কবি গোপাল উড়ের গান
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।  www.milansagar.com
*
গোপাল উড়ে  

মুলতানখাম্বাজ----যৎ

হায়, রসিক সুজন, নারীর মনোরঞ্জন |
প্রিয়া সনে সঙ্গোপনে করেন সুখ-আলাপন ||
ছলে বলে কৌশলে, মালিনীরে ফাঁকি দিলে,
উভয়ের প্রেম অন্তঃশীলে, বহে ফল্গুনদী যেমন |
কী সুন্দর শুনিতে সুন্দর বিদ্যাসুন্দর উপাখ্যান,
মাটির ভিতর আনাগোনা, আর কার সাধ্য বলোনা,
বিনা দৈবেরই ঘটনা, না হয় ঘটন |
যেমন রতিপতি, তার চেয়ে বিদ্যাপতি,
মাটির ভিতর একী রীতি, উভয়ে গমনাগমন
বত্সর পনেরো ষোলো হইল বয়ঃক্রম  ||
ভেবে মরে রাজা রানি হইবে কেমন ||

.           *************************    
.                                                                                    
উপরে    


মিলনসাগর
১।
২।
৩।
৪।
৫।
৬।
৭।
৮।
৯।
১০।
১১।
১২।
১৩।
১৪।
১৫।
১৬।
১৭।
১৮।
হায়, রসিক সুজন, নারীর মনোরঞ্জন    
হায় হায়, বিষম বিষম চিন্তা, ভেবে প্রাণ যায়    
এত দিনের পরে বুঝি বিধি অনুকূল    
কোথা গো মা, ত্রিলোকতারা দুঃখহরা ত্রিনয়নি    
ওহে মহারাজ, বলো শুনি মন্ত্রণা কেমন    
মরি মরি একী মনোহর, হেরি দিঘি সরোবর    
আমি আজ মালঞ্চেতে যাই    
ভাঙা বাগান জোগান দেওয়া ভার    
আ মরি কী হেরি নয়নে, এসে কুসুম কাননে    
ওই দেখা যায় বাড়ি আমার    
জাদু! ভাবছ কীসের তরে    
মাসি মাসি বলিয়ে, কেন বিষ দিলে গায়ে ঢেলে    
তবে আয়রে রতনমণি    
জাদু, তোর ভাবনা কীরে    
জাদু, এই কি কথার কথা    
একবার দেখরে ও জাদুধন    
মাসি, দেখবো কী আর বলো       
মাসি, ও কথা বোলো না    




মিলনসাগর
*
গোপাল উড়ে   

পুরবি------যৎ

হায় হায়, বিষম  বিষম চিন্তা, ভেবে  প্রাণ যায়,
.                মরি হায় হায়  |
বিপত্তে সম্পত্ত হয়, এতে যদি মনে রয়,
সেই মোক্ষ এ সময়, যদি তারে পায়-----
হায়, কেন মাটি খেয়ে পড়ালাম বিদ্যায় ||
দিবানিশি ওই কথা, কারে কবো মর্ম ব্যথা,
যেই দুঃখ সর্বদা হতেছে আমায় |
কবে এ কুদিন যাবে, সুপ্রভাত রজনি হবে,
বিদ্যা বিদ্যায় হারাবে, পাবে কে কোথায় ||
গুণসিন্ধু-রাজসুত, রূপে গুণে অদ্ভুত,
সর্বগুণে ঘুণযুত, সকল বার্তায় |
হায়, বর আনিতে গঙ্গাভাটগেছে কাঞ্চীপুর,
সে আসিলে তবে মম দুঃখ দূরে যায় ||
হায়, দিবসে না হয় তৃপ্তি করিলে ভোজন |
হায় হায়, নিশিতে না হয় নিদ্রা করিলে শয়ন |
.            হায় হায়,  লাজ বাজে,
.         লোক মাঝে কহা নাহি যায় ||

.           *************************    
.                                                                                    
উপরে    


মিলনসাগর
*
গোপাল উড়ে   

কাওয়ালি

.     এত দিনের পরে বুঝি বিধি অনুকূল  |
.       ফুটাইয়ে দিল মম বিবাহের ফুল ||
দেখিব সে বিদ্যা কেমন, বুঝব বিদ্যার পণাপণ,
দৌড়খানা দেখব কেমন,  হারি কী জিতি !
হায় ! যা হবার হবে যাব সম্প্রতি-----
কেমন রূপসি বিদ্যা, শিখিয়াছে কত বিদ্যা,
বিচারে বুঝিয়ে বিদ্যা,  মজাইব কুল  |

.           *************************    
.                                                                                    
উপরে    


মিলনসাগর
*
গোপাল উড়ে   

গারাভৈরবী-------আড়া

কোথা গো মা, ত্রিলোকতারা দুঃখহরা ত্রিনয়নি |
বর্ধমান যাব মাগো, কটাক্ষে হেরো জননি ||
কত অসুর বিনাশিলে, ভক্ত-বাঞ্ছা পুরাইলে,
ঋতুরাজে বাঁচাইলে, নিজ গুণে গো মা আপনি ;
ইহকালে পরকালে, কালে কালে বিপদকালে,
তোমাব বিনে গো মা, আর কীসে হবো পার,
.       বলো--------বিনে ওই চরণ-তরণি ||

.           *************************    
.                                                                                    
উপরে    


মিলনসাগর
*
গোপাল উড়ে   

গারাভৈরবী-------যৎ

.   ওহে মহারাজ, বলো শুনি মন্ত্রণা কেমন |
বিষয়-কাজে মত্ত সদা, হয়ে আছ অচেতন ||
.   ঘরে বিদ্যা রূপবতী, হইল নব যুবতি,
আর কি সে পাইবে পতি, অতীত হলে যৌবন |
বুঝি ভাবিয়াছ মনে, কাজ কী বরের অন্বেষণে,
মন-কলা খাও মনে মনে, কালনেমির মতন  ||

.           *************************    
.                                                                                    
উপরে    


মিলনসাগর
*
গোপাল উড়ে   

গারাভৈরবী------আড়খেমটা

মরি মরি একী মনোহর, হেরি দিঘি সরোবর ;
.        মুখপাতে মুখ জুড়াইল, রসিল অন্তর |
শতদল শোভিছে জলে , ভ্রমর বেড়ায় মধুর ছলে,
.        ফুল ফুটেছে নানা ফুলে, ডাকে পিকবর |
ঘাট বাঁধানো পরিপাটি, দুধারে ফুল সেঁউতি পাটি,
.        বকুলে  ঢেকেছে মাটি, নবীন তরুবর ||

.           *************************    
.                                                                                    
উপরে    


মিলনসাগর
*
গোপাল উড়ে   

খাম্বাজ----আড়খেমটা

.    আমি আজ মালঞ্চেতে যাই  |
.   যতনে গাঁথিব মালা, ফুল যদি পাই  ||
চির বিরহিনী নারী, চিরদিন দুঃখে মরি,
এ জ্বালা কীসে নিবারি, দুঃখের দোসর নাই |
শয়নে শয্যা-কন্টকী,  মনোদুঃখে ঝুরে আঁখি,
সব শূন্যময় দেখি, যে দিকেতে চাই ||

.           *************************    
.                                                                                    
উপরে    


মিলনসাগর
*
গোপাল উড়ে   

পরজ-------একতালা

ভাঙা বাগান জোগান দেওয়া ভার |
.      ফুলে নাই বাহার |
.      কেউ গেছে কুঁড়িতে মুচড়ে,
.      কেউ হয়েছে বোঁটাসার ||
.      ডাকে না কেউ আদর করে,
.     যদি বেচি ধারে ধোরে,
.     পয়সা দিতে ঝগড়া করে,
.     যাচলে নেয় না পুনর্বার |
ভোলে না খদ্দেরের মন, অযতনে করি যতন,
.     কেউ বা নরম কেউ বা গরম,
.     পাঁচ রকমের মন পাঁচ জনার  ||

.           *************************    
.                                                                                    
উপরে    


মিলনসাগর
*
গোপাল উড়ে   

পরজ ------ আড়খেমটা

আ মরি কী হেরি নয়নে, এসে কুসুম কাননে |
কন্দর্প কী শরৎশশী, জ্ঞান হয় মনে ||
হেরে উহার চন্দ্রবদন, অঙ্গেতে না রহে বসন,
সচঞ্চল চিত-নয়ন, কেন কে জানে |
চলে যেতে চরণ টলে, আবেশেতে পড়ি ঢলে,
ইচ্ছা হয় ফুলসাজি ফেলে, বিকাই চরণে ||

.           *************************    
.                                                                                    
উপরে    


মিলনসাগর
*
গোপাল উড়ে   

খাম্বাজ---- আড়খেমটা

.      ওই দেখা যায় বাড়ি আমার,
.      চারিদিকে মালঞ্চ বেড়া |
.      ভ্রমরেতে গুনগুন করে,
.      কোকিলেতে দিচ্ছে সাড়া  ||
ভ্রমরা ভ্রমরী সনে, আনন্দিত কুসুমবনে,
.      আমার  ওই ফুলবাগানে,
.      তিলেক নাই বসন্ত ছাড়া ||

.           *************************    
.                                                                                    
উপরে    


মিলনসাগর
*
গোপাল উড়ে   

খাম্বাজ---------- আড়খেমটা

.     জাদু! ভাবছ কীসের তরে |
.     খড়ি দিয়ে দিব তোমার করে ||
দুদিনে শিখাব বিদ্যা, বিদ্যাবাগীশ করব তোরে |
.      টোটকাটাটকা এম্ নি জানি,
.      কত পন্ডিত ধরে আনি,
.      চূড়ামণি রত্নমণি শিরোমণি,
.      করি শিরোমণি সমাদরে ||

.           *************************    
.                                                                                    
উপরে    


মিলনসাগর
*
গোপাল উড়ে   

খাম্বাজ-------- আড়খেমটা

মাসি মাসি বলিয়ে, কেন বিষ দিলে গায়ে ঢেলে |
.       আমি তোমার হই রে আয়ি,
.       তোমার বাপ ডাকত মাসি বলে ||
.       অল্পকালে কড়ে রাঁড়ি,
.       তোর বাপের হই শাশুড়ি,
.       নিত্য বেড়াই রাজার বাড়ি,
.       খেলা খেলি নানা ফুলে ||

.           *************************    
.                                                                                    
উপরে    


মিলনসাগর
*
গোপাল উড়ে   

খাম্বাজ---- আড়খেমটা

.     তবে আয়রে রতনমণি |
.    ও মোর চৌদ্দপুরুষ ও চাঁদমনণি ||
আমি তোরে দিব বাসা, ভাবনা কী রে,
.    জাদু ভাবনা কী রে, বলো শুনি  ||
.    যে আশাতে তোমার আশা,
.    তাতে হবে না নৈরাশা,
.    সুসার হবে আসার আশা,
.    মিলিয়ে দিব রাজনন্দিনী ||

.           *************************    
.                                                                                    
উপরে    


মিলনসাগর
*
গোপাল উড়ে   

খাম্বাজ-----পোস্তা

.          জাদু, তোর ভাবনা কীরে  |
.          আমি মাসি থাকতে ঘরে ||
.         ক্ষুধার সময় খেতে দিব,
.          পিপাসায় জল দিব তোরে
.         বাজারের ব্যাপারী যারা,
      আমার তো হাত-ধরা তারা
.         মাথায় করে প্রেম-পসরা,
.         বেড়ায় আমায় দিবার তরে |
আমি যদি মনে করি, বুড়ার বিয়ে দিতে পারি,
পয়সা পেলে কীসে হারি, প্রাণে রাখি যত্ন করে ||

.           *************************    
.                                                                                    
উপরে    


মিলনসাগর
*
গোপাল উড়ে   

      খাম্বাজ------আড়খেমটা

জাদু, এই কি কথার কথা |
তোর কাজে কি আমার ব্যথা ||
তোর তরে প্রাণ নিতে পারি,
আমি নারী, আমি নারি নাড়তে মাথা ||
মন বুঝে দাও রে বাপা,
তোমারে কি আছে ছাপা,
মাসিরে দিয়ো না ধাপ্পা, ওরে খ্যাপা,
আমি কি করবো অন্যথা ||

.           *************************    
.                                                                                    
উপরে    


মিলনসাগর
*
গোপাল উড়ে   

খাম্বাজ-----আড়খেমটা

একবার দেখরে ও জাদুধন |
বাজার হল কিনা মনের মতন ||
আমি যেই তোর শক্ত মাসি,
এনেছি তাই করে যতনে ||
ফিরে সারা হাট-বাজারে,
কত জিনিস আনলেম ধারে,
খাজা গজা জিবেগজা, তোমার তরে,
চাঁদসই  আবার চাঁদের মতন ||

.           *************************    
.                                                                                    
উপরে    


মিলনসাগর
*
গোপাল উড়ে   

খাম্বাজ-----------আড়খেমটা

মাসি, দেখবো কী আর বলো |
যা এনেছ সকলই ভালো |
তুমি কি এনেছো মন্দ,
কীসে সন্ধ কীসে সন্ধ করবো বলো ||
ভুরো ছানা মিছরি চিনি,
আমি ও সব কীবা চিনি,
চিনি কেবল দুধে চিনি--------
পাই যখনই,  যেমনতর দুধে জল  ||

.           *************************    
.                                                                                    
উপরে    


মিলনসাগর
*
গোপাল উড়ে   

খাম্বাজ --------- আড়খেমটা

.     মাসি, ও কথা বোলো না |
.    আমি পাই বড়ো মনে বেদনা ||
.    তোমার কি অবিশ্বাস আছে,
.    ও গো মাসি, মনে তুমি তাও কোরো না ||
মাতৃসম তুমি মাসি, কে আছে এমন হিতাশী,
.    স্থান দিলে দেখে বিদেশি,
.    প্রাণ দিলে তো শোধ যাবে না ||

.           *************************    
.                                                                                    
উপরে    


মিলনসাগর