কবি গঙ্গামণি দেবীর গান
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
www.milansagar.com
১।
২।
জ
নক নন্দিনী সীতা হরিষে সাজায় রাণী
আরে সখি কদম্বতরুতলে কে ও ফিরে
মিলনসাগর
কবি গ
ঙ্গামণি
দেবীর পরিচিতির পাতায়...
*
গঙ্গামণি দেবী অথবা গঙ্গা দেবীর বিবাহের গীত
জনক নন্দিনী সীতা হরিষে সাজায় রাণী |
শিরেশোভে সিঁথিপাত, হীরা, মণি, চুণী ||
নাসার অগ্রেতে মতি বিম্বাধর পরি |
তরুণ নক্ষত্র ভাতি জিনি রূপ হেরি ||
মুকুতা দশন হেরি লাজে লুকাইল |
করীন্দ্রের কুম্ভ মাঝে মজিয়া রহিল ||
গলে দিল থরে তরে মুকুতার মালা |
রবির কিরণে যেন জ্বলিছে মেখলা ||
কেয়ূর, কঙ্কণ দিল আর বাজুবন্ধ |
দেখিয়া রূপের ছটা মনে লাগে ধন্দ ||
বিবিত্র ফলিতশঙ্খ ফুল পরিচিত |
দিল পঞ্চ কঙ্কণ পৈছি বেষ্টিত ||
মনের মত আভরণ পরাইয়া শেষে |
রঘুনাথ বরিতে যান মনের হরিষে ||
. ***************
.
উপরে
মিলনসাগর
কবি গ
ঙ্গামণি
দেবীর পরিচিতির পাতায়...
*
গঙ্গামণি দেবী অথবা গঙ্গা দেবীর কবিতা
আরে সখি কদম্বতরুতলে কে ও ফিরে
. শরদচন্দ্র জ্যোতি ধরে
. আহা মরি মরি রে |
আরে দই যমুনাতে নামিলাম
. পুন দেখি সেই শ্যাম
. অপরূপ জলের ভিতর |
ঊর্দ্ধে চরণ আভা
. কালিন্দীর কিবা শোভা
. কমল ভাসিয়া ফিরে নীরে ||
. ***************
.
উপরে
মিলনসাগর
কবি গ
ঙ্গামণি
দেবীর পরিচিতির পাতায়...