অনেক দূরের ওই যে আকাশ নীল হল---- আজ তোমার সাথে আমার আঁখির মিল হল ; কৃষ্ণচূড়ার মতন এমন অনুরাগে লাল আজ খেয়ালখুশির ময়ূরপংখী উড়িয়ে দিল পাল || আজ আলাপনে মিষ্টি কথার আলিম্পনা এঁকে ফুরিয়ে যাবে প্রহরগুলো তোমায় আমায় দেখে---- আজ কুহুর গানে দুঁহুর প্রাণের সুর যে খোঁজে তাল || বেশ লাগে এই সীমার বাঁধন ছাড়িয়ে যেতে তাই আজ দু’জনে চাই যে শুধু হারিয়ে যেতে | আজ এ গান আমার দোল দোলানো প্রজাপতির পাখা, রামধনুকের সাতটি রঙের স্বপ্ন যেন আঁকা ; আজ ফাগুনে ওই আগুন ছড়ায় পলাশেরই ডাল ||
ভুল সবই ভুল! এই জীবনের পাতায় পাতায় যা লেখা --- সে ভুল | এই শ্রাবণে মোর ফাগুন যদি দেয় দেখা --- সে ভুল | প্রশ্ন করি নিজের কাছে কে আমি কোথায় ছিলাম কোথায় যাব এই আমি--- মেঘের ফাঁকে একটু চাঁদের এ রেখা --- সে ভুল | চলে গেলে ডাকবে না তো কেউ পিছু স্মৃতি আমার থাকবে না তো আর কিছু--- যদি ভাবি এই আমি আর নেই একা --- সে ভুল ||
কথা- গৌরীপ্রসন্ন মজুমদার সুর ও শিল্পী- হেমন্ত মুখোপাধ্যায় ছবি - হারানো সুর
আজ দু’জনার দু’টি পথ ওগো দু’টি দিকে গেছে বেঁকে ; তোমার এ পথ আঁধারে গেছে যে ঢেকে || সেই শপথের মালা খুলে আমারে গেছ যে ভুলে ---- তোমারেই শুধু দেখি বারে বারে আজ শুধু দূর থেকে || আমার এ কূল ছাড়ি’ তব বিস্মরণের খেয়া ভরা পালে অকূলে দিয়েছ পাড়ি | আজ যত বার দীপ জ্বালি আলো নয়, পাই কালি---- এ বেদনা তবু সহি হাসিমুখে নিজেরে লুকায়ে রেখে ||
কথা- গৌরীপ্রসন্ন মজুমদার সুর ও শিল্পী- হেমন্ত মুখোপাধ্যায় ছবি - শেষ পর্যন্ত
এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন ---- কাছে যাব কবে পাব ওগো তোমার নিমন্ত্রণ || যূথীবনে এই হাওয়া করে শুধু আসা যাওয়া, হায় হায় রে দিন যায় রে ঘরে আঁধারে ভুবন || শুধু ঝরে ঝরো ঝরো আজ বারি সারাদিন, আজ যেন মেঘে মেঘে হল মন যে উদাসীন | আজ আমি ক্ষণে ক্ষণে কী যে ভাবি আনমনে ---- তুমি আসবে ওগো হাসবে কবে হবে সে মিলন ||
কথা- গৌরীপ্রসন্ন মজুমদার সুর ও শিল্পী- হেমন্ত মুখোপাধ্যায় ছবি- দুই ভাই
তারে বলে দিও সে যেন আসে না ( আমার দ্বারে ), ওই গুন্ গুন্ সুরে মন হাসে না || ওই ফুলমালা দিল শুধু জ্বালা ধূলায় সে যাক্ ঝরে যাক্ না, এই ভাঙাবাঁশি ভোলে যদি হাসি ব্যথায় সে থাক্ ভরে থাক্ না---- জানি ফাগুন আমায় ভালোবাসে না || নেই আলো চাঁদে যেন রাত কাঁদে এ আঁধার শেষ তবু হয় না | যার প্রেম সরে’ ফাঁকি দেয় মোরে এ ব্যাথা প্রাণে সয় না----- হায় স্বপ্নে আঁখি আর ভাসে না ||
