কবি দ্বিজেন্দ্রলাল রায়ের - জন্ম হয় নদিয়ার কৃষ্ণনগরের | পিতা দেওয়ান কার্তিকেয় চন্দ্র, মার্গ
সঙ্গীতের বিশিষ্ট গায়ক ছিলেন | কবি মাত্র ৫ বছর বয়স থেকেই হারমোনিয়াম বাজিয়ে গান গাইতে শুরু
করেন এবং ৯ বছর বয়স থেকেই তাঁর আনুষ্ঠানিকভাবে সঙ্গীত শিক্ষা শুরু হয় |

১৮৮২ সালে হুগলী কলেজ থেকে বি এ পাশ করেন এবং ১৮৮৪ সালে কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে
ইংরেজীতে এম এ পাশ করেন | এর পর তিনি কৃষিবিদ্যা পড়তে বিলেত যাত্রা করেন | সেখানে থাকার সময়
তিনি পরিচিত হন পাশ্চাত্য সঙ্গীতের সাথে |

বিলেত থেকে ফিরে তাঁর কর্মজীবন শুরু হয় |  প্রায় ২৭ বত্সর কালের কর্ম জীবনে, সেটেলমেন্ট অফিসার,
ডেপুটি ম্যাজিস্ট্রেট, ইনস্পেক্টর, ল্যান্ড রেকর্ডস এন্ড এগ্রিকালচারাল ডাইরেকটার ইত্যাদি নানান
সরকারী পদে তিনি কাজ করেছিলেন | ১৯০৫ সালের বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে তিনি সক্রিয় ভূমিকা
নিয়েছিলেন এবং সেই সময় তিনি অনেক গান রচনা করেন যা এখনও বাঙালীর অতি প্রিয় |

এরই সাথে সাথে তাঁর সাহিত্য চর্চা সমান্তরালভাবে চলেছিল |  তাঁর প্রথম গ্রন্থ প্রকাশ হয় যখন তাঁর বয়স
মাত্র ১৯ বছর ছিল | তিনি একাধারে কবিতা, গান, প্রবন্ধ, নাটক সৃষ্টি করে গেছেন | তাঁর নাটক মীর কাসেম
(১৯০৬), ছত্রপতি (১৯০৭),  সিরাজুদ্দৌলা (১৯০৯),  মেবারপতন, সাজাহান (১৯১০), চন্দ্রগুপ্ত
(১৯১১) উল্লেখনীয় | তাঁর কবিতার বিষয় মূলত দেশ ভক্তি, প্রেমভাব, তাত্বিক ভাবনাচিন্তা ইত্যাদি |

তাঁর সুরারোপিত সঙ্গীত বাঙালীর অতি প্রিয় 'দ্বিজেন্দ্র গীতি' |



আমরা
মিলনসাগরে  তাঁর কবিতা প্রকাশিত করে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারলে আমাদের এই
প্রচেষ্টা সার্থক বলে মনে করবো।

কবি দ্বিজেন্দ্রলাল রায়ের মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন

.                     
.            
উত্স:   ডঃ শিশির কুমার দাশ, সংসদ সাহিত্য সঙ্গী ২০০৩,      
.                        
শর্মিষ্ঠা সেন    



আমাদের ই-মেল
- srimilansengupta@yahoo.co.in      

...