কবি ফুল্লরা মুখোপাধ্যায় – জন্মগ্রহণ করেন পশ্চিমবঙ্গের হুগলী জেলার শ্রীরামপুরে।
কবি বাংলা সাহিত্যে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে থেকে স্নাকোত্তর।
তিনি ছোটবেলা থেকেই কবিতায় উত্সাহী। নিয়মিত ছোট পত্র-পত্রিকায় লিখে আসছেন। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে “ঠাণ্ডা বারুদ”, “গাংচিলের পলকটা” প্রভৃতি।
আমরা মিলনসাগরে কবি ফুল্লরা মুখোপাধ্যায়ের কবিতা তুলে আনন্দিত।