কবি ডলি দাশগুপ্ত – জন্মগ্রহণ করেন অবিভক্ত বাংলার খুলনা জেলার মূলঘর গ্রামে। পিতা দিগেন্দ্রনাথ
সেন ও মাতা সাবিত্রী রানি দেবী।
কবি বাংলা সাহিত্যে স্নাতকোত্তর। তিনি সম্প্রতি কলেজের অধ্যাপনা থেকে অবসর গ্রহণ করেছেন। তিনি
প্রথমে উড়িষ্যার শৈলবালা উইমেনস কলেজ ও পরে দক্ষিণ চব্বিশ পরগণার বিদ্যানগর কলেজে শিক্ষকতা
করেছেন এবং সেখান থেকেই অবসর গ্রহণ করেন।
কবির নেশা দেশ-ভ্রমণ ও লেখালেখি। কবির প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে “দেশ বিদেশের কথা” নামে
ভ্রমণ-পুস্তক। এছাড়া তিনি ২০১১-এ রবীন্দ্র পুরস্কার প্রাপ্ত কবি পবিত্র মুখোপাধ্যায়-এর উপর তিনটি গবেষণা
গ্রন্থ প্রকাশ করেন --- “কবিতার কালপুরুষ”, “পবিত্র মুখোপাধ্যায়-এর কবিতায় মিথ” এবং “বর্ণময় কবি
পবিত্র”।
আমরা মিলনসাগরে কবি ডলি দাশগুপ্তর কবিতা তুলতে পেরে আনন্দিত।
কবি ডলি দাশগুপ্তর মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।
উত্সঃ কবির সঙ্গে বিভিন্ন সময়ে নেওয়া সাক্ষাত্কার। মিলনসাগরের পক্ষে সাক্ষাত্কারগুলি নিয়েছেন
. মিলন সেনগুপ্ত।
আমাদের ই-মেল - srimilansengupta@yahoo.co.in
এই পাতা প্রকাশ - ২০.৪.২০১৪
...