কবি দ্বিজ-তনয়ার কবিতা
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।  www.milansagar.com
*
দ্বিজ-তনয়া রচিত “ঊর্ব্বশী” নাটকের গান

স্বর্গচ্যুতা ঊর্ব্বশীর অভাবে দেবরাজ ইন্দ্র বলছেন---

.        বিনে সে উর্ব্বশী রূপসী, স্বর্গে কি আর শোভা আছে!
.        জীবন, নয়ন, মন সুন্দরীর সঙ্গে গেছে ||
হায় সখা চিত্ররথ,                        আমার সে মনোরথ,
.        তাহে বিধি বিপরীত খেদে হৃদি বিদরিছে!
অভিশাপ দিলা মুনি,                        হয়ে ধনী তুরঙ্গিনী,
.        কাননে একাকিনী কিরূপেতে সে ভ্রমিতেছে!

.               ***************  
.                                                                                    
উপরে    


মিলনসাগর
*
দ্বিজ-তনয়া রচিত “ঊর্ব্বশী” নাটকের গান

বসন্ত আসিয়াছে | বসন্তের মধুর রূপ মাধুরীতে রম্ভার চিত্ত ব্যাকুল হয়েছে তাই মদন
দেবকে সম্বোধন করে গাইছেন---

বলি রতিপতি শোন্
নিবারণ করে দেরে মধুকরে
গুণ গুণ আগুন কেন করে বরিষণ ||
কুসুম সৌরভে রবে নারে প্রাণ,
সবে না শরীরে কোকিলের গান!
মলয় বাতাসে, মরিরে হুতাশে,
হুতাশন সুধাকরের কিরণ!

.               ***************  
.                                                                                    
উপরে    


মিলনসাগর
*
দ্বিজ-তনয়া রচিত “ঊর্ব্বশী” নাটকের গান

ঊর্ব্বশী দণ্ডিরাজার বিরহ-বেদন আশঙ্কায় বলছেন---

তোমারি অধিনী আমি, গুণমণি জান মনে |
বিনা দেখা প্রাণ সখা, বিচ্ছেদে বাঁচি কেমনে ||
নিতান্ত তব আশ্রিতা, যেন মীন জলাশ্রিতা,
চকোরিণী হরষিতা সুধাকর দরশনে |
চাতকিনী ঘন ঘন চাহে যেন নব ঘন
তোমারি হে প্রাণ ধন, সদা ভাবি মনে মনে |

.               ***************  
.                                                                                    
উপরে    


মিলনসাগর
*
দ্বিজ-তনয়া রচিত “ঊর্ব্বশী” নাটকের গান

দণ্ডিরাজার ঊর্ব্বশীর প্রণয় নিবেদনের উত্তরে বলছেন---

তোমাকে যে ভালবাসি, প্রেয়সি কি তা জাননা |
গেল রাজ্য, সে ঐশ্বর্য্য, তাহে করি না ভাবনা |
যাবত রব জীবনে, হব সুখী তব সনে,
অভিলাষ ছিল মনে, যদি বিধি প্রতিবাদী,
তবে আর কারে সাধি কে নাশিবে এ যাতনা।

.               ***************  
.                                                                                    
উপরে    


