কবি গৌরীপ্রসন্ন মজুমদার - জন্ম গ্রহণ করেন কলকাতার এক উচ্চ শিক্ষিত পরিবারে। পিতা
গিরিজাপ্রসন্ন মজুমদার প্রেসিডেন্সি কলেজের অধ্যাপক ছিলেন।

ছোটবেলায় খেলাধুলায় আগ্রহী হলেও ধীরে ধীরে মন চলে যায় ছবি আঁকা,  লেখা,  কবিতার ও সঙ্গীতের
দিকে। সেই সময় তিনি কিছুকাল শ্রদ্ধেয় অনুপম ঘটকের কাছে গান শেখেন। প্রেসিডেন্সি কলেজে পড়ার
সময় তাঁর লেখা 'বঁধু গো এই মধুমাস' গানটিতে শচিনদেব বর্মন নিজে সুর দিয়ে রেকর্ড করেন। তার পর
থেকে শেষ অবধি তিনি বাঙালীকে তার গানের যাদুতে আচ্ছন্ন করে গেছেন। বাংলা সিনেমা ও আধুনিক
গানের মধ্যে তিনিই সম্ভবত সর্বাধিক গান রচনা করে গেছেন।

অগ্নিপরীক্ষা, পথে হল দেরী, হারানো সুর, সপ্তপদী, দেয়া নেয়া, মরুতীর্থ হিংলাজ এবং আরও বহু সিনেমায়
তাঁর গান বাঙালীকে মাতিয়ে রেখেছিল। প্রায় দশ বছর দুরন্ত ক্যানসার রোগভোগ করার পর তিনি শেষ
নিঃশ্বাস ত্যাগ করেন। এই সময়েও তাঁর গান থেমে থাকে নি।

বিংশ শতাব্দির দ্বিতীয়ার্ধ জুড়ে বাংলা ছায়াছবি ও আধুনিক গানের জগতকে যাঁরা মাতিয়ে রেখেছিলেন
তাঁদের মধ্যে গৌরিপ্রসন্ন মজুমদার অন্যতম। কথা ছাড়া তো গান হয় না। তাই তাঁর মত কবি কে যদি
আমাদের কবিদের সভায় আসন দিয়ে ধন্য না হতে পারি, তাহলে এই সভাই পরিপূর্ণতা লাভ করবে না।

খুব বিচিত্র এই বাঙালী জাতি! এমন লেখাপড়া জানা বাঙালী হয়তো খুঁজে পাওয়া দুষ্কর যাঁর জীবনের কোনো
না কোনো সময়ে দু-এক লাইন কবিতা লেখেন নি! বাংলা ভাষায় যে পরিমান কবিতার আন্দোলন ঘটে
গেছে, যে পরিমান কাব্যচর্চা চলেছে, তেমনটি বোধহয় ভারবর্ষের আর কোনো ভাষায় দেখা যাবে না। অথচ
আধুনিক যুগে লক্ষ্য করি যে গীতিকারদের কবি হিসেবে স্বীকৃতি দিতে বাঙালী ভীষণ কুণ্ঠা  বোধ  করেন!
ব্যাপারটা যেন এমন যে, কবিতায় সুর হলেই সেই কবি আর কবি থাকেন না!
রবীন্দ্রনাথ বলুন, দ্বিজেন্দ্রলাল
বলুন,
রজনীকান্ত বলুন, অতুলপ্রসাদ বলুন, দিলীপ রায় বলুন, নজরুল  বলুন, প্রেমেন্দ্র মিত্র বলুন, তাঁরা
আধুনিক (?) যুগের এই বিচিত্র ভেদাভেদের মানসিকতা থেকে বেঁচে গিয়েছিলেন।

আমরা কৃতজ্ঞ কবির শ্যালিকা-কন্যা শ্রীমতী নন্দিনী রায় বিশ্বাসের কাছে যিনি আমাদের কবির এই ছবিটি
পাঠিয়েছেন। তাঁর ইমেল -
nandiniroybiswas@gmail.com     

আমরা মিলনসাগরে  কবি গৌরীপ্রসন্ন মজুমদারের গান ও কবিতা প্রকাশিত করে আগামী প্রজন্মের কাছে
পৌঁছে দিতে পারলে আমাদের এই প্রচেষ্টা সার্থক বলে মনে করবো। এই কবিতা ও গানের পাতাই তাঁর প্রতি
আমাদের শ্রদ্ধার্ঘ্য।


কবি গৌরিপ্রসন্ন মজুমদারের মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন

.                          

আমাদের ই-মেল
- srimilansengupta@yahoo.co.in      


এই পাতার প্রথম প্রকাশ - ২০০৫ সালে মাত্র ৭টি গান নিয়ে।
১০০ টি গান সমেত পরিবর্ধন ৯.২০১২।
কবির নতুন ছবি, ২টি প্রকাশিত কবিতা ও ২৬টি নতুন গান সহ এই পাতার পরিবর্ধিত সংস্করণ - ১৮.১২.২০১৭।
১টি কবিতার সংযোজন, ১৫ই আগস্ট ২০১৮।
৫টি প্রতিবাদী কবিতার সংযোজন ১৫.৭.২০২১।

...