ভাঙা বাগান জোগান দেওয়া ভার | . ফুলে নাই বাহার | . কেউ গেছে কুঁড়িতে মুচড়ে, . কেউ হয়েছে বোঁটাসার || . ডাকে না কেউ আদর করে, . যদি বেচি ধারে ধোরে, . পয়সা দিতে ঝগড়া করে, . যাচলে নেয় না পুনর্বার | ভোলে না খদ্দেরের মন, অযতনে করি যতন, . কেউ বা নরম কেউ বা গরম, . পাঁচ রকমের মন পাঁচ জনার ||
জাদু, এই কি কথার কথা | তোর কাজে কি আমার ব্যথা || তোর তরে প্রাণ নিতে পারি, আমি নারী, আমি নারি নাড়তে মাথা || মন বুঝে দাও রে বাপা, তোমারে কি আছে ছাপা, মাসিরে দিয়ো না ধাপ্পা, ওরে খ্যাপা, আমি কি করবো অন্যথা ||
একবার দেখরে ও জাদুধন | বাজার হল কিনা মনের মতন || আমি যেই তোর শক্ত মাসি, এনেছি তাই করে যতনে || ফিরে সারা হাট-বাজারে, কত জিনিস আনলেম ধারে, খাজা গজা জিবেগজা, তোমার তরে, চাঁদসই আবার চাঁদের মতন ||
. মাসি, ও কথা বোলো না | . আমি পাই বড়ো মনে বেদনা || . তোমার কি অবিশ্বাস আছে, . ও গো মাসি, মনে তুমি তাও কোরো না || মাতৃসম তুমি মাসি, কে আছে এমন হিতাশী, . স্থান দিলে দেখে বিদেশি, . প্রাণ দিলে তো শোধ যাবে না ||