মিলনসাগর
*
দ্বিজ-তনয়া রচিত “ঊর্ব্বশী” নাটকের গান

ঊর্ব্বশীর পুনরুত্তর---

.                পয়ার

তবে আর প্রয়োজন নাহি এ জীবনে |
তেজিব জীবন আমি নাথ তব সনে ||
আমার বিচ্ছেদ তুমি সহিতে না পার |
সেই হেতু প্রাণ দিতে করিলে স্বীকার ||
আমার উপায় আর আছে কিহে সখা |
কি আসা. এত জ্বালা সয়ে প্রাণ রাখা ||
রেখেছিলে বহুদিন তোমা আশ্রমে |
প্রণয়ের পাশে মোরে বেঁধেছিলে ক্রমে ||
এখন তেজিয়ে তুমি প্রবেশিলে জলে |
দহিতেছে এ হৃদয় ঘোর দুখানলে ||
আমাদের প্রণয়েতে বাদী হন হরি |
কিন্তু তারে দেখাইব প্রাণ পরিহরি ||
তথাপি না ছাড়াছাড়ি হবে তহ সহ |
কে সহিবে বিচ্ছেদের যাতনা দুঃসহ ||
বালবাসা হবে আশা করেছিনু মনে |
গেল দুঃখ হল সুখ, রব তব সনে ||
সেইত অমরাবতী যথা মন সুখ ;
ভুলেছিনু সকলি হে চেয়ে তব মুখ ||
যে বদন ইন্দুনাথ শুকাইল ত্রাসে |
অভিমানে নয়ন কমল নীরে ভাসে ||
প্রাণের অধিক ভালবেসেছি যে জনে |
তাহার এতেক কষ্ট সহিব কেমনে ||
কেমন করিয়া আমি নয়নে দেখিব |
জীবন তেজিবে মোর জীবন বল্লভ ||
আজ্ঞা কর প্রাণনাথ ঘুচাই যাতনা |
আর কেহ কার লাগি ভাবিতে হবে না ||

.               ***************  
.                                                                                    
উপরে    


মিলনসাগর
*
দ্বিজ-তনয়া রচিত “ঊর্ব্বশী” নাটকের গান


.                বসন্ত গীত

সুখ বসন্ত কালে
সুখে সারী শুকে, থাকে মুখে মুখে, মনের সুখে ডাকে,
.                                ডালে কোকিলে ||
কুসুম কাননে অশোক করবী
গন্ধরাজ আর মল্লিকা মাধবী,
মুঞ্জরিছে কলি, গুঞ্জরিছে অলি, সুখে সরোজিনী
.                                ভাসে সলিলে ||
এ সুখ নিশিতে, হাসিতে খুশিতে, রতিপতি রসে ভাসিতে ভাসিতে,
যুবক যুবতী, মন সুখি অতি, বিরহিনী ভাসে চক্ষের জলে ||

.               ***************  
.                                                                                    
উপরে    


মিলনসাগর
*
দ্বিজ-তনয়া রচিত “উর্ব্বশী” নাটকের গান

ঊর্ব্বশীকে দেখে গীত

মরি কিবা চমত্কার হেরিনু নয়নে |
জগত জুড়িয়া আলো করে এ রমণী ধনে ||
ছদ্মবেশে তুরঙ্গিনী, হয়েছিল এ কামিনী,
পূর্ব্বজন্ম ফলে দণ্ডী লভেছিল কাননে |
অনুমান হয় ধনী, না হইবে মায়াবিনী, বরষি
আনন্দসুধা মোহিছে জগত জনে |

.               ***************  
.                                                                                    
উপরে    


মিলনসাগর
*
দ্বিজ-তনয়া রচিত “উর্ব্বশী” নাটকের গান

ঊর্ব্বশী-বিদায় উপলক্ষে দণ্ডীরাজ বলছেন---

কি কব মনেরই কথা, সকলি রহিল মনে |
এমন হইবে শেষে, না জানি কখন জ্ঞানে ||
কি আর জানাব আমি, জানেন অন্তরযামী,
শুনিয়া তোমার বাণী, যে করে আমার প্রাণে |
করেছিনু এক আশা, ঘটিল আর এক দশা,
বিষম স্বপন ধনী, দেখালে অধীর জনে ||

.               ***************  
.                                                                                    
উপরে    


মিলনসাগর
*
দ্বিজ-তনয়া রচিত “উর্ব্বশী” নাটকের গান

বিরহ-ব্যথিতা নারী গাইছেন---

মরি মদন হুতাশে |
করে পঞ্চবাণ, করিয়ে সন্ধান, বিরহিণীর প্রাণ, বধিতে এসে ||
পিক মধুকর তাহার কিঙ্কর, করের কারণে পীড়ে নিরন্তর ;
পূর্ণশশধর, যের বিষধর, বিষদৃষ্টি করে থেকে আকাশে |
ত্রাসে করযুড়ে করিগো মিনতি, বলি রতিপতি, শুনরে দুর্গতি ;
যে ছিল সংগতি, নাইরে সংহতি, আছি বিচ্ছেদব্রতী পতি বিদেশে ||

.               ***************  
.                                                                                    
উপরে    


মিলনসাগর