তোমার আমার কারও মুখে কথা নেই বাতাসেও নেই সাড়া ; জেগে জেগে যেন কথা বলে ওই দূর আকাশের তারা || দু’জনেই কাছে তবু যেন কতদূর, মুকুলের কানে মৌমাছি আনে সুর---- তোমার আঁখির পল্লবে মোর আঁখি যে নিমেষ হারা || তোমার আমার মতনই যেন গো রাতের ভাষা নাই, কথাহারা এই স্বপ্নের মাঝে নিজেরে হারাতে চাই | জানি না তো কেন দিলে তুমি মোরে ফুল------ এ রাতের শেষে মনে হবে সে তো ভুল | হাসি দিয়ে যার শুরু হয় সে তো আঁখিজলে হয় সারা ||
তোমার ভুবনে মাগো এত পাপ, এ কি অভিশাপ, নাই প্রতিকার --- মিথ্যারই জয়, আজ সত্যের নাই অধিকার॥ তোমার ভুবনে মাগো এত পাপ, এ কি অভিশাপ, নাই প্রতিকার --- মিথ্যারই জয়, আজ সত্যের নাই অধিকার॥
কোথায় অযোধ্যা, কোথা সেই রাম--- কোথায় হারালো বনধাম। এ কি হল, এ কি হল, পশু আজ মানুষেরই নাম। সাবিত্রী সীতার দেশে দাও দেখা তুমি এসে শেষ করে দাও এই অনাচার॥ তোমার ভুবনে মাগো এত পাপ, এ কি অভিশাপ, নাই প্রতিকার --- মিথ্যারই জয়, আজ সত্যের নাই অধিকার॥
তোমার কঠিন হাতে বজ্র কি নাই--- হিংসার কর অবসান ; তোমার এ পৃথিবীতে যারা অসহায় তুমি মা তাদের কর ত্রাণ। চরণতীর্থে তব এবার শরণ লব--- দুর্গম এই পথ হব পার॥ তোমার ভুবনে মাগো এত পাপ, এ কি অভিশাপ, নাই প্রতিকার ----- মিথ্যারই জয়, আজ সত্যের নাই অধিকার॥
কথা- গৌরীপ্রসন্ন মজুমদার সুর ও শিল্পী- হেমন্ত মুখোপাধ্যায় ছবি - লুকোচুরি
মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে, স্মৃতি যেন আমার এ হৃদয়ের বেদনার রঙে রঙে ছবি আঁকে || মনে পড়ে যায় সেই প্রথম দেখার স্মৃতি, মনে পড়ে যায় সেই হৃদয় দেবার তিথি---- দু’জনার দু’টি পথ মিশে গেল এক হয়ে নতুন পথের বাঁকে || সে এক নতুন দেশে দিনগুলি ছিল যে মুখর কত গানে---- সেই সুর কাঁদে আজি আমার প্রাণে | ভেঙে গেছে আজ সেই মধুর মিলন মেলা ভেঙে গেছে আজ সেই হাসি আর রঙের খেলা ; কোথায় কখন কবে কোন্ তারা ঝরে গেল আকাশ কি মনে রাখে ||
মৌবনে আজ মৌ জমেছে বৌ-কথা-কও ডাকে, মৌমাছিরা আর কি দূরে থাকে ? ছন্দভরা গন্ধঝরা এ এক নতুন বেলায় আমারে আজ কে আর ধরে রাখে ? নতুন নতুন সুরে পাখিরা গায় নতুন নতুন ফুলে রং ভরে যায়---- তাদের ঘিরে প্রজাপতি পাখায় স্বপ্ন আঁকে || নতুন নতুন খুশি হৃদয়ে পাই নতুন নতুন পথে আজ কোথা যাই---- উঁকি দিল সূর্যসোনা ভাঙা মেঘের ফাঁকে, আর নতুন কিছু পাব এবার জীবন পথের বাঁকে ||