গোপনে ঝিলিক |

.       ******************     
.                                                                              
সূচিতে . . .   


মিলনসাগর
কবি দ্রোণাচার্য ঘোষের কবিতা
*
শুধু ভিজে চারপাশ রক্ত ঝরা বুলেটের দানে,
মানুষের কান্না তবু বলে এক বেদনার গানে
পৃথিবীর শেষ স্বপ্নে প’ড়ে আছে নুরুলের শব |

.                ******************     
.                                                                              
সূচিতে . . .   


মিলনসাগর
*

.                ******************     
.                                                                              
সূচিতে . . .   


মিলনসাগর
*
.                             দীর্ঘশ্বাস -----
অন্ধকার রাতের সূচনা |

তবু এই রাত ভেঙে, সুদ ভেঙে
তেলেঙ্গানার কৃষক বলেছে মুক্তির পথ
নকশালবাড়ির রোদ, উপায়-----
সশস্ত্র সংগ্রামে দৃঢ় আলোর উদ্ভাস
জনতার গূঢ় সংগঠনে
মুক্তি তার হেসে উঠবে উজ্জ্বল চরিত্রে  ||

.                ******************     
.                                                                              
সূচিতে . . .   


মিলনসাগর
*
গভীর বিশ্বাসে জ্বলে সশস্ত্র বিপ্লব |
মুক্তি এই এক পথে, অন্য কোনো শব্দ নেই বুকের ভেতর |

.                ******************     
.                                                                              
সূচিতে . . .   


মিলনসাগর
*
সশস্ত্র কৃষক যুদ্ধ | জনযুদ্ধের পথেতেই শোষণ উচ্ছেদ
আর গরম ভাতের মতন রক্তের অভিষেক ||

.                ******************     
.                                                                              
সূচিতে . . .   


মিলনসাগর
*
শোষণ ছিঁড়তে যুদ্ধই চিরকাল |

তবে তাই হোক, তোমার গভীরে যাবার কালেই প্রিয়
কৃষিবিপ্লবী লড়ার জন্য মোহহীন দোলা দিও |
সংগঠনের শক্তিতে হয়ে দুর্দম দুর্বার
আজকে চাই যে নতুন দিনের তরবারি ক্ষুরধার |

.                ******************     
.                                                                              
সূচিতে . . .   


মিলনসাগর
*

.                   ******************     
.                                                                              
সূচিতে . . .   


মিলনসাগর
*

.       ******************     
.                                                                              
সূচিতে . . .   


মিলনসাগর
*
এই পথে হোক আমাদের মৃত্যুই
এই রোদে হোক যত কিছু দেয়ানেয়া
লাল বয়সের রেখা বরাবর দৃঢ় ||

.         ******************     
.                                                                              
সূচিতে . . .   


মিলনসাগর
*
স্মৃতি
কবি দ্রোণাচার্য ঘোষ
২৫ /  ৯ / ১৯৬৬
[ সমীক্ষা – ষষ্ঠ বর্ষ, প্রথম সঙ্কলন, মে ১৯৮৩ ]

উনিশের খেয়াঘাট আমিও হয়েছি পার
বিপ্লব জ্বলে
কবি দ্রোণাচার্য ঘোষ
[ পূর্বদেশ –দ্বিতীয় বর্ষ, ষষ্ঠ সংখ্যা, ১৩৭৫ ]

প্রত্যেক ঘরে গ’র্জে উঠছে
মাঠের ভিতর সন্ধ্যা এখন উজ্জ্বল
কবি দ্রোণাচার্য ঘোষ
১৯ / ০৩ / ১৯৬৮

মাঠের ভিতর সন্ধ্যা এখন উজ্জ্বল
আমাদের রাস্তাগুলো
কবি দ্রোণাচার্য ঘোষ
১৪ / ১২ / ১৯৬৮, গান্নেগড়
[ সমীক্ষা –ষষ্ঠবর্ষ, প্রথম সঙ্কলন, মে ১৯৮৩ ]

আমাদের রাস্তাগুলো ক্রমশই জটিল হাওয়ায়
গরম ভাতের মতন রক্তের অভিষেক
কবি দ্রোণাচার্য ঘোষ
১৪ / ১২ / ১৯৬৮

সারা সকাল উজ্জ্বল বয়স ব’লে দিচ্ছে পথ
তবে তাই হোক, তোমার গভীরে যাবার কালেই প্রিয়
কবি দ্রোণাচার্য ঘোষ
২৫  ১২  ১৯৬৮
[ সমীক্ষা- ষষ্ঠ বর্ষ, প্রথম সঙ্কলন, মে ১৯৮৩ ]

তবে তাই হোক, তোমার গভীরে যাবার কালেই প্রিয়
যেন এরকমই কৃষ্ণাময় জীবন
কবি দ্রোণাচার্য ঘোষ
১৭ / ১ / ১৯৬৯
   
এইবার শান দাও হাতিয়ার
কবি দ্রোণাচার্য ঘোষ
২০ / ৩ / ১৯৬৯
     
আলোয়  উদ্ভাসিত হলো তার স্বপ্ন
কবি দ্রোণাচার্য ঘোষ
২২ / ০৩ / ৬৯
[ সমীক্ষা –ষষ্ঠ বর্ষ,  প্রথম সঙ্কলন , মে ১৯৮৩ ]