গঙ্গামণি দেবী অথবা গঙ্গা দেবী - লালা রামপ্রসাদের কন্যা এবং লালা জয়নারায়ণ ও
লালা রামগতির ভগিনী। তিনি মহিলা কবি আনন্দময়ীর সমসাময়িক। এর বেশী আমাদের আর কিছু জানা
নেই।
সে কালের বিয়ের আসর-অনুষ্ঠানে গাইবার বহু মঙ্গল গীত তিনি রচনা করেছিলেন। একসময়ে সে গান যথেষ্ট
জনপ্রিয়ও হয়েছিল। কিন্তু কালের প্রভাবে তা ধীরে ধীরে আজ লুপ্ত হয়ে গিয়েছে।
যোগেন্দ্রনাথ গুপ্তর "বঙ্গের মহিলা কবি" গ্রন্থে আমরা কেবল একটিই খণ্ডিত গান পেয়েছি। তাই এখানে তুলে
দিলাম। এই গানটিতে সীতার বিবাহের বর্ণনা রয়েছে। প্রায় দুশো বছর আগে আমাদের দেশের মহিলারা
কেমন গয়না পড়ে সাজতেন, তার কিছুটা এই গানটি থেকে অনুমান করা যায়।
আমরা মিলনসাগরে তাঁর কবিতা তুলে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারলেই আমাদের
প্রচেষ্টা সার্থক হবে।
কবি গঙ্গামণি দেবী অথবা গঙ্গা দেবীর মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।
উত্স - যোগেন্দ্রনাথ গুপ্ত, বঙ্গের মহিলা কবি, ১৩৩৭ বঙ্গাব্দ (১৯৩০)
আমাদের ই-মেল - srimilansengupta@yahoo.co.in
এই পাতার প্রকাশ - ২১.১০.২০১১
...