এক আলোকবর্ষ ধরে
কবি ফুল্লরা মুখোপাধ্যায়

এক আলোকবর্ষ ধরে হাঁটছি
হাতের মুঠোয় গ্লোব
হাতছানি দিচ্ছে আটলানটিকা
আমরা একটা আগুনের গোলা।
এক আলোকবর্ষ ধরে খুঁজছি।
জলটা রক্তাক্ত হয়ে গেছে।
জল পান করা যায় না এখন আর
নোনা স্বাদ খাবারের কণায়।
মুখে তোলা যায় না একটাও
এক আলোকবর্ষ ধরে দেখছি
কবিতার বইগুলো পুড়ছে
আরও প্রতিবাদ চাই লেখায়
বিষের দোকান তৈরি হচ্ছে
রেললাইনের পাশে উটকো ভিড়
মাছি বসবার জায়গা নেই।
প্রতিদিন অফিস যেতে দেরী হয়
মাঝে মাঝে ঝিম ঝিম নেশা
এক আলোকবর্ষ ধরে ভাবছি।

.     
    ******************     
.                                                                              
সূচিতে . . .   


মিলনসাগর
কবি ফুল্লরা মুখোপাধ্যায়ের কবিতা
*
নোনাদের কাহিনী
কবি ফুল্লরা মুখোপাধ্যায়

নোনা বাতাসের পোড়া রক্তের ধোঁয়া
সমুদ্র তটে বালি মাখামাখি দু’হাত
ঝিনুকের মালা গাঁথা, সরাসরি বড় হওয়া
কূল কিনারা ছুঁতে না পারা একটা ক্যানভাস
নিজের মনের মতো নৌকা চালানো সারাদিন
আর সূর্যোদয়ের জন্য অপেক্ষার দীর্ঘশ্বাস।
ওদের শরীরগুলো জল-খাবার ছাড়াই বেড়ে ওঠে,
সারাদিন ঝিনুক খোঁজা আর ছড়ানো।
রূপকথার মতো সাজানো সারা সমুদ্রতটে
রাতে জলগুলো আরো গভীরে গিয়ে বাসা বাঁধে
কোনো কোনো সময়ে উড়িয়ে দিয়ে যায় চালা
তবুও নোনা বাতাসের জীবন চলে সাথে
বেড়ে ওঠে ওরা নোনার জাবন ছাঁদে॥

.         ******************     
.                                                                              
সূচিতে . . .   


মিলনসাগর
*