কবি গৌতম মণ্ডল  ভারতীয় রেলের অফিসার হিসাবে বর্তমানে চিত্তরঞ্জন লোকোমটিভ ওয়ার্ক্স
এ কর্মরত।  চিত্তরঞ্জন লোকোমটিভ কারখানা একমাত্র কারখানা যা ভারতীয় রেলে ইলেকট্রিক ইঞ্জিন
সরবরাহ করে।

তিনি ১৯৯৩ সালে কলকাতার, যাদবপুরের আচার্য প্রফুল্লচন্দ্র রায় পলিটেকনিক কলেজ থেকে মেকানিক্যাল
ডিপলমা নিয়ে পাশ করেন। তারপর তিনি  
A.M.I.E পাশ করেন যা ইঞ্জিনিয়ারিং এর BE ডিগ্রির সমতূল্য।  
১৯৯৮ সালে জুনিয়র ইঞ্জিনিয়ার  হিসাবে রেলে যোগদান করেন আর ২০০৭ সালে অফিসার পোস্টে উন্নীত
হন।বর্তমানে  তিনি
Quality Assurance Manager হিসাবে কর্মরত।

তিনি তাঁর কবিতা প্রসঙ্গে মনে করেন যে... তিনি কবিতা লেখার চেষ্টা করেন। পেশাগত কারণে তাঁর অবসর
খুবই কম। লিখতে ভালোলাগে তাই চেষ্টা করেন লেখার। মূলত নিজের মনের ভাব প্রকাশের মাধ্যম হিসাবে
কবিতাকে দেখেন। তাঁর কবিতা কখনো কোথাও ছাপা হবে এমন ভেবে দেখেন নি। কবিতা পড়া তাঁর হবি।
রবীন্দ্র সঙ্গীত আর নানা রকম লোকসঙ্গীত শুনতেও তিনি ভালোবাসেন।

আমরা মিলনসাগরে এই ইঞ্জিনায়র কবির কবিতা প্রকাশিত করতে পেরে আনন্দিত এবং তাঁর উন্নতি ও
খ্যাতি প্রার্থনা করি।

কবির স্থায়ী বসবাসের ঠিকানা হল দক্ষিণ ২৪ পরগণা জেলার "কাষ্ঠগড়া" গ্রাম, পোস্ট : গোচরণ |

কবির সঙ্গে যোগাযোগের বর্তমান ঠিকানা :

Street No-Ganapati Avenue, Quarter No:D4,
CHITTARANJAN LOCOMOTIVE WORKS / CHITTARANJAN,
P.O. - CHITTARANJAN,
DIST- BURDWAN
West Bengal,
India
PIN-743331.

Email:
 qamlococlw@gmail.com        


আমাদের যোগাযোগের ঠিকানা :-   
মিলনসাগর       
srimilansengupta@yahoo.co.in      
.