কবি ফুল্লরা মুখোপাধ্যায় – জন্মগ্রহণ করেন পশ্চিমবঙ্গের হুগলী জেলার শ্রীরামপুরে।

কবি বাংলা সাহিত্যে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে থেকে স্নাকোত্তর।

তিনি ছোটবেলা থেকেই কবিতায় উত্সাহী। নিয়মিত ছোট পত্র-পত্রিকায় লিখে আসছেন। তাঁর প্রকাশিত
কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে “ঠাণ্ডা বারুদ”, “গাংচিলের পলকটা” প্রভৃতি।

আমরা
মিলনসাগরে  কবি ফুল্লরা মুখোপাধ্যায়ের কবিতা তুলে আনন্দিত।


কবি ফুল্লরা মুখোপাধ্যায়ের মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন


উত্স - নমিতা চৌধুরীঅনিন্দিতা বসু সান্যাল সম্পাদিত, মহিলা কবিদের বাংলা কবিতার সংকলন
.        “দামিনি ১৪০০ – ২০০০”।   
 
কবির ফেসবুক পাতা -
www.facebook.com/pages/Fullora-Mukhopadhyay/122358811268156    


আমাদের ই-মেল -
srimilansengupta@yahoo.co.in     


এই পাতা প্রকাশ - ১৭.৬.২০১৪
...