কবি গীতা চট্টোপাধ্যায় – একালের সম্মানিত কবি। তিনি জন্ম গ্রহণ করেন কলকাতার এক বহু প্রাচীন
জমিদার মিত্র পরিবারে, ভবানীপুরে। পিতা জেলা জজ ও বিশিষ্ট আইনজীবী ছিলেন।
তাঁদের প্রায় ১৭৫ বছরের পুরানো পৈতৃক ভিটে কলকাতার শিয়ালদহ স্টেশনের নিকটে অবস্থিত।
পিতামাতার মৃত্যুর পরে সেখানেই তিনি থাকেন তাঁর ভাই ও দুই বোনের সঙ্গে। তাঁরা সবাই অকৃতদার ও
অকৃতদারা ছিলেন। কবি লেডি ব্র্যাবোর্ণ কলেজ থেকে স্নাতক হয়ে বাংলা সাহিত্যে এম.এ., পি.এইচ.ডি
করেছিলেন। লাভ করেন গ্রন্থাগার বিজ্ঞানের সর্বেচ্চ ডিগ্রি।
কর্মজীবনে তিনি ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সহকারী গ্রন্থগারিক। বঙ্গীয় সাহিত্য
পরিষদ সহ একাধিক প্রতিষ্ঠানের সঙ্গে তিনি যুক্ত ছিলেন।
তাঁর লেখার মধ্যে রয়েছে মূলত কাব্য ও সাহিত্য-আলোচনা। তিনি আকাশবাণী থেকে বিভিন্ন সময়ে কথিকা
পাঠও করেছেন। তাঁর কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে “সপ্ত দিবানিশি, কলকাতা”, “গৌরীচাঁপা নদী চন্দরা”, “মীনাঙ্ক
সোপান”, “জলে হস্মিন সন্নিধিং কুরু” প্রভৃতি। সাময়িক পত্রের ইতিহাস বা পঞ্জী রচনা করে প্রকাশ করেন
"বাংলা সাময়িক পত্রিকা পঞ্জী (১৯০০ - ১৯৪৭)" গ্রন্থ। প্রীতি মিত্রের সহযোগে তৈরী করেন "প্রবাসী" পত্রিকার
সম্মিলিত সূচী ও "ক্যালকাটা রিভিউ" পত্রিকার বিষয় সূচী।
এ ছাড়া বহু প্রতিষ্ঠান কে তিনি নিয়মিত অর্থ সাহ্য্য করেছেন।
আমরা মিলনসাগরে কবি গীতা চট্টোপাধ্যায়ের কবিতা তুলে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে
পারলে এই প্রচেষ্টার সার্থকতা।
আমরা কৃতজ্ঞ শ্রী বিশ্বরূপ বিশ্বাসের কাছে যিনি আমাদের কবির এই ছবিটি পাঠিয়েছেন ।
তাঁর ইমেল - biswarupbiswas21@gmail.com
উত্স
নমিতা চৌধুরী ও অনিন্দিতা বসু সান্যাল সম্পাদিত মহিলা কবিদের সংকলন ১৪০০-২০০০ দামিনী।
অঞ্জলি বসু সম্পাদিত "সংসদ বাংলা চরিতাভিধান ২য় খণ্ড", ২০১৫।
কবি গীতা চট্টোপাধ্যায়ের মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।
আমাদের ই-মেল - srimilansengupta@yahoo.co.in
এই পাতা প্রথম প্রকাশ - ১৮.১০.২০১৪
কবির ছবি সংষোজন ও পরিচিতির পরিবর্দ্ধন - ৭.২.২০২০
...