কবি দীপ্তি বন্দ্যোপাধ্যায়ের কবিতা যে কোন গানের উপর ক্লিক করলেই সেই গানটি আপনার সামনে চলে আসবে।
|
আচ্ছা কেমন চোখদুখানি
লাবণ্যটি অঙ্গে কেমন
চিকন গাছের চিকন পাতা
আচ্ছা কেমন লেখাপড়ি ?
শুনলে ত’ খুব গুণ ও রূপ
আরও চাও ত’ বলতে পারি ---
আচ্ছা বল কোথায় বাস ?
দুই গাঁয়েতেই আমার ঘর।
মেজাজ কেমন ? দিব্বি খুশী
এটা একটু বাড়াবাড়ি
সব কিছুরই থাকুক সীমা---
আলোর খেলা নীল আসমানি
যেথায় যেটি মানায় যেমন।
আলোর দিকে তুলছে মাথা
বই ছেঁড়া তে হাতেখড়ি।
এইটুকুতেই সবাই চুপ
এতই কি আর তাড়াতাড়ি।
অঙ্কআস্ক করতে শিখেছ কি পুঁথিপত্র মেলাই করে জড়ো,
বাবার কাছে শিখছ ম্যাথমেটিক্স মায়ের কাছে হাসপাতালে যাওয়া
ইঞ্জেকশনের সিরিঞ্জ হাতে নিয়ে রোগীর হাতে ছুঁচ ফুটিয়ে দেওয়া ?
এই কবিতাটি সরাসরি মিলনসাগর.কম থেকে কপি পেস্ট করা হয়েছে
বলবে তুমি মেজদি পিপি শোন
. এত বড় হইনি ত’ এখনও
হয়নি আমার এখনও ভাত খাওয়া
. গায়ে তবে জোর পাব কি কোনও
বয়স আমার মোটে পাঁচটি মাস
. অঙ্কআস্ক পড়ব কেমন করে ?”
অ-অজগর শেখার পালা এলে
. তখন কিন্তু রইব নাক দূরে ---
অমিতউপা তোমার কথা ভাবি
. সারাটা দিন সকাল সন্ধ্যা দুপুর
এখন তুমি ফুলের বনে বনে
. চঞ্চল পায়ে বাজাও কি নুপুর ?
মিলনসাগর.কম্ মিলনসাগর.কম্
অমিতউপা অমিতউপা শোন
কাটে কেমন তোমার সন্ধ্যা দিন
অদিতি আর অমিত জ্যোতির ঘরে
বাজিয়ে যাও কোন রাগিণীর বীণ
অমিতউপা আসবে তুমি কবে
দিন কেটে যায় সেই কথাটি ভেবে।
. ******************
. সুচিতে...
মিলনসাগর
মা শোনাবে গল্প
মেজদিপিপি লিখবে ছড়া
কিন্তু অল্প অল্প।
. ******************
. সুচিতে...
মিলনসাগর
বয়স কত ? সাতটি মাস
দীপ্তি বন্দ্যোপাধ্যায়
অমিতউপা তোমায় মনে পড়ে
এক যে মেয়ে দেখন হাসি
নাম কি দিলে চাঁদিনী
দীপ্তি বন্দ্যোপাধ্যায়
নাম কি দিলে চাঁদিনী