অনন্ত আলোর দীপ্তি জ্বলে ওঠে আমাদের ক্রুদ্ধ কন্ঠস্বরে
অনন্ত আলোর রেখা সহস্র বিপ্লবে
এই সেই যাত্রাপথকঠিন নির্মম,
এই সেই যাত্রাপথ শোষণহীন আলো পেতে ||

.          ******************     
.                                                                              
সূচিতে . . .   


মিলনসাগর
কবি দ্রোণাচার্য ঘোষের কবিতা
*
মুখ ফেরানোর এরকম যুদ্ধ মনোমত |

যা কিছু জীবন তাই জীবন ভেঙেই ছোটে জীবনের কাছে
কার কি বয়স লেখা আছে
যথারীতি প্রমাণিত কাঁধের তফাতে----
কতখানি সীমানায় তার ‘ঠিক’ বাঁচে |

.          ******************     
.                                                                              
সূচিতে . . .   


মিলনসাগর
*
সিংহের ধূসর কেশর, সিংহীর অসমাপ্ত ভুক্তাবশিষ্ট---
বাতাসে বিলীন এক মোহের কামনা,
আশেপাশে ঝ’রে পড়ে অলৌকিক শিকারীর টোটা |

চারিদিকে গোপন গুহা, নষ্ট দাঁত, ভোঁতা ছুরি,
মাটিতে প’ড়ে আছে পুরোনো বন্দুকের নল ;
একটা কবিতার খাতা সিংহের শাবকের খেলার বিষয়

দূরেতে ঝরণার জলে তবু জ্বলে অপ্রাপ্য হীরকের স্তুপ |

.                  ******************     
.                                                                              
সূচিতে . . .   


মিলনসাগর
*
এক ক্লান্ত পদযাত্রা-শেষে তবু
তোমার শব্দের ভাষা, তোমার মুহূর্ত আর স্থির প্রাজ্ঞরেখা
আমার সর্বস্বে স্থিত,
বাউলের সন্নিকটে প্রগাঢ় ছবির মতো
ভীত আলোকের ছায়া
আর চোখে পড়ে না এখন
এখন সময় নেই আর |  ঘুরে আসি কোনো সমুদ্রের কাছ বরাবর |
শুধু এইভাবে বৃদ্ধ এক শরীরে মমতা,
শুধু এইভাবে গোলাপ ছেঁড়ার শব্দ---
যদিও আহত দেহে ছিল তোমার স্পর্শের সূক্ষ্ম রেশ ||

.                  ******************     
.                                                                              
সূচিতে . . .   


মিলনসাগর
*
অবশিষ্ট মানুষের হাড়---
দু’-একটা অলৌকিক শিল্পের আবেগ ;
ভীষণ দুর্দম স্বর নিহত সিংহের কাছে সিংহীর বাসনা
পরিচয়ে ক্রমশ বিলীন |

.          ******************     
.                                                                              
সূচিতে . . .   


মিলনসাগর
*
নিজের ইচ্ছাকৃত প্রতিজ্ঞা পালন করে |

.               ******************     
.                                                                              
সূচিতে . . .   


মিলনসাগর
*
বুকের খাঁচাতে গত কৌশলী প্রতিভা
সময়-সেতুতে শুধু পড়ে ঝরা পাতা
কুঞ্চিত গৌরবে শেষ বেনামী স্থাপত্য ||

.               ******************     
.                                                                              
সূচিতে . . .   


মিলনসাগর
*
অন্ধকারে মৃতশস্য চেয়ে চেয়ে ভিখারির রক্ত হয়ে ঝরা !
মানুষের মজ্জা-মেদ একসঙ্গে মুখে তুলে ত্যক্ত কাপালিক
গৃহের আলোর লোভ গেছে পৃথিবীর মাতৃক্রোড় ছেড়ে,
জলের ছায়ার নিচে সব পূঁথি বিসর্জিত ক’রে সে পথিক
তবুও হাঁটবে যেন ! অগাধ বৃষ্টির আলো সুখ থেকে ঝেড়ে
ছুড়ে দেবে ভবঘুরে মায়াবী সে সন্নাসীর বুক বরাবর
যেন শুধু এইভাবে অতর্কিতে লুপ্ত হয় প্রগাঢ় অক্ষর !

.                    ******************     
.                                                                              
সূচিতে . . .   


মিলনসাগর
*
মাঠ ঘাট সমস্তই লাল হয়ে ওঠে
কবি দ্রোণাচার্য ঘোষ
[ এসময়ের কবিতা নামক পত্রিকার প্রথম বর্ষের দ্বিতীয় সংকলনে প্রকাশিত ]

মাঠ ঘাট সমস্তই লাল হয়ে ওঠে
সমস্ত ঘটনাবলী
কবি দ্রোণাচার্য ঘোষ
[ ‘অসুখ’, শ্রাবণ ১৩৭৫, সম্পাদনা – হরিপদ রায় ও জগন্নাথ লাল ]

সমস্ত ঘটনাবলী বংশপরম্পরাগত
তোমার স্পর্শকে চিনি
কবি দ্রোণাচার্য ঘোষ
[ ‘অলিন্দ’,  ভাদ্র-আশ্বিন ১৩৭৮, সম্পাদক : প্রণবেন্দু দাশগুপ্ত ]

যদিও শরীরে ছিল তোমার স্পর্শের সূক্ষ্ম রেশ
প্রাগৈতিহাসিক
কবি দ্রোণাচার্য ঘোষ
[ আকাশ , ২য় বর্ষ , ১ম সংখ্যা , সম্পাদনা : পার্থপ্রতিম কাঞ্জিলাল ]

চারপাশে ছত্রাকার ভাঙা হাড়, অস্পৃশ্য কঙ্কাল
সেই যুবক
কবি দ্রোণাচার্য ঘোষ
[‘কবিতা সাপ্তাহিকী’, ১ম সঙ্কলন ১৩৭৫, সম্পাদনা –মৃণাল দেব ]

নীল শহরের মতন বারান্দা জেগেছিল অলৌকিক প্রবাসের কাছে
যতদূর অসম্ভব তদ্দুর হিংস্র ঈর্ষাপাতে
প্রায় আচ্ছন্ন সীমানা হাতের মধ্যে নিতে চাওয়া
.                                         কিংবা শশব্যস্তে
সেই ভবঘুরে তার সন্নিধানে ময়লা জামার গন্ধ
কিংবা যুবতী মেয়ের স্বাদ না পাওয়া কুকুর
অনেকক্ষণ এইভাবে কীডস্ ব্যাগ হাতে দাঁড়িয়ে
.                         দরজায় দরজায় নীরব কড়া নাড়া
কিছুই নয়, প্রায় প্রস্তুত বাসাবদলের গল্প শরীর ছড়াতে চাইলো
অতীত ভূমিতে সে
কবি দ্রোণাচার্য ঘোষ
[‘সাম্প্রতিক সাহিত্য’, শারদ সঙ্কলন ১৩৭৩ ]

এখানে দগ্ধ এক রাত্রির কৌশল

.           ******************     
.                                                                              
সূচিতে . . .   


মিলনসাগর
*

.           ******************     
.                                                                              
সূচিতে . . .   


মিলনসাগর
*
ঘাটেতে কিশোর একা
কবি দ্রোণাচার্য ঘোষ

হারিয়ে যাবো ভেবেছিলাম সাবালক কথার সীমানায়
হারিয়ে যাওয়া হলো না |
দীর্ঘবিলম্বিত নেশায় আচ্ছন্ন অ্যানিমিস্ট্ দের
.                                         জন্যে রাখা
সংস্কারগুলো কাঁধে তুলে নিয়ে
পুকুরেতে খোলামকুচির জল-মাছ খেলতে খেলতে
ব’লে উঠলাম :
.                 ‘অপার শূন্য অপার শূন্য অপার শূন্যলোক
.                 অদ্ভুত এক আঁধারের তলে অদ্ভুত এক শোক ||’
যেন সে চিরদিন
কবি দ্রোণাচার্য ঘোষ
[ সময়, ১০ জ্যৈষ্ঠ, দ্বিতীয় প্রকাশন, সম্পাদনা – শরৎ সুনীল নন্দী ও অন্যান্য ]

তখনও শয্যায় আলাপ পরিচিতি
জেগেছে নীল আলো পুরনো বাতিদানে---
আলাপ গেছে শোনা --- ‘কে আছে ঘরে দোরে ?’
এইরূপে অবশেষে
এইরকম পৃথিবীতে