যেতে দাও আমায় ডেকো না, কবে কি আমি বলেছি, মনে রেখো না---- কিছু বলবে কি ? না, না, না পিছু ডেকো না || তুমি ভরে নিও বাঁশি ওগো সুর থেকে সুরে ; নয় চলে যাব আমি শুধু দূর থেকে দূরে----- এই তাসেরই ঘর বেঁধে তুমি ভেঙে দিও না || কাঁচেরই ঝাড়বাতি নেভে সময় হলে, প্রেম যে মোমের আলো জ্বালায় শুধু জ্বলে ; প্রদীপেরই শিখায় পুড়ে মরুক প্রজাপতি, হায় তেমনই করে আসে লাভ থেকে ক্ষতি---- এই হিসাবেরই খাতা খুলে দেখো না ||
আলোতে ছায়াতে দিনগুলি ভরে যায় তারি মাঝে ভাবি কাছে এলে বুঝি তুমি কি আমার নয় | আলোতে--- তোমার নয়নে তাই স্বপন দুয়ার চাই আমারই মালার ফুলের বাসে রাখি তার পরিচয় | তবু আমি কি তোমার নয় বল তুমি কি আমার নয় | আলোতে--- মালতীর মিতা মধুকোষে কথা জাগে কাকলি কূজন কি সুরের দোল রেখে রেখে যায় ওগো তোমার আমার মনে | আমি কি তোমার নই এত কাছে রই তবু পিয়াসী যে হেরিয়া তাঁদিয়া শুধায় বলো ওগো মনোময় তবু আমি কি তোমার নয়---
এ যদি আকাশ হয়, তোমায় কি বলে আমি ডাকবো বলো | ভুলে যাওয়া নাম ধরে ডাক দিলে কেন, ব্যথা হয়ে চিরদিন রয়ে গেলে কেন কূলে এসে বার বার কানায় ভেঙে যাওয়া এই কি সাগর এই যদি সাগর হয়, তোমায় কি বলে আমি ডাকবো বলো || পরশের বাঁশরী যে কেন বাজালে, আগুন দিয়ে যে মন কেন সাজালে চলে যেতে যেতে পিছুটানে ফিরে চাওয়া এই কি মরণ এ যদি মরণ হয়, তোমায় কি বলে আমি ডাকবো বলো ||
রূপের ওই প্রদীপ জ্বেলে কি হবে তোমার, কাছে কেউ না এলে এবার মনের ওই এত মধু কেন জমেছে, যদি কেউ না থাকে নেবার || ও নুপূর না বাজালে কারো বাঁশীতে, ও হাসি না মেশালে কারো হাসিতে তোমার ওই সোনার ফাগুন কি দাম পাবে, যদি কেউ না থাকে দেবার || এ জীবন না জড়ালে কারো জীবনে এ স্বপন না ছড়ালে কারো স্বপনে রঙীন ওই দিনগুলি কি এমন রবে, সাড়া কেউ দেবে না যে আর ||
তুমি এসো ফিরে এসো, যদি আসে ছেলেবেলা দুজনাতে হবে জেনো ঘর বাঁধা বাঁধা খেলা || জল টল টল ঢেউ চঞ্চল সেই নদী, সেই কৈশোর ছুঁয়ে উচ্ছল হয় যদি তবে তখনই দেব ভাসিয়ে পাতাবাহারের সেই ভেলা || পৌষ পরবের চোত গাজনের সেই দেশে চলো একবার এই আমরা যাই ভেসে || চলো চম্পার সেই মালাটি হোক স্বপ্নে গেঁথে ফেলা ||
যেথা রামধনু ওঠে হেসে, আর ফুল ফোটে ভালবেসে বল তুমি যাবে কি গো সাথে, এই পথ গেছে সেই দেশে || যেথা সব তিথি মধুতিথি, মধুরাতে জেগে থাকে নিতি মন যেন প্রজাপতি হয়ে পাখা মেলে দিয়ে চলে ভেসে || যেথা শুধু আলো শুধু আশা সারাবেলা করে কানাকানি | চির চেনা হয়ে পাশে থেকে হায় মনে মনে জানাজানি | যেথা হাতখানি হাতে বাঁধা, বেনুবীনা একই সুরে সাধা তাই যত কথা বলা বাঁকী, যায় গান হয়ে তারই রেশে ||
জানি তোমার প্রেমের যোগ্য আমিতো নই---- পাছে ভালবেসে ফেল তাই দূরে দূরে রই--- আমার এ পথে শুধু আছে মরুভূমি ধু ধু-- আমি কি ভাবে বাঁচাব তোমার মাধবী ঐ কত পেয়ালার লাঞ্ছনা আমি নীরবে করি যে পান---- আর যারা সুধা নিয়ে চলে, তুমি দাওগো তাদেরই মান---- এমনি বিভেদ কত মনে আসে অবিরত দুটি ভিন্ন জীবনে মিলিত আমি যে হই---
এই কুলে আমি আর ওই কুলে তুমি মাঝখানে নদী ওই বয়ে চলো যায় | তবুও তোমার আমি পাই ওগো সাড়া দুটি পাখী দুটি কুলে গান যেন গায় যুগে যুগে তুমি মোরে বেঁধেছিলে ফুলডোরে তাই আজ বসে থাকি আশায় আশায় দূরে আছ তবু কথা হয় বিনিময়, জানিনাতো কি নিবিড় এই পরিচয় | দেখি আমি চোখ মেলে মনের মাধুরী ঢেলে, তুমি যেগো ভেসে এলে প্রাণের খেয়ায় ||