৈ
দীপ্তি বন্দ্যোপাধ্যায়
অমিতউপা অমিতউপা
এ কৈ ও কৈ
বড় দেখে আন পাত
বাজার সমস্ত
হাঁক ডাক কোলাহল
বাবা মহা ব্যস্ত
কই গেল বড়মা
মেজমার পায়ে বাত
রাঙামা ও ছোটমা
সেজ জেঠু বলে কি
পায়েসের বাটিটা
এনেছি ত’ গয